ETV Bharat / sports

Ind vs Aus 3rd Test: ইন্দোরে তৃতীয় টেস্ট শুরুর আগে সব নজর রাহুলের দিকেই - বিরাট কোহলি

বুধবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium) শুরু হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট (India vs Australia 3rd Test) ৷ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করবে ভারত ৷

Ind vs Aus 3rd Test
Ind vs Aus 3rd Test
author img

By

Published : Feb 28, 2023, 3:47 PM IST

ইন্দোর (মধ্যপ্রদেশ), 28 ফেব্রুয়ারি: চার টেস্টের সিরিজে 2-0 তে এগিয়ে ভারত ৷ এই পরিস্থিতিতে আগামিকাল, বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামছে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) দল ৷ প্রথম দুই টেস্টে জয়ের ফলে বর্ডার-গাভাসকার ট্রফি (Border-Gavaskar Trophy) এবারও দখলে রাখার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ৷ তবে এবার তারা নামবে আরও দু’টি লক্ষ্যপূরণের জন্য ৷ তৃতীয় টেস্টে জিতলে দেশের মাটিতে টানা 16টি সিরিজ জয়ের রেকর্ড গড়তে পারবেন বিরাট-রোহিতরা ৷ আর তার মধ্যে আগামী জুনে হতে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final) পৌঁছানোও নিশ্চিত হয়ে যাবে তাঁদের জন্য ৷

প্রথম দু’টি ম্যাচই শেষ হয়েছে আড়াই দিনে ৷ দুই ম্যাচেই অস্ট্রেলিয়ার পারফরম্যান্স খুবই খারাপ ছিল ৷ তার উপর চোটের জন্য ছিটকে গিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার ৷ অধিনায়ক প্যাট কামিন্সও পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন ৷ ফলে বুধবার ইন্দোরে কিছুটা হলে পিছিয়ে শুরু করতে চলেছে অজিরা ৷ এই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে স্টিভ স্মিথের উপর ৷ তাঁর নেতৃত্বে অজিরা কি সিরিজে লড়াইয়ে ফিরতে পারবে, সেই দিকে তাকিয়ে ক্যাঙ্গারুদের দেশের ক্রীড়া অনুরাগীরা ৷

প্রথম দুই টেস্টে নাস্তানাবুদ হওয়া প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতের অন্দরমহল ফুরফুরে থাকার কথা ৷ কিন্তু কিছুটা হলেও মেন ইন ব্লু-র অন্দরে চাপা টেনশন রয়েছে বলে খবর ৷ কারণ, সিরিজের প্রথম দুই ম্যাচে সেভাবে রান পাননি বিরাট কোহলি (Virat Kohli) ও চেতেশ্বর পুজারা ৷ একমাত্র সেঞ্চুরি অধিনায়ক রোহিত শর্মার ৷ ফলে ভারতীয় শিবির বিরাট ও পুজারার থেকে বড় রানের আশায় রয়েছে ৷ তাছাড়া রোহিতের সঙ্গে কে ওপেনিং করবেন, তা নিয়েও জল্পনা এখনও চলছে ৷ কারণ, পরের পর ম্যাচে ব্যর্থ কে এল রাহুল (KL Rahul) ৷ তাঁর সহ অধিনায়কত্ব গিয়েছে ৷ এখন প্রশ্ন, তিনি কি আরেকটা সুযোগ পাবেন ! নাকি এবার শুভমান গিলকে রোহিতের সঙ্গে লাল বলেও ওপেন করতে দেখা যাবে !

এই সিরিজে এখনও পর্যন্ত ভারতের তিন স্পিনার অলরাউন্ডার প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী হয়েছেন ৷ রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল বল হাতে ভালো পারফর্ম তো করছেনই ৷ পাশাপাশি ব্যাটেও তাঁরা বড় স্কোর করছেন ৷ ফলে এই ত্রয়ী ইন্দোরে কি খেল দেখান, সেই দিকে নজর রয়েছে অনুরাগীদের ৷ বিশেষ করে জাদেজার দিকে ৷ কারণ, চোট সারিয়ে দলে ফিরে তিনিই এখন স্টার পারফরমার ৷ পর পর দু’ম্যাচে সেরার পুরস্কারও তিনিই পেয়েছেন ৷

যদিও হোলকার স্টেডিয়ামের পিচ কতটা টার্নিং ট্র্যাক হবে, তা নিয়ে এখনও সন্দিহান অনেকে ৷ কারণ, সাধারণ লালমাটির পিচে স্পিনাররা বেশি সাহায্য পান ৷ কালো মাটির পিচে টার্ন ও বাউন্স অতটা ভালো থাকে না ৷ হোলকার স্টেডিয়ামে সম্ভবত কালো মাটির পিচে খেলা হবে ৷ ফলে এবার কে কেমন খেলছেন, তা জানতে অপেক্ষা করতেই হবে বুধবার সকাল সাড়ে 9টা পর্যন্ত ৷

আরও পড়ুন: উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন অক্ষর প্যাটেল

ইন্দোর (মধ্যপ্রদেশ), 28 ফেব্রুয়ারি: চার টেস্টের সিরিজে 2-0 তে এগিয়ে ভারত ৷ এই পরিস্থিতিতে আগামিকাল, বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামছে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) দল ৷ প্রথম দুই টেস্টে জয়ের ফলে বর্ডার-গাভাসকার ট্রফি (Border-Gavaskar Trophy) এবারও দখলে রাখার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ৷ তবে এবার তারা নামবে আরও দু’টি লক্ষ্যপূরণের জন্য ৷ তৃতীয় টেস্টে জিতলে দেশের মাটিতে টানা 16টি সিরিজ জয়ের রেকর্ড গড়তে পারবেন বিরাট-রোহিতরা ৷ আর তার মধ্যে আগামী জুনে হতে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final) পৌঁছানোও নিশ্চিত হয়ে যাবে তাঁদের জন্য ৷

প্রথম দু’টি ম্যাচই শেষ হয়েছে আড়াই দিনে ৷ দুই ম্যাচেই অস্ট্রেলিয়ার পারফরম্যান্স খুবই খারাপ ছিল ৷ তার উপর চোটের জন্য ছিটকে গিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার ৷ অধিনায়ক প্যাট কামিন্সও পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন ৷ ফলে বুধবার ইন্দোরে কিছুটা হলে পিছিয়ে শুরু করতে চলেছে অজিরা ৷ এই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে স্টিভ স্মিথের উপর ৷ তাঁর নেতৃত্বে অজিরা কি সিরিজে লড়াইয়ে ফিরতে পারবে, সেই দিকে তাকিয়ে ক্যাঙ্গারুদের দেশের ক্রীড়া অনুরাগীরা ৷

প্রথম দুই টেস্টে নাস্তানাবুদ হওয়া প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতের অন্দরমহল ফুরফুরে থাকার কথা ৷ কিন্তু কিছুটা হলেও মেন ইন ব্লু-র অন্দরে চাপা টেনশন রয়েছে বলে খবর ৷ কারণ, সিরিজের প্রথম দুই ম্যাচে সেভাবে রান পাননি বিরাট কোহলি (Virat Kohli) ও চেতেশ্বর পুজারা ৷ একমাত্র সেঞ্চুরি অধিনায়ক রোহিত শর্মার ৷ ফলে ভারতীয় শিবির বিরাট ও পুজারার থেকে বড় রানের আশায় রয়েছে ৷ তাছাড়া রোহিতের সঙ্গে কে ওপেনিং করবেন, তা নিয়েও জল্পনা এখনও চলছে ৷ কারণ, পরের পর ম্যাচে ব্যর্থ কে এল রাহুল (KL Rahul) ৷ তাঁর সহ অধিনায়কত্ব গিয়েছে ৷ এখন প্রশ্ন, তিনি কি আরেকটা সুযোগ পাবেন ! নাকি এবার শুভমান গিলকে রোহিতের সঙ্গে লাল বলেও ওপেন করতে দেখা যাবে !

এই সিরিজে এখনও পর্যন্ত ভারতের তিন স্পিনার অলরাউন্ডার প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী হয়েছেন ৷ রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল বল হাতে ভালো পারফর্ম তো করছেনই ৷ পাশাপাশি ব্যাটেও তাঁরা বড় স্কোর করছেন ৷ ফলে এই ত্রয়ী ইন্দোরে কি খেল দেখান, সেই দিকে নজর রয়েছে অনুরাগীদের ৷ বিশেষ করে জাদেজার দিকে ৷ কারণ, চোট সারিয়ে দলে ফিরে তিনিই এখন স্টার পারফরমার ৷ পর পর দু’ম্যাচে সেরার পুরস্কারও তিনিই পেয়েছেন ৷

যদিও হোলকার স্টেডিয়ামের পিচ কতটা টার্নিং ট্র্যাক হবে, তা নিয়ে এখনও সন্দিহান অনেকে ৷ কারণ, সাধারণ লালমাটির পিচে স্পিনাররা বেশি সাহায্য পান ৷ কালো মাটির পিচে টার্ন ও বাউন্স অতটা ভালো থাকে না ৷ হোলকার স্টেডিয়ামে সম্ভবত কালো মাটির পিচে খেলা হবে ৷ ফলে এবার কে কেমন খেলছেন, তা জানতে অপেক্ষা করতেই হবে বুধবার সকাল সাড়ে 9টা পর্যন্ত ৷

আরও পড়ুন: উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন অক্ষর প্যাটেল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.