কেপটাউন, 10 জানুয়ারি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় থেকে মাত্র এক ম্যাচ দূরে রয়েছে রাহুল দ্রাবিড়ের ছেলেরা ৷ কেপটাউনের শেষ টেস্টে প্রোটিয়া-বধ করলেই রেনবো নেশনে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে ভারত ৷
পিঠের ব্যথার কারণে জোহানেসবার্গে শেষ টেস্টে ছিলেন না কোহলি ৷ তাঁর বদলে ক্যাপ্টেন্সি করেন কেএল রাহুল ৷ দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয়েছে চেতেশ্বর পুজারা-অজিঙ্ক রাহানের লড়াই ৷ 7 উইকেটে ম্যাচ হেরেছে ভারত ৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম ম্যাচের ছবি ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া ৷
নিউল্যান্ডসে দলের প্রথম অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে বিসিসিআই ৷ সেখানে দেখা যাচ্ছে, ক্রিজে রয়েছেন কোহলি (Virat Kohli batted for long in net session) ৷ তাতেই আশার আলো দেখছেন ভক্তরা ৷ অন্যদিকে, ওয়ান্ডারার্সে বড় জয় নিঃসন্দেহে শেষ টেস্টের আগে বাড়তি উদ্দীপ্ত করবে প্রোটিয়াদের ৷ তবে বিরাট দলে ফেরায় বাড়তি অক্সিজেন পাবে টিম ইন্ডিয়া ৷
আরও পড়ুন : নেটে ফিরলেন বিরাট, নিউল্যান্ডসে জয়ের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার
ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), জয়ন্ত যাদব, প্রিয়াঙ্ক পাঞ্চাল, উমেশ যাদব, হনুমা বিহারী, ইশান্ত শর্মা ।
দক্ষিণ আফ্রিকা : ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), কাগিসো রাবাদা, সরেল এরউই, বেউরান হেনড্রিকস, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, এইডেন মার্করাম, উয়ান মুল্ডার, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডের ডুসেন, কাইল ভেরেইন, মার্কো জানসেন, গ্লেনটন স্টুরম্যান, প্রেনেলান সুব্রায়েন, সিসান্ডা মাগালা, রায়ান রিকেল্টন, ডুয়ান অলিভিয়ার ।