গুন্টুর, 9 নভেম্বর : ব্য়াটসম্য়ানদের স্বর্গরাজ্য টি-20 ক্রিকেট ৷ কুড়ি-বিশের সেই ফর্ম্যাটে চার ওভার হাত ঘুরিয়ে কোনও রান না দিয়ে আলোচনার কেন্দ্রে অক্ষয় কার্নেওয়ার ৷ সমর্থকেরা নিজের কানকে বিশ্বাস না করলেও বাস্তবে ঠিক এই ঘটনাই ঘটালেন বিদর্ভের এই স্পিনার ৷ টি-20 ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড ৷
সোমবার সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে প্লেট গ্রুপে মণিপুরের মুখোমুখি হয়েছিল বিদর্ভ ৷ সেই ম্যাচে 4 ওভার বল করে 4 ওভারই মেডেন নিলেন অক্ষয় কার্নেওয়ার ৷ সঙ্গে ঝুলিতে নিলেন 2টি উইকেট ৷ টি-20 ক্রিকেটের সবচেয়ে ইকোনমিক্যাল ফিগার উপহার দেওয়ার পথে এদিন পাক পেসার মহম্মদ ইরফানের রেকর্ড ভাঙলেন অক্ষয় ৷
প্রথম বোলার হিসেবে টি-20 ক্রিকেটে অক্ষয়ের এই কীর্তিতেই সোমবার প্লেট গ্রুপে বিরাট জয় পায় বিদর্ভ ৷ মণিপুরকে 167 রানে হারায় তারা ৷ বিদর্ভের ছুঁড়ে দেওয়া 223 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 55 রানেই শেষ হয়ে যায় মণিপুর ৷
আরও পড়ুন : দীপাবলিতে গানের তালে কোমর দোলালেন পিভি সিন্ধু
পরদিন অর্থাৎ মঙ্গলবার সিকিমের বিরুদ্ধে ম্যাচে আবার হ্যাটট্রিক এল অক্ষয়ের ঝুলিতে ৷ এদিন 4 ওভারে একটি মেডেন সহযোগে 5 রান দিয়ে 4 উইকেট নেন তিনি ৷ এদিনও অক্ষয়ের হ্যাটট্রিকে ভর করে সহজ জয় পেল বিদর্ভ ৷ সিকিমকে 130 রানে হারাল তারা ৷