ETV Bharat / sports

Ajit Agarkar : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিন ভারতীয় পেসার বাছলেন অজিত আগরকার - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

ইতিমধ্যে সাউদাম্পটন পৌঁছে গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ৷ বর্তমানে কোয়ারান্টিনে আছেন তাঁরা ৷ স্টেডিয়াম সংলগ্ন হোটেল থেকে অ্যাজেস বোলের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্রিকেটাররা ৷

তিন ভারতীয় পেসার বাছলেন অজিত আগরকার
তিন ভারতীয় পেসার বাছলেন অজিত আগরকার
author img

By

Published : Jun 5, 2021, 6:38 PM IST

নয়াদিল্লি, 5 জুন : আগামি 18 জুন শুরু হচ্ছে মহারণ ৷ বিশ্ব সেরা হওয়ার লড়াই ৷ তার আগে ইংল্যান্ডের পেস সহায়ক উইকেটে ভারতের তিন পেসার বেছে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত আগরকার ৷ ভারতীয় দলের প্রাক্তন এই পেসার নিশ্চিত, মহম্মদ শামি (Mohammed Shami), জসপ্রীত বুমরা(Jasprit Bumrah) ও ইশান্ত শর্মা(Ishant Sharma) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলছেন ৷

ইতিমধ্যে সাউদাম্পটন পৌঁছে গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ৷ বর্তমানে কোয়ারান্টিনে আছেন তাঁরা ৷ স্টেডিয়াম সংলগ্ন হোটেল থেকে অ্যাজেস বোলের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্রিকেটাররা ৷

ইংল্যান্ডে পৌঁছে ক্রিকেটাররা সবুজ 22 গজের অপেক্ষায় আছেন ৷ অন্যদিকে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তরা উত্তেজিত ৷ ক্রিকেট বোদ্ধারাও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে নিজেদের মতামত দিতে ব্যস্ত ৷ এর মধ্যেই কয়েকদিনের অপেক্ষা ৷ বিশ্ব ক্রিকেট পেয়ে যাবে তাঁর প্রথম টেস্ট চ্যাম্পিয়ন ৷

একটি স্পোর্টস দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে আগরকার বলেন, ‘‘পেসাররা একটি বড় ভূমিকা নিতে চলেছে ৷ ভারত বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা আক্রমণভাগ নিয়ে খেলতে নামছে ৷ আমি মনে করি পেসাররা শেষ কয়েকবছরে ভারতের শক্তি ৷ বুমরা, শামি- আমার মতে বিশ্বের সেরা বোলার ও ইশান্ত, ভারতীয় লাইনআপে থাকছেন ৷ যেহতু অ্যাজেস বোলের 22 গজ সবুজ ঘাসে মোড়া থাকবে, তাই আরও এক পেসারকে দেখা যেতেই পারে ৷ তবে আমরা এখনও জানি না পরিস্থিতি কী হতে চলেছে ৷ যেহতু ইংল্যান্ড, আমরা বলতে পারি ডিউক বলে পেসাররা সাহায্য পাবে ৷ জুনের মাঝামাঝি সময়ে শুকনো পিচ আশা করা যায় না ৷’’

আরও পড়ুন : Team India : ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো অপ্রতিরোধ্যর তকমা পাবে ভারত ?

বুমরা, শামি ও ইশান্ত ছাড়াও ভারতীয় দলে আরও তিন পেসার আছেন ৷ তাঁরা হলেন শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ও খেলবে এই ভারতীয় দল ৷

নয়াদিল্লি, 5 জুন : আগামি 18 জুন শুরু হচ্ছে মহারণ ৷ বিশ্ব সেরা হওয়ার লড়াই ৷ তার আগে ইংল্যান্ডের পেস সহায়ক উইকেটে ভারতের তিন পেসার বেছে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত আগরকার ৷ ভারতীয় দলের প্রাক্তন এই পেসার নিশ্চিত, মহম্মদ শামি (Mohammed Shami), জসপ্রীত বুমরা(Jasprit Bumrah) ও ইশান্ত শর্মা(Ishant Sharma) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলছেন ৷

ইতিমধ্যে সাউদাম্পটন পৌঁছে গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ৷ বর্তমানে কোয়ারান্টিনে আছেন তাঁরা ৷ স্টেডিয়াম সংলগ্ন হোটেল থেকে অ্যাজেস বোলের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্রিকেটাররা ৷

ইংল্যান্ডে পৌঁছে ক্রিকেটাররা সবুজ 22 গজের অপেক্ষায় আছেন ৷ অন্যদিকে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তরা উত্তেজিত ৷ ক্রিকেট বোদ্ধারাও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে নিজেদের মতামত দিতে ব্যস্ত ৷ এর মধ্যেই কয়েকদিনের অপেক্ষা ৷ বিশ্ব ক্রিকেট পেয়ে যাবে তাঁর প্রথম টেস্ট চ্যাম্পিয়ন ৷

একটি স্পোর্টস দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে আগরকার বলেন, ‘‘পেসাররা একটি বড় ভূমিকা নিতে চলেছে ৷ ভারত বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা আক্রমণভাগ নিয়ে খেলতে নামছে ৷ আমি মনে করি পেসাররা শেষ কয়েকবছরে ভারতের শক্তি ৷ বুমরা, শামি- আমার মতে বিশ্বের সেরা বোলার ও ইশান্ত, ভারতীয় লাইনআপে থাকছেন ৷ যেহতু অ্যাজেস বোলের 22 গজ সবুজ ঘাসে মোড়া থাকবে, তাই আরও এক পেসারকে দেখা যেতেই পারে ৷ তবে আমরা এখনও জানি না পরিস্থিতি কী হতে চলেছে ৷ যেহতু ইংল্যান্ড, আমরা বলতে পারি ডিউক বলে পেসাররা সাহায্য পাবে ৷ জুনের মাঝামাঝি সময়ে শুকনো পিচ আশা করা যায় না ৷’’

আরও পড়ুন : Team India : ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো অপ্রতিরোধ্যর তকমা পাবে ভারত ?

বুমরা, শামি ও ইশান্ত ছাড়াও ভারতীয় দলে আরও তিন পেসার আছেন ৷ তাঁরা হলেন শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ও খেলবে এই ভারতীয় দল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.