মুম্বই, 18 জুন: চেতেশ্বর পূজারার পর এবার ইংলিশ কাউন্টিতে খেলবেন অজিঙ্ক রাহানে ৷ কাউন্টির ডিভিশন টু-তে লেস্টারশায়ারে খেলবেন ভারতীয় টেস্ট দলের প্রাক্তন সহ-অধিনায়ক ৷ আগামী 12 জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ সেই সিরিজে খেলার পর সরাসরি কাউন্টি খেলতে লেস্টারশায়ার পৌঁছে যাবেন রাহানে ৷ সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, এমনটাই জানা গিয়েছে ৷
অজিঙ্ক রাহানে সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে কামব্যাক করেছেন ৷ সেখানে শুধু ভালো পারফর্ম করেছেন তা নয় ৷ ভারতের একমাত্র ব্যাটার ছিলেন, যিনি দুই ইনিংসেই অজি বোলিংয়ের সামনে স্বচ্ছন্দে খেলেছেন ৷ রাহানে এই কামব্যাকের অনেক আগেই লেস্টারশায়ারের সঙ্গে চুক্তি করেছিলেন ৷ জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে তিনি ইলিংশ কাউন্টির এই ক্লাবের সঙ্গে চুক্তি করেন ৷ সেখানে অন্তত 8টি ম্যাচ খেলার চুক্তি হয়েছে রাহানে এবং লেস্টারশায়ারের মধ্যে ৷ চুক্তি অনুযায়ী, ইংল্যান্ডের প্রথম শ্রেণির 50 ওভারের টুর্নামেন্ট রয়্যাল লন্ডন কাপের সবক’টি ম্যাচ খেলার কথা রাহানের ৷
তবে, সেই চুক্তি কার্যকর হয়নি বলে জানিয়েছে বিসিসিআই-এর একটি সূত্র ৷ ওই সূত্রের দেওয়া খবর অনুযায়ী, চুক্তিতে বলা হয়েছিল রাহানেকে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 8টি কাউন্টি এবং রয়্যাল লন্ডন কাপ খেলতে হবে ৷ কিন্তু, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে প্রত্যাবর্তনের কারণে পরিকল্পনা বদলাতে হয় রাহানে এবং লেস্টারশায়ার কর্তৃপক্ষকে ৷ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে সরাসরি রাহানে লন্ডন যাবেন ৷ সূচি অনুযায়ী, 24 জুলাই দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার কথা ৷ লন্ডন পৌঁছে তিনি লেস্টারশায়ারের হয়ে অগস্ট মাসে পুরো সিজন রয়্যাল লন্ডন কাপে অংশ নেবেন ৷ আর সেপ্টেম্বরে 4টে কাউন্টি ম্যাচ খেলবেন ৷
আরও পড়ুন: টেস্টে ক্রিকেটে সবচেয়ে বড় জয় বাংলাদেশের, 546 রানে হারাল আফগানিস্তাকে
উল্লেখ্য, এ নিয়ে অজিঙ্ক রাহানের দ্বিতীয়বার কাউন্টি ক্রিকেট খেলবেন ৷ এর আগে 2019 সালে হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি খেলেছিলেন ৷ যখন 2019 সালে তাঁকে 50 ওভারের বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছিল ৷ সেই সময় ভারতীয় দল যখন ইংল্যান্ডে বিশ্বকাপ খেলছিল, তখন রাহানে ইংল্যান্ডে কাউন্টিতে নিজেকে পরবর্তী টেস্ট সিরিজের জন্য প্রস্তুত করছিলেন ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রত্যাবর্তন ইনিংসে 89 রান করেন রাহানে ৷ সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে 5000 রান পূর্ণ করেছেন ভারতের 5 নম্বর এই ব্যাটার ৷