ETV Bharat / sports

Ajinkya Rahane : হ্যামস্ট্রিংয়ে চোট, নাইট শিবির ছাড়লেন রাহানে

হ্যামস্ট্রিংয়ের চোটে সময়ের আগেই দলের জৈব বলয় ছাড়লেন অজিঙ্কা রাহানে ৷ মঙ্গলবার এক ঘোষণায় রাহানের ছিটকে যাওয়ার কথা জানিয়েছে কেকেআর কর্তৃপক্ষ (Ajinkya Rahane ruled out from remaining IPL due to hamstring injury) ৷

Ajinkya Rahane
নাইট শিবির ছাড়লেন রাহানে
author img

By

Published : May 17, 2022, 3:32 PM IST

মুম্বই, 17 মে : বুধবার লখনউয়ের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ তো বটেই, নাইটরা প্লে-অফে উত্তীর্ণ হলেও চলতি আইপিএলে আর খেলা হচ্ছে না অজিঙ্কা রাহানের ৷ হ্যামস্ট্রিংয়ের চোটে সময়ের আগেই দলের জৈব বলয় ছাড়লেন এই ব্যাটার ৷ মঙ্গলবার এক ঘোষণায় রাহানের ছিটকে যাওয়ার কথা জানায় কেকেআর কর্তৃপক্ষ (Ajinkya Rahane ruled out from remaining IPL due to hamstring injury) ৷

সানরাইজার্সের বিরুদ্ধে গত ম্যাচে ব্যাটিং করার সময় চোট পেয়েছিলেন রাহানে ৷ সেই চোটই নির্ধারিত সময়ের আগে আইপিএল মরশুম শেষ করে দিল প্রাক্তন জাতীয় টেস্ট সহ-অধিনায়কের ৷ সোশ্যাল মিডিয়ায় এক ঘোষণায় কেকেআর এদিন লেখে, "হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলতি আইপিএলের বাকি অংশে আর নেই অজিঙ্কা রাহানে ৷ আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি ৷ নাইট শিবির মিস করবে রাহানেকে ৷"

রাহানের শিবির ছাড়ার একটি আবেগঘন ভিডিও পোস্ট করা হয় নাইটদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ৷ দলের ওপেনিংয়ে ঘাটতি মেটাতে চলতি 2022 আইপিএল নিলামে এক কোটি টাকায় রাহানেকে দলে নিয়েছিল বেগুনি শিবির ৷ প্রতিযোগিতার প্রথম ম্যাচে হাফসেঞ্চুরির কাছাকাছি পৌঁছলেও বাকি সময়টা রাহানের ব্যাটে তেমন সাফল্য আসেনি ৷

আরও পড়ুন : পঞ্জাবকে হারিয়ে প্রথম চারে দিল্লি, প্লে-অফ সম্ভাবনা জোরাল হল পন্থদের

সাত ম্যাচ খেলে চলতি মরশুমে মুম্বই ব্যাটারের থেকে এসেছে মাত্র 133 রান ৷ সর্বোচ্চ 44 ৷ প্লে-অফে পৌঁছতে হলে বুধবার লখনউয়ের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে জিততেই হবে নাইটদের ৷ তারপরেও তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলির ফলাফলের অপেক্ষায় ৷

মুম্বই, 17 মে : বুধবার লখনউয়ের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ তো বটেই, নাইটরা প্লে-অফে উত্তীর্ণ হলেও চলতি আইপিএলে আর খেলা হচ্ছে না অজিঙ্কা রাহানের ৷ হ্যামস্ট্রিংয়ের চোটে সময়ের আগেই দলের জৈব বলয় ছাড়লেন এই ব্যাটার ৷ মঙ্গলবার এক ঘোষণায় রাহানের ছিটকে যাওয়ার কথা জানায় কেকেআর কর্তৃপক্ষ (Ajinkya Rahane ruled out from remaining IPL due to hamstring injury) ৷

সানরাইজার্সের বিরুদ্ধে গত ম্যাচে ব্যাটিং করার সময় চোট পেয়েছিলেন রাহানে ৷ সেই চোটই নির্ধারিত সময়ের আগে আইপিএল মরশুম শেষ করে দিল প্রাক্তন জাতীয় টেস্ট সহ-অধিনায়কের ৷ সোশ্যাল মিডিয়ায় এক ঘোষণায় কেকেআর এদিন লেখে, "হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলতি আইপিএলের বাকি অংশে আর নেই অজিঙ্কা রাহানে ৷ আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি ৷ নাইট শিবির মিস করবে রাহানেকে ৷"

রাহানের শিবির ছাড়ার একটি আবেগঘন ভিডিও পোস্ট করা হয় নাইটদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ৷ দলের ওপেনিংয়ে ঘাটতি মেটাতে চলতি 2022 আইপিএল নিলামে এক কোটি টাকায় রাহানেকে দলে নিয়েছিল বেগুনি শিবির ৷ প্রতিযোগিতার প্রথম ম্যাচে হাফসেঞ্চুরির কাছাকাছি পৌঁছলেও বাকি সময়টা রাহানের ব্যাটে তেমন সাফল্য আসেনি ৷

আরও পড়ুন : পঞ্জাবকে হারিয়ে প্রথম চারে দিল্লি, প্লে-অফ সম্ভাবনা জোরাল হল পন্থদের

সাত ম্যাচ খেলে চলতি মরশুমে মুম্বই ব্যাটারের থেকে এসেছে মাত্র 133 রান ৷ সর্বোচ্চ 44 ৷ প্লে-অফে পৌঁছতে হলে বুধবার লখনউয়ের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে জিততেই হবে নাইটদের ৷ তারপরেও তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলির ফলাফলের অপেক্ষায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.