ETV Bharat / sports

Ollie Robinson : রবিসনের পর আরও এক ক্রিকেটারের বর্ণবিদ্বেষমূলক পোস্ট নিয়ে তদন্ত ইসিবির - এক ক্রিকেটারের বর্ণবিদ্বেষমূলক পোস্ট নিয়ে তদন্ত ইসিবির

উইসডমের একটি রিপোর্ট দাবি করেছে, এক ইংল্যান্ড ক্রিকেটার টুইট করার সময় বর্ণবিদ্বেষমূলক শব্দ ব্যবহার করেছেন ৷ রিপোর্টে বলা আছে, ওই ক্রিকেটারের পরিচয় সবার সামনে আনা হবে না কারণ, যখন তিনি বিতর্কিত টুইটটি করেছিলেন, তখন তাঁর বয়স 16 বছরের কম ছিল ৷

Ollie Robison
Ollie Robison
author img

By

Published : Jun 8, 2021, 11:58 AM IST

লন্ডন, 8 জুন : বর্ণবাদী ও যৌনতামূলক পোস্ট করে ইতিমধ্যে সমস্ত রকমের ক্রিকেট থেকে সাসপেন্ড হয়েছেন ইংল্যান্ড ক্রিকেটার ওলি রবিসন ৷ এবার একই ইস্যুতে আরও এক ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করল ইংল্যান্ড ও ওয়েসল ক্রিকেট বোর্ড ৷

উইসডমের একটি রিপোর্ট দাবি করেছে, এক ইংল্যান্ড ক্রিকেটার টুইট করার সময় বর্ণবিদ্বেষমূলক শব্দ ব্যবহার করেছেন ৷ রিপোর্টে বলা আছে, ওই ক্রিকেটারের পরিচয় সবার সামনে আনা হবে না কারণ, যখন তিনি বিতর্কিত টুইটটি করেছিলেন, তখন তাঁর বয়স 16 বছরের কম ছিল ৷

একটি বিবৃতি দিয়ে ইসিবির তরফে জানানো হয়েছে, তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখছে ৷ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ এটা আমাদের নজরে এসেছে যে এক ইংলিশ ক্রিকেটার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ডে বর্ণবিদ্বেষমূলক পোস্ট করেছেন ৷ আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি ৷ এবং ভবিষ্যতে এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হবে ৷’’

আরও পড়ুন : WTC Final 2021 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রাহানের অ্যাসিড টেস্ট ?

বিতর্কিত টুইট করার জন্য ইতিমধ্যে ওলি রবিসনকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করেছে ইসিবি ৷ পুরো বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ ৷ যদিও ওলি রবিসন ওই বিতর্কিত টুইটটি করেছিলেন 2012-13 সালে ৷ এদিকে লর্ডসে স্বপ্নের অভিষেক করেন ওলি রবিসন ৷ অভিষেকেই তুলে নেন 7টি উইকেট ৷ কিন্তু তারপরই তাঁর উপর নামে নির্বাসনের খাঁড়া ৷

লন্ডন, 8 জুন : বর্ণবাদী ও যৌনতামূলক পোস্ট করে ইতিমধ্যে সমস্ত রকমের ক্রিকেট থেকে সাসপেন্ড হয়েছেন ইংল্যান্ড ক্রিকেটার ওলি রবিসন ৷ এবার একই ইস্যুতে আরও এক ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করল ইংল্যান্ড ও ওয়েসল ক্রিকেট বোর্ড ৷

উইসডমের একটি রিপোর্ট দাবি করেছে, এক ইংল্যান্ড ক্রিকেটার টুইট করার সময় বর্ণবিদ্বেষমূলক শব্দ ব্যবহার করেছেন ৷ রিপোর্টে বলা আছে, ওই ক্রিকেটারের পরিচয় সবার সামনে আনা হবে না কারণ, যখন তিনি বিতর্কিত টুইটটি করেছিলেন, তখন তাঁর বয়স 16 বছরের কম ছিল ৷

একটি বিবৃতি দিয়ে ইসিবির তরফে জানানো হয়েছে, তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখছে ৷ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ এটা আমাদের নজরে এসেছে যে এক ইংলিশ ক্রিকেটার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ডে বর্ণবিদ্বেষমূলক পোস্ট করেছেন ৷ আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি ৷ এবং ভবিষ্যতে এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হবে ৷’’

আরও পড়ুন : WTC Final 2021 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রাহানের অ্যাসিড টেস্ট ?

বিতর্কিত টুইট করার জন্য ইতিমধ্যে ওলি রবিসনকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করেছে ইসিবি ৷ পুরো বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ ৷ যদিও ওলি রবিসন ওই বিতর্কিত টুইটটি করেছিলেন 2012-13 সালে ৷ এদিকে লর্ডসে স্বপ্নের অভিষেক করেন ওলি রবিসন ৷ অভিষেকেই তুলে নেন 7টি উইকেট ৷ কিন্তু তারপরই তাঁর উপর নামে নির্বাসনের খাঁড়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.