ETV Bharat / sports

IND vs WI Third T20 : টি-20 সিরিজেও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল ভারত - India beat WI by 17 runs in third T20I

ভারত সফরে ওয়ান-ডে সিরিজের পর টি-20 সিরিজেও চুনকাম হল ক্যারিবিয়ানরা ৷ রবিবাসরীয় ইডেনে ভারত জিতল 17 রানে (India beat WI by 17 runs in third T20I) ৷

IND vs WI Third T20
টি-20 সিরিজেও ক্য়ারিবিয়ানরাদের হোয়াইটওয়াশ করল ভারত
author img

By

Published : Feb 20, 2022, 10:52 PM IST

Updated : Feb 20, 2022, 11:07 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি : সূর্যকুমার যাদবের পরাক্রমশালী ব্যাটিং, বোলারদের যোগ্য সহযোগিতা ৷ দু'য়ে মিলে ইডেনে তৃতীয় টি-20তেও কায়রন পোলার্ডের দলকে হারাল টিম ইন্ডিয়া ৷ যার অর্থ, ভারত সফরে ওয়ান-ডে সিরিজের পর টি-20 সিরিজেও চুনকাম হল ক্যারিবিয়ানরা (After ODI India whitewash WI in T20 series) ৷ রবিবাসরীয় ইডেনে ভারত জিতল 17 রানে (India beat WI by 17 runs in third T20I) ৷ 31 বলে বিস্ফোরক 65 রানে ইডেন মাতালেন সূর্য (Suryakumar Yadav hits 65 runs from just 31 balls) ৷ সুতরাং, বলাই যায় যে সূর্যের তেজে ঝলসে গেলেন পোলার্ডরা ৷

185 রান তাড়া করতে নেমে 9 উইকেটে 167 রানে শেষ হল ক্যারিবিয়ানদের ইনিংস ৷ গত ম্যাচের মতো এ ম্যাচেও ঝোড়ো অর্ধশতরান এল নিকোলাস পুরানের ব্যাটে ৷ কিন্তু বড় রান তাড়া করায় এদিন তিনি সঙ্গ পেলেন না কারও ৷ অভিষেকে নজর কাড়তে ব্যর্থ আবেশ খান ৷ 4 ওভারে 42 রান খরচ করলেন তিনি ৷ তবে বাকি বোলারদের মার্জিত বোলিংয়ে জয় সহজ এল ভারতের ৷ 22 রানে সর্বাধিক 3 উইকেট নিলেন হর্ষল প্যাটেল ৷ 2টি করে উইকেট শার্দূল, দীপক এবং ভেঙ্কটেশের ৷

আরও পড়ুন : IND vs WI Third T20I : ইডেনে বিস্ফোরক ব্যাটিং সূর্যকুমারের, চুনকাম এড়াতে ক্যারিবিয়ানদের চাই রান 185 রান

ব্যাট হাতেও এদিন গত ম্যাচের মেজাজে ছিলেন ভেঙ্কটেশ ৷ 19 বলে 35 রান আসে তাঁর ব্যাটে ৷ এছাড়া 31 বলে 34 করেন ইশান ৷ সূর্যকুমারের ইনিংসে ছিল 7টি ছক্কা এবং একটি চার ৷ সূর্য-ভেঙ্কটেশ তাণ্ডবে শেষ পাঁচ ওভারে 87 তোলে ভারত ৷

কলকাতা, 20 ফেব্রুয়ারি : সূর্যকুমার যাদবের পরাক্রমশালী ব্যাটিং, বোলারদের যোগ্য সহযোগিতা ৷ দু'য়ে মিলে ইডেনে তৃতীয় টি-20তেও কায়রন পোলার্ডের দলকে হারাল টিম ইন্ডিয়া ৷ যার অর্থ, ভারত সফরে ওয়ান-ডে সিরিজের পর টি-20 সিরিজেও চুনকাম হল ক্যারিবিয়ানরা (After ODI India whitewash WI in T20 series) ৷ রবিবাসরীয় ইডেনে ভারত জিতল 17 রানে (India beat WI by 17 runs in third T20I) ৷ 31 বলে বিস্ফোরক 65 রানে ইডেন মাতালেন সূর্য (Suryakumar Yadav hits 65 runs from just 31 balls) ৷ সুতরাং, বলাই যায় যে সূর্যের তেজে ঝলসে গেলেন পোলার্ডরা ৷

185 রান তাড়া করতে নেমে 9 উইকেটে 167 রানে শেষ হল ক্যারিবিয়ানদের ইনিংস ৷ গত ম্যাচের মতো এ ম্যাচেও ঝোড়ো অর্ধশতরান এল নিকোলাস পুরানের ব্যাটে ৷ কিন্তু বড় রান তাড়া করায় এদিন তিনি সঙ্গ পেলেন না কারও ৷ অভিষেকে নজর কাড়তে ব্যর্থ আবেশ খান ৷ 4 ওভারে 42 রান খরচ করলেন তিনি ৷ তবে বাকি বোলারদের মার্জিত বোলিংয়ে জয় সহজ এল ভারতের ৷ 22 রানে সর্বাধিক 3 উইকেট নিলেন হর্ষল প্যাটেল ৷ 2টি করে উইকেট শার্দূল, দীপক এবং ভেঙ্কটেশের ৷

আরও পড়ুন : IND vs WI Third T20I : ইডেনে বিস্ফোরক ব্যাটিং সূর্যকুমারের, চুনকাম এড়াতে ক্যারিবিয়ানদের চাই রান 185 রান

ব্যাট হাতেও এদিন গত ম্যাচের মেজাজে ছিলেন ভেঙ্কটেশ ৷ 19 বলে 35 রান আসে তাঁর ব্যাটে ৷ এছাড়া 31 বলে 34 করেন ইশান ৷ সূর্যকুমারের ইনিংসে ছিল 7টি ছক্কা এবং একটি চার ৷ সূর্য-ভেঙ্কটেশ তাণ্ডবে শেষ পাঁচ ওভারে 87 তোলে ভারত ৷

Last Updated : Feb 20, 2022, 11:07 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.