চেন্নাই, 17 অক্টোবর: বুধবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টে টানা তিনম্যাচ অপরাজিত নিউজিল্যান্ড এবং শেষ ম্যাচে ব্রিটিশদের ধরাশায়ী করা আফগানিস্তান ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে রাশিদ, মুজবিদের দাপুটে পারফর্ম্যান্সের পর, আগামিকালের এই ম্যাচ নিয়ে আরও উত্তেজনা তৈরি হয়েছে ৷ আর অন্যতম কারণ, চেন্নাইয়ে চিপকের পিচ ৷ স্পিন সহায়ক পিচে রাশিদ খান এবং মুজিব উর রহমানদের সামনে উইলিয়ামসনবিহীন কিউয়িদের পরীক্ষার মুখে পড়তে হতে পারে ৷
ভারত এবং দক্ষিণ আফ্রিকা ছাড়া টুর্নামেন্টে একমাত্র নিউজিল্যান্ড এই মুহূর্তের অপরাজিত রয়েছে ৷ কিন্তু, তা সত্ত্বেও আফগানদের কোনও মতে উপেক্ষা করতে নারাজ টম ল্যাথাম এবং তাঁর দল ৷ কারণ, টুর্নামেন্টের শুরুতেই গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে 69 রানের বিশাল বড় ব্যবধানে হারিয়ে সবাইকে চমক দিয়েছেন কাবুলিওয়ালার দেশের ক্রিকেটাররা ৷ এই মুহূর্তে ভারতের সমসংখ্যক ম্যাচ ও সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে দ্বিতীয়স্থানে রয়েছে নিউজিল্যান্ড ৷ সেখানে ভারত রানরেটের হিসেবে এক নম্বরে রয়েছে ৷
কেন উইলিয়ামসনের বাঁ-হাতের বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরায় টুর্নামেন্টের অধিকাংশ সময় খেলতে পারবেন না ৷ এই পরিস্থিতিতে উইকেট-কিপার ব্যাটার টম ল্যাথাম ফের একবার কিউয়িদের নেতৃত্বে ৷ তবে, চেন্নাইয়ের পিচে নিউজিল্যান্ড তাঁর অভাব অবশ্য টের পাবে ৷ উইলিয়ামসনের মতো, স্পিনের অভিজ্ঞ ব্যাটার দলে না থাকা অবশ্যই চাপের ৷ কারণ, উলটো দিকে রাশিদ খান, মুজিব উর রহমান এবং মহম্মদ নবির মতো বোলাররা রয়েছেন ৷ মূলত এই তিনজনের সামনেই গত ম্যাচে 285 তাড়া করতে নেমে আত্মসমর্পণ করে থ্রি-লায়ন্সের ব্যাটিং ৷
আরও পড়ুন: শান্ত স্বভাবের রোহিত বিশ্বকাপে ভারতের নেতৃত্বের একমাত্র যোগ্য ব্যক্তি, মত পন্টিংয়ের
অন্যদিকে, মিডিয়াম-পেসার টিম সাউদি কতটা ফিট ? তা নিয়েও প্রশ্ন রয়েছে ৷ টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে খেলেননি সাউদি ৷ আঙুলের অস্ত্রোপচার করিয়ে বিশ্বকাপের আগে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি ৷ সম্প্রতি তাঁকে অনুশীলন করতেও দেখা গিয়েছে ৷ তবে, ম্যাচ ফিট হয়েছেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে ৷ বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে তাঁকে মাঠে দেখা যাবে কিনা, সেই প্রশ্নও উঠছে ৷
আরও পড়ুন: মিডল-অর্ডারের ব্যর্থতাকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের কারণ বাছলেন নিসাঙ্কা
তবে, কিউয়িদের কাছে সবচেয়ে ইতিবাচক বিষয় হল চেন্নাইয়ের মাঠ ওপেনার ডেভন কনওয়ের কাছে হাতের তালুর মতো চেনা ৷ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে এই মাঠে কয়েকমাস আগেই ওপেনার হিসেবে খেলেছেন ৷ সেই সঙ্গে স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনারের সিএসকে-এর হয়ে চিপকে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে ৷ সেই সঙ্গে মিডল-অর্ডারে ডারেল মিচেলের ফর্ম কিউয়িদের আত্মবিশ্বাস যোগাবে ৷