ETV Bharat / sports

Ranji Trophy 2022 : ঈশ্বরণের সেঞ্চুরিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে দারণ ছন্দে বাংলা - Abhimanyu Eswaran ton gives Bengal a good start against Chandigarh

কটকে টস হেরে ব্যাট করতে নেমে দিনের শেষে বাংলার স্কোর 6 উইকেটে 329 । ক্রিজে রয়েছেন মনোজ তিওয়ারি (42 রান) এবং সায়ন মণ্ডল (33 রান) ৷ অভিমন্যু ঈশ্বরণ এবং অনুষ্টুপ মজুমদারের পার্টনারশিপে 193 রান আসার পরেই বড় ইনিংসের ভিত তৈরি হয়ে যায় (Abhimanyu Eswaran hits a ton against Chandigarh) ।

Bengal
চণ্ডীগরের বিরুদ্ধে চালকের আসনে বাংলা
author img

By

Published : Mar 3, 2022, 10:07 PM IST

কটক, 3 মার্চ : ঈশ্বরণের ব্যাটে চণ্ডীগড়ের বিরুদ্ধে চালকের আসনে বাংলা ৷ ম্যাচের আগে কোচ অরুণলাল বলেছিলেন, দলের ব্যাটারদের ছন্দে না-থাকা চিন্তা বাড়াচ্ছে । তবে ফর্মে ফেরার জন্য তাঁরা সকলেই চেষ্টা করছেন (Abhimanyu Eswaran hits a ton against Chandigarh) । সেই চেষ্টায় ফল পাওয়া গেল চণ্ডীগড়ের বিরুদ্ধে । কটকে টস হেরে ব্যাট করতে নেমে দিনের শেষে বাংলার স্কোর 6 উইকেটে 329 । ক্রিজে রয়েছেন মনোজ তিওয়ারি (42 রান) এবং সায়ন মণ্ডল (33 রান) ৷

বরোদা, হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে এসে নক-আউটে জায়গা কার্যত পাকা করে ফেলেছে বাংলা । চণ্ডীগড়ের বিরুদ্ধে খালি হাতে ফিরতে না হলেই নকআউটে জায়গা পাকা হওয়াই শুধু নয়, গ্রুপে ওপরের দিকেই থাকবেন অভিমন্যু ঈশ্বরণরা । বরোদার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসের পরে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের ব্যাট প্রত্যাশা পূরণে ব্যর্থ । এদিন দলের ইনিংসের ভিত গড়লেন তিনি । অফ ফর্মের চক্রব্যুহ ভেদ করে বেরোনো অভিমন্যুর 172 বলে 114 রানের ইনিংসটি সাজানো 12টি বাউন্ডারিতে ।

মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি পাননি অনুষ্টুপ মজুমদার । দলের দুই সিনিয়রের ব্যাটে 193 রান আসার পরেই বড় ইনিংসের ভিত তৈরি হয়ে যায় । যদিও হতাশ করেছেন শাহবাজ আহমেদ (6) এবং অভিষেক পোড়েল (0) । বল হাতে সফল চণ্ডীগড়ের জগজিৎ সিং ৷ তাঁর ঝুলিতে এসেছে মোট তিন উইকেট ৷ দুই উইকেট নিয়েছেন গৌরব গম্ভীর ।

আরও পড়ুন : Virat Kohli 100th Test : শততম ম্যাচের নজির ছোঁয়ার আগে এক নজরে কোহলির টেস্ট পরিসংখ্যান

ঈশ্বরণ বলেন, ‘‘প্রথম দিনের শেষে তিনশোর বেশি রান স্কোরবোর্ডে দেখতে পাওয়া তৃপ্তির । অনুষ্টুপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে । ওর সঙ্গে আমার জুটি বড় ইনিংস গড়তে সাহাযে করেছে । মনোজ এবং সায়নের ভূমিকাও গুরুত্বপূর্ণ । তবে আমি নিজের ইনিংসে খুশি নই । দলের বড় ইনিংস গড়তে আমার ইনিংস আরও টেনে নিয়ে যাওয়া দরকার ছিল ।’’

কটক, 3 মার্চ : ঈশ্বরণের ব্যাটে চণ্ডীগড়ের বিরুদ্ধে চালকের আসনে বাংলা ৷ ম্যাচের আগে কোচ অরুণলাল বলেছিলেন, দলের ব্যাটারদের ছন্দে না-থাকা চিন্তা বাড়াচ্ছে । তবে ফর্মে ফেরার জন্য তাঁরা সকলেই চেষ্টা করছেন (Abhimanyu Eswaran hits a ton against Chandigarh) । সেই চেষ্টায় ফল পাওয়া গেল চণ্ডীগড়ের বিরুদ্ধে । কটকে টস হেরে ব্যাট করতে নেমে দিনের শেষে বাংলার স্কোর 6 উইকেটে 329 । ক্রিজে রয়েছেন মনোজ তিওয়ারি (42 রান) এবং সায়ন মণ্ডল (33 রান) ৷

বরোদা, হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে এসে নক-আউটে জায়গা কার্যত পাকা করে ফেলেছে বাংলা । চণ্ডীগড়ের বিরুদ্ধে খালি হাতে ফিরতে না হলেই নকআউটে জায়গা পাকা হওয়াই শুধু নয়, গ্রুপে ওপরের দিকেই থাকবেন অভিমন্যু ঈশ্বরণরা । বরোদার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসের পরে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের ব্যাট প্রত্যাশা পূরণে ব্যর্থ । এদিন দলের ইনিংসের ভিত গড়লেন তিনি । অফ ফর্মের চক্রব্যুহ ভেদ করে বেরোনো অভিমন্যুর 172 বলে 114 রানের ইনিংসটি সাজানো 12টি বাউন্ডারিতে ।

মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি পাননি অনুষ্টুপ মজুমদার । দলের দুই সিনিয়রের ব্যাটে 193 রান আসার পরেই বড় ইনিংসের ভিত তৈরি হয়ে যায় । যদিও হতাশ করেছেন শাহবাজ আহমেদ (6) এবং অভিষেক পোড়েল (0) । বল হাতে সফল চণ্ডীগড়ের জগজিৎ সিং ৷ তাঁর ঝুলিতে এসেছে মোট তিন উইকেট ৷ দুই উইকেট নিয়েছেন গৌরব গম্ভীর ।

আরও পড়ুন : Virat Kohli 100th Test : শততম ম্যাচের নজির ছোঁয়ার আগে এক নজরে কোহলির টেস্ট পরিসংখ্যান

ঈশ্বরণ বলেন, ‘‘প্রথম দিনের শেষে তিনশোর বেশি রান স্কোরবোর্ডে দেখতে পাওয়া তৃপ্তির । অনুষ্টুপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে । ওর সঙ্গে আমার জুটি বড় ইনিংস গড়তে সাহাযে করেছে । মনোজ এবং সায়নের ভূমিকাও গুরুত্বপূর্ণ । তবে আমি নিজের ইনিংসে খুশি নই । দলের বড় ইনিংস গড়তে আমার ইনিংস আরও টেনে নিয়ে যাওয়া দরকার ছিল ।’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.