ETV Bharat / sports

Abhimanyu Easwaran: নামিবিয়া সফরে বাংলার নেতৃত্বে অভিমন্যু

প্রস্তুতি সারতে নামিবিয়া সফরে যাচ্ছে বাংলা ক্রিকেট দল। গ্লোবাল টি-20 টুর্নামেন্ট নামিবিয়ায় খেলবেন বাংলা দল ৷ যার নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran Lead Bengal Team Tour of Namibia)। টুর্নামেন্টের জন্য নামিবিয়া সফরের দলও ঘোষণা করল সিএবি ।

Abhimanyu Easwaran
নামিবিয়া সফরে বাংলার নেতৃত্বে অভিমন্যু
author img

By

Published : Jul 22, 2022, 10:48 PM IST

কলকাতা, 22 জুলাই: নামিবিয়া সফরের জন্য বাংলা দল ঘোষিত। পয়লা সেপ্টেম্বর থেকে নামিবিয়াতে গ্লোবাল টি-20 টুর্নামেন্ট শুরু হচ্ছে। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে অভিমন্যু ঈশ্বরণের বাংলা (Abhimanyu Easwaran Lead Bengal Team Tour of Namibia)।

মরশুমের শুরুতে প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টকে দেখছে সিএবি। ইতিমধ্যে রঞ্জি দলের কোচের পদ থেকে অরুণ লাল পদত্যাগ করেছেন। নতুন কোচ হিসেবে বেশ কয়েকটি নাম উঠে আসছে। কিন্তু কোনও নাম চূড়ান্ত হয়নি। সব কিছু সরিয়ে শুক্রবার নামিবিয়া সফরের জন্য যে দল ঘোষণা করা হয়েছে তাতে কোচের নাম নেই।

অভিমন্যু ঈশ্বরণকে অধিনায়ক করা হয়েছে। দলে এছাড়া বড় নাম সেভাবে নেই। টি-20 বিশেষজ্ঞ ক্রিকেটার এবং তারুণ্যের ওপর জোর দেওয়া হয়েছে। অভিষেক দাস, ঋত্বিক রায়চৌধুরী, রণজ্যোত সিং খায়রা, শ্রেয়াংস ঘোষ, করণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, শ্রেয়ান চক্রবর্তী, শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল, শুপ্রদীপ দেবনাথ, ইশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপ, সৌম্যদীপ মণ্ডল, রবিকুমারকে রেখে অভিমন্যু ঈশ্বরণের হাতে নেতৃ্ত্বের ব্যাটন তুলে দেন নির্বাচকরা।

আরও পড়ুন: কর্নাটককে ধরাশায়ী করে মুস্তাক আলির শেষ আটে বাংলা

আপাতত কোচের নাম ঘোষণা করা না-হলেও এই বিষয়ে আরও কিছু দিন সময় নিতে চাইছে সিএবি। তাই বিদেশের মাটিতে টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে প্রস্তুতি কবে থেকে শুরু হবে তা বলা হয়নি। যেহেতু হাতে সময় রয়েছে তাই সিএবি তাড়াহুড়ো করতে নারাজ।

কলকাতা, 22 জুলাই: নামিবিয়া সফরের জন্য বাংলা দল ঘোষিত। পয়লা সেপ্টেম্বর থেকে নামিবিয়াতে গ্লোবাল টি-20 টুর্নামেন্ট শুরু হচ্ছে। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে অভিমন্যু ঈশ্বরণের বাংলা (Abhimanyu Easwaran Lead Bengal Team Tour of Namibia)।

মরশুমের শুরুতে প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টকে দেখছে সিএবি। ইতিমধ্যে রঞ্জি দলের কোচের পদ থেকে অরুণ লাল পদত্যাগ করেছেন। নতুন কোচ হিসেবে বেশ কয়েকটি নাম উঠে আসছে। কিন্তু কোনও নাম চূড়ান্ত হয়নি। সব কিছু সরিয়ে শুক্রবার নামিবিয়া সফরের জন্য যে দল ঘোষণা করা হয়েছে তাতে কোচের নাম নেই।

অভিমন্যু ঈশ্বরণকে অধিনায়ক করা হয়েছে। দলে এছাড়া বড় নাম সেভাবে নেই। টি-20 বিশেষজ্ঞ ক্রিকেটার এবং তারুণ্যের ওপর জোর দেওয়া হয়েছে। অভিষেক দাস, ঋত্বিক রায়চৌধুরী, রণজ্যোত সিং খায়রা, শ্রেয়াংস ঘোষ, করণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, শ্রেয়ান চক্রবর্তী, শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল, শুপ্রদীপ দেবনাথ, ইশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপ, সৌম্যদীপ মণ্ডল, রবিকুমারকে রেখে অভিমন্যু ঈশ্বরণের হাতে নেতৃ্ত্বের ব্যাটন তুলে দেন নির্বাচকরা।

আরও পড়ুন: কর্নাটককে ধরাশায়ী করে মুস্তাক আলির শেষ আটে বাংলা

আপাতত কোচের নাম ঘোষণা করা না-হলেও এই বিষয়ে আরও কিছু দিন সময় নিতে চাইছে সিএবি। তাই বিদেশের মাটিতে টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে প্রস্তুতি কবে থেকে শুরু হবে তা বলা হয়নি। যেহেতু হাতে সময় রয়েছে তাই সিএবি তাড়াহুড়ো করতে নারাজ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.