ETV Bharat / sports

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না এবিডি, জানাল দক্ষিণ আফ্রিকা বোর্ড - দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড

একটি বিবৃতি জারি করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, এবি ডি’ভিলিয়ার্সের সঙ্গে আলোচনা শেষ হয়ে গিয়েছে ৷ যেখানে এই ব্যাটসম্যান শেষবারের মতো জানিয়েছেন, তাঁর অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত ৷

ab-de-villiers-no-to-comeback in international cricket-as-sa-names-squads-for-wi-ireland
আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন না এবিডি, জানাল দক্ষিণ আফ্রিকা বোর্ড
author img

By

Published : May 18, 2021, 7:36 PM IST

জোহানেসবার্গ, 18 মে : অবসর ভেঙে জাতীয় দলে ফিরবেন না এবি ডি’ভিলিয়ার্স ৷ এমনটাই জানাল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বোর্ড ৷ সোমবার ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ৷ তার আগে এবি ডি’ভিলিয়ার্সের সঙ্গে তাঁর অবসর ভাঙার বিষয় নিয়ে কথা বলেছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ৷ মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি জানিয়ে দিয়েছেন, তাঁর অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত ৷ আর তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসবেন না ৷

আরও পড়ুন : জাতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটিং কোচ হলেন শিবসুন্দর দাস

কার্যতই এবি-র এই সিদ্ধান্তে হতাশ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ৷ একটি বিবৃতি জারি করে বোর্ডের তরফে জানানো হয়েছে, এবি ডি’ভিলিয়ার্সের সঙ্গে আলোচনা শেষ হয়ে গিয়েছে ৷ যেখানে ব্যাটসম্যান শেষবারের মতো জানিয়েছেন, তাঁর অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত ৷ প্রসঙ্গত, 2018 সালে আন্তর্জাতিক স্তরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ডি’ভিলিয়ার্স ৷ যার পর এবছর আইপিএলের শুরুতে ফের জল্পনা শুরু হয়, অক্টোবরে ভারতে হতে চলা টি-20 বিশ্বকাপে ফের দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক স্তরে ফিরে আসতে পারেন এবি ৷ সেই সম্ভাবনা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন তিনি ৷

জোহানেসবার্গ, 18 মে : অবসর ভেঙে জাতীয় দলে ফিরবেন না এবি ডি’ভিলিয়ার্স ৷ এমনটাই জানাল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বোর্ড ৷ সোমবার ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ৷ তার আগে এবি ডি’ভিলিয়ার্সের সঙ্গে তাঁর অবসর ভাঙার বিষয় নিয়ে কথা বলেছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ৷ মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি জানিয়ে দিয়েছেন, তাঁর অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত ৷ আর তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসবেন না ৷

আরও পড়ুন : জাতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটিং কোচ হলেন শিবসুন্দর দাস

কার্যতই এবি-র এই সিদ্ধান্তে হতাশ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ৷ একটি বিবৃতি জারি করে বোর্ডের তরফে জানানো হয়েছে, এবি ডি’ভিলিয়ার্সের সঙ্গে আলোচনা শেষ হয়ে গিয়েছে ৷ যেখানে ব্যাটসম্যান শেষবারের মতো জানিয়েছেন, তাঁর অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত ৷ প্রসঙ্গত, 2018 সালে আন্তর্জাতিক স্তরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ডি’ভিলিয়ার্স ৷ যার পর এবছর আইপিএলের শুরুতে ফের জল্পনা শুরু হয়, অক্টোবরে ভারতে হতে চলা টি-20 বিশ্বকাপে ফের দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক স্তরে ফিরে আসতে পারেন এবি ৷ সেই সম্ভাবনা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.