ETV Bharat / sports

IND vs SL 3rd ODI : লঙ্কার ঝাঁঝ উড়িয়ে শানাকাদের হোয়াইট ওয়াশ করতে পারবে ধাওয়ানরা ?

মনীশ পাণ্ডে ও সূর্যকুমার যাদবের স্থান প্রায় পাকা ভারতীয় দলের প্রথম একাদশে ৷ হার্দিক পাণ্ডিয়ারও কোনও ফিটনেস সমস্যা নেই, তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডেতেও তিনি অটোমেটিক চয়েস ৷

IND vs SL 3rd ODI
IND vs SL 3rd ODI
author img

By

Published : Jul 22, 2021, 8:35 PM IST

কলম্বো, 22 জুলাই : সিরিজ়ের শেষ ম্যাচ ৷ যদিও তা নিয়মরক্ষার ৷ ইতিমধ্যে সিরিজ় ঘরে তুলেছে ভারত ৷ যা টানা 9টি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় জয় ৷ দ্রাবিড় অ্যান্ড কোং-এর কাছে শ্রীলঙ্কাকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করার চ্যালেঞ্জ ৷ আর এই ম্যাচে কোনও পরীক্ষা নিরীক্ষার পথে কি যাবেন রাহুল দ্রাবিড়, শিখর ধাওয়ানরা ? নাকি উইনিং কম্বিনেশন ভাঙবেন না তাঁরা ? প্রশ্নের উত্তর পাওয়া যাবে শুক্রবার ৷

নিজেদের প্রথম ম্যাচ ভারত জেতে 7 উইকেটে ৷ দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই ফিরিয়ে দেয় দ্বীপরাষ্ট্র ৷ কিন্তু দীপক চাহারের অসাধারণ ইনিংসের সৌজন্যে ভারত 3 উইকেটে ম্যাচ জিতে নেয় ৷

এখন দেখার, শেষ ম্যাচে কি ওপেনার পৃথ্বী শ নাকি দেবদূত পাড়িক্কল ও ঋুতুরাজ গায়কোয়াড়কে সুযোগ পান ৷ পৃথ্বী শ প্রথম দুটি ম্যাচে একটিতে 43 ও পরেরটিতে 13 রান করেছেন ৷ অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন এই দুই ক্রিকেটার ৷

আরও একটি বিষয়ের দিকে নজর থাকবে ক্রিকেট বিশেষজ্ঞদের ৷ প্রথম একাদশে উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষাণ না সঞ্জু স্যামসন কাকে সুযোগ দেবেন দ্রাবিড়-ধাওয়ান ৷ দুই জনেই হার্ড হিটার ৷ তাই তাঁদের দিকেও নজর রাখতে হবে ৷

তবে মনীশ পাণ্ডে ও সূর্যকুমার যাদবের স্থান প্রায় পাকা ভারতীয় দলের প্রথম একাদশে ৷ হার্দিক পাণ্ডিয়ারও কোনও ফিটনেস সমস্যা নেই, তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডেতেও তিনি অটোমেটিক চয়েস ৷

প্রথম দুটি ম্যাচেই অনভিজ্ঞ শ্রীলঙ্কা ব্যাটিংকে বেশ বেগ দিয়েছে ভারতীয় বোলাররা ৷ তৃতীয় ম্যাচেও বোলারদের নেতৃত্ব দেবেন সেই ভুবনেশ্বর কুমার ৷ তবে দেখার শেষ ম্যাচে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক গত ম্যাচের হিরো দীপক চাহারকে বসানোর সাহস দেখাতে পারবে ? অথবা দেখা যেতে পারে নভদীপ সাইনি বা চেতন সাকারিয়াকে ৷

আরও পড়ুন : Deepak Chahar : শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে জয়ের নেপথ্যে ধোনি

অন্যদিকে লঙ্কা বাহিনীর কাছে হারানোর কিছু নেই ৷ শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ঘরের মাঠে শুধু সম্মান বাঁচানোর লড়াই শানাকা ব্রিগেডের ৷ অন্যদিকে শেষ ম্যাচে রাগান্বিত দেখিয়েছিল কোচ মিকি আর্থারকে ৷ তবে হতাশা ভুলে সামনে তাকাতে হবে কোচকে ৷ একই সঙ্গে ক্রিকেটারদের মনোবল বাড়াতে হবে শ্রীলঙ্কার আফ্রিকান কোচকে ৷

কলম্বো, 22 জুলাই : সিরিজ়ের শেষ ম্যাচ ৷ যদিও তা নিয়মরক্ষার ৷ ইতিমধ্যে সিরিজ় ঘরে তুলেছে ভারত ৷ যা টানা 9টি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় জয় ৷ দ্রাবিড় অ্যান্ড কোং-এর কাছে শ্রীলঙ্কাকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করার চ্যালেঞ্জ ৷ আর এই ম্যাচে কোনও পরীক্ষা নিরীক্ষার পথে কি যাবেন রাহুল দ্রাবিড়, শিখর ধাওয়ানরা ? নাকি উইনিং কম্বিনেশন ভাঙবেন না তাঁরা ? প্রশ্নের উত্তর পাওয়া যাবে শুক্রবার ৷

নিজেদের প্রথম ম্যাচ ভারত জেতে 7 উইকেটে ৷ দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই ফিরিয়ে দেয় দ্বীপরাষ্ট্র ৷ কিন্তু দীপক চাহারের অসাধারণ ইনিংসের সৌজন্যে ভারত 3 উইকেটে ম্যাচ জিতে নেয় ৷

এখন দেখার, শেষ ম্যাচে কি ওপেনার পৃথ্বী শ নাকি দেবদূত পাড়িক্কল ও ঋুতুরাজ গায়কোয়াড়কে সুযোগ পান ৷ পৃথ্বী শ প্রথম দুটি ম্যাচে একটিতে 43 ও পরেরটিতে 13 রান করেছেন ৷ অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন এই দুই ক্রিকেটার ৷

আরও একটি বিষয়ের দিকে নজর থাকবে ক্রিকেট বিশেষজ্ঞদের ৷ প্রথম একাদশে উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষাণ না সঞ্জু স্যামসন কাকে সুযোগ দেবেন দ্রাবিড়-ধাওয়ান ৷ দুই জনেই হার্ড হিটার ৷ তাই তাঁদের দিকেও নজর রাখতে হবে ৷

তবে মনীশ পাণ্ডে ও সূর্যকুমার যাদবের স্থান প্রায় পাকা ভারতীয় দলের প্রথম একাদশে ৷ হার্দিক পাণ্ডিয়ারও কোনও ফিটনেস সমস্যা নেই, তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডেতেও তিনি অটোমেটিক চয়েস ৷

প্রথম দুটি ম্যাচেই অনভিজ্ঞ শ্রীলঙ্কা ব্যাটিংকে বেশ বেগ দিয়েছে ভারতীয় বোলাররা ৷ তৃতীয় ম্যাচেও বোলারদের নেতৃত্ব দেবেন সেই ভুবনেশ্বর কুমার ৷ তবে দেখার শেষ ম্যাচে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক গত ম্যাচের হিরো দীপক চাহারকে বসানোর সাহস দেখাতে পারবে ? অথবা দেখা যেতে পারে নভদীপ সাইনি বা চেতন সাকারিয়াকে ৷

আরও পড়ুন : Deepak Chahar : শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে জয়ের নেপথ্যে ধোনি

অন্যদিকে লঙ্কা বাহিনীর কাছে হারানোর কিছু নেই ৷ শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ঘরের মাঠে শুধু সম্মান বাঁচানোর লড়াই শানাকা ব্রিগেডের ৷ অন্যদিকে শেষ ম্যাচে রাগান্বিত দেখিয়েছিল কোচ মিকি আর্থারকে ৷ তবে হতাশা ভুলে সামনে তাকাতে হবে কোচকে ৷ একই সঙ্গে ক্রিকেটারদের মনোবল বাড়াতে হবে শ্রীলঙ্কার আফ্রিকান কোচকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.