ডাবলিন, 14 জুলাই : ইউরো ও কোপা আমেরিকার মঞ্চে ছিল অঘটনের ছড়াছড়ি ৷ দীর্ঘদিনের অপেক্ষা পর লিওনেল মেসির হাতে উঠেছে আন্তর্জাতিক ট্রফি ৷ এবার ক্রিকেটের দুনিয়াতেও অঘটন ৷ বিশ্বকাপ সুপার লিগের ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দিল আয়ারল্যান্ড ৷ ডাবলিনে ঘরের মাঠে বিশ্ব ক্রমতালিকার প্রথমদিকে থাকা দলটিকে হারিয়ে হইচই ফেলে দিয়েছে অ্যান্ডি বালবিরনির নেতৃত্বাধীন আয়ারল্যান্ড ৷
সীমিত ওভারের ম্যাচ খেলতে আয়ারল্যান্ড সফরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ দলের নেতৃত্বে রয়েছেন তেম্বা বাভুমা ৷ তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল ৷ এরপর মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় দুটি দল ৷ প্রথমে ব্যাট করতে নেমে চমকে দেয় আইরিশরা ৷ কাগিসো রাবাদা, অ্যানরিখ নর্জে, লুঙ্গি এনগিদিদের ঘোল খাইয়ে প্রোটিয়াদের সামনে 290 রানের লক্ষ্য রাখে আইরিশরা ৷ দলের অধিনায়ক অ্যান্ডি বালবিরনি 102 রানের ইনিংস খেলেন ৷
আরও পড়ুন : Sourav Ganguly Biopic : জার্সি উড়িয়ে সেলিব্রেশন কি এবার রুপোলি পর্দায় ?
বড় স্কোর তাড়া করতে গিয়ে 247 রানেই থমকে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস ৷ অতীতে দুটি দলের মধ্যে সাতটি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে ৷ কিন্তু এই প্রথমবার বিশ্ব ক্রমতালিকায় পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারাল আয়ারল্যান্ড ৷ তবে আয়ারল্যান্ড এর আগেই জায়ান্ট কিলারের তকমা পেয়েছে ৷ গতবছর তিনশোর বেশি রান তাড়া করে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল তারা ৷ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 10 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ সুপার লিগের তালিকার পঞ্চম স্থানে উঠে এল আয়ারল্যান্ড ৷