লন্ডন, 1 অগস্ট: 12 বছর দু’জনে মিলে সেবা করে গিয়েছেন ইংল্যান্ড ক্রিকেটের ৷ শুধু ইংল্যান্ড ক্রিকেট নয় ৷ নিজেদের সাফল্যের জন্য তাঁরা একে অপরকে কৃতিত্ব দেন ৷ তাঁরা স্টুয়ার্ট ব্রড এবং জিমি অ্যান্ডারসনের ৷ ইংল্যান্ড ক্রিকেট, বিশেষত টেস্ট ক্রিকেটে এই দুই স্যুইং বোলারের পার্টনারশিপ বিশ্বের তাবড় ব্যাটারদের সমস্যায় ফেলেছে ৷ টেস্ট ক্রিকেটে দু’জনের মিলিত উইকেট সংখ্যা 1294 ৷ আর 1 হাজারের বেশি উইকেট তাঁরা পার্টনারশিপে নিয়েছেন ৷ সোমবার রাতে শেষবারের জন্য দেখা গেল এই জুটিকে ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টুয়ার্ট ৷ এই শেষ ম্যাচ কোনও রূপকথার থেকে কম ছিল না ৷ অ্যাসেজ ট্রফি জিততে না পারলেও, কেরিয়ারের শেষ ম্যাচে ইংল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি ৷
384 রানের বড় টার্গেট তাড়া করতে নেমে চতুর্থদিনে ইনিংসের শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (60) এবং উসমান খোয়াজা (72) ৷ দু’জনে মিলে 140 রান তোলেন প্রথম উইকেটে ৷ একটা সময় মনে হচ্ছিল, কেরিয়ারের শেষ টেস্ট হেরে মাঠ ছাড়তে হবে স্টুয়ার্ট ব্রডকে ৷ কিন্তু, অদৃষ্ট হয়তো তাঁর অবসরকে অনেকটাই রোমাঞ্চকর মোড় দিতে চেয়েছিল ৷ তাই 169 রানের মাথায় অস্ট্রেলিয়া 3 উইকেট হারানোর পর, ফের আশা জেগে ওঠে থ্রি-লায়ন্সের ৷
কিন্তু, সেখানে ফের বাধা হয়ে দাঁড়ান স্টিভ স্মিথ (54) এবং ট্রাভিস হেড (43) ৷ দু’জনে মিলে ফের অস্ট্রেলিয়ার ইনিংস শক্ত ভিতের উপর দাঁড় করাতে শুরু করেন ৷ অনেকটা সফল হয়ে গিয়েছিলেন ৷ যদি না মইন আলির অফ স্টাম্পের বাইরে অফস্পিনকে কভার দিয়ে মারার চেষ্টা করতেন ট্রাভিস হেড ৷ তিনি মইনের অফস্পিনে প্রথম স্লিপে ক্যাচ আউট হন ৷ এর পরেই ধস নামে অজি ব্যাটিং-অর্ডারে ৷ কিছুক্ষণের মধ্যেই ক্রিস ওকসের বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান স্মিথ ৷ একে একে মিচেল মার্শ (6), মিচেল স্টার্ক (0) এবং প্যাট কামিন্স (9) প্যাভিলিয়নে ফিরে যান ৷
আরও পড়ুন: 17 বছরের কেরিয়ারে ইতি, একনজরে ব্রডের সেরা 5টি স্পেল
মইন আলি এবং ক্রিস ওকস অস্ট্রেলিয়ার মিডল-অর্ডারের কোমর ভেঙে দেন ৷ তার কিছুক্ষণের মধ্যেই স্টুয়ার্ট ব্রডকে বোলিংয়ে নিয়ে আসেন বেন স্টোকস ৷ বিদায়ী ম্যাচের শেষ ইনিংসে তাঁকে উইকেটহীন যেতে দিতে চাননি ইংল্যান্ড অধিনায়ক ৷ মইন আলির সঙ্গে উলটোদিক থেকে লাগাতার বোলিং করতে থাকেন ৷ প্রথমে টড মর্ফিকে তাঁর স্যুইংয়ের জালে ফাঁসান ৷ উইকেট-কিপার বেয়ার্স্টোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৷ তার এক ওভার পরে বাঁ-হাতি অ্যালেক্স কেরিকে ভিতরে আসা বলে স্লিপে ক্যাচ আউট করেন ব্রড ৷
আরও পড়ুন: নিজেদের সবজান্তা ভাবেন ক্রিকেটাররা, কপিলের নিশানায় ভারতীয় দল
ইংল্যান্ডকে 49 রানে জেতানোর পাশাপাশি, শেষ ইনিংসে 2 উইকেট নিলেন ৷ তাঁর টেস্ট কেরিয়ারে উইকেটের সংখ্যা দাঁড়াল 604 ৷ এই অ্যাসেজেও তাঁর পারফর্ম্যান্স দূরন্ত, 5 ম্যাচে 22 উইকেট নিয়েছেন ব্রড ৷ এ দিন ব্রডের সঙ্গে ফের একবার অবসর ঘোষণা করলেন মইন আলি ৷ অধিনায়ক বেন স্টোকসের অনুরোধে অবসর ভেঙে এই অ্যাসেজেই টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন মইন ৷ অ্যাসেজ শেষ হতে আবারও অবসর নিলেন মইন আলি ৷ তাই ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় ব্রড তাঁকেও নিজের পাশে টেনে নিলেন ৷ দু’জনে একসঙ্গে মাঠ ছাড়েন ৷