ETV Bharat / sports

Pharmacist Rescues Pant: দুর্ঘটনার পর ঠিক কী অবস্থায় ছিলেন পন্ত, জানালেন উদ্ধারকারী অ্যাম্বুলেন্সের ফার্মাসিস্ট

ভয়াবহ দুর্ঘটনার (Eyewitness of Rishabh Pant car accident) কবলে পড়ার পর ঠিক কী অবস্থায় ছিলেন ঋষভ পন্ত (Rishabh Pant Accident)? সে কথা জানালেন ঘটনাস্থল থেকে তাঁকে (Pharmacist Monu Kumar) উদ্ধার করা অ্যাম্বুলেন্স সার্ভিসের ফার্মাসিস্ট মনু কুমার (Pharmacist Rescues Pant)৷

Rishabh Pant ETV Bharat
ঋষভ পন্ত
author img

By

Published : Dec 30, 2022, 5:57 PM IST

Updated : Dec 30, 2022, 6:15 PM IST

দেরাদুন, 30 ডিসেম্বর: উত্তরাখণ্ডের হরিদ্বারের কাছে ভয়ংকর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত (Rishabh Pant Accident)। শুক্রবার ভোরে দিল্লি থেকে রুরকিতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে । তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । তাঁকে ঘটনাস্থল থেকে প্রথম উদ্ধার করেন মনু কুমার (Pharmacist Rescues Pant)৷ তিনি একজন ফার্মাসিস্ট (Eyewitness of Rishabh Pant car accident)৷ কাজ করেন 108 অ্যাম্বুলেন্স সার্ভিসে । ইটিভি ভারতকে মনু কুমার বললেন, "সকাল 5.28 মিনিটে আমি একটি কারখানার শ্রমিকের কাছ থেকে ফোন পাই যে, মোহাম্মদপুর ঝালের মোদের কাছে একটি দুর্ঘটনা ঘটেছে এবং আমাকে অবিলম্বে সেখানে পৌঁছতে বলা হয় ।"

তিনি আরও জানান, "আমি সাত থেকে আট মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটে যাই । দেখি যে দুর্ঘটনার কবলে আর কেউ নন, ক্রিকেটার ঋষভ পন্ত । তাঁকে যখন গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হয়, তখন তাঁর জামাকাপড় ছিঁড়ে গিয়েছিল । আমরা সঙ্গে সঙ্গে তাঁকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে অ্যাম্বুলেন্সে তুলি । আমরা যখন তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করি, তখন ঋষভ পন্ত সচেতন ছিলেন ৷ কিন্তু তিনি কথা বলতে পারছিলেন না । যখনই তাঁকে ব্যথা উপশমের ইনজেকশন দেওয়া হয় তখন পন্ত কিছুটা স্বস্তি পান ৷"

মনু কুমার (Pharmacist Monu Kumar) বলেন, "আমরা তাঁর ছবি তুলে জেলা সদরে পাঠানোর চেষ্টা করেছিলাম ৷ কিন্তু পন্ত আমাদের তাঁর ছবি তুলতে দেননি । তারপর আমরা ঋষভকে তাঁর পরিবারের সদস্য বা বন্ধুদের ফোন নম্বর দিতে বলি, যাঁদেরকে আমরা ফোন করতে পারি । কিন্তু ঋষভ বলেন যে, মায়ের নম্বর ছাড়া আর কারও নম্বর তাঁর মনে থাকে না । এর পরে আমরা তাঁর মাকে ফোন করে ঘটনাটি জানাই । কল করার কয়েক ঘণ্টা পরে তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছন ৷"

আরও পড়ুন: চোখ লেগে আসাতেই বিপত্তি, জানালা ভেঙে প্রাণে বেঁচে পুলিশকে জানালেন পন্ত

দুর্ঘটনার কবলে পড়া পন্তের থেকে অনেক কিছুই জানার চেষ্টা করেছিলেন বলে জানান মনু কুমার ৷ তিনি বলেন, "আমরা যখন তাঁকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, তখন আমরা জিজ্ঞাসা করি আপনি কেন নিজেই গাড়ি চালাচ্ছেন । ঋষভ পন্ত বলেন যে, তিনি গাড়ি চালানোর সময় পান না, তাই তিনি গাড়ি চালাচ্ছিলেন । যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় যে কীভাবে দুর্ঘটনা ঘটল, পন্ত বলেন যে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, তখনই গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে ।"

ঋষভ পন্তের গলায় তাঁর 'পয়মন্ত' লকেটটি তখনও ছিল, যা পুলিশের কাছে তুলে দেওয়া হয় । তাঁর জামাকাপড় এবং ব্রিফকেসও পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন মনু কুমার ।

দেরাদুন, 30 ডিসেম্বর: উত্তরাখণ্ডের হরিদ্বারের কাছে ভয়ংকর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত (Rishabh Pant Accident)। শুক্রবার ভোরে দিল্লি থেকে রুরকিতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে । তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । তাঁকে ঘটনাস্থল থেকে প্রথম উদ্ধার করেন মনু কুমার (Pharmacist Rescues Pant)৷ তিনি একজন ফার্মাসিস্ট (Eyewitness of Rishabh Pant car accident)৷ কাজ করেন 108 অ্যাম্বুলেন্স সার্ভিসে । ইটিভি ভারতকে মনু কুমার বললেন, "সকাল 5.28 মিনিটে আমি একটি কারখানার শ্রমিকের কাছ থেকে ফোন পাই যে, মোহাম্মদপুর ঝালের মোদের কাছে একটি দুর্ঘটনা ঘটেছে এবং আমাকে অবিলম্বে সেখানে পৌঁছতে বলা হয় ।"

তিনি আরও জানান, "আমি সাত থেকে আট মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটে যাই । দেখি যে দুর্ঘটনার কবলে আর কেউ নন, ক্রিকেটার ঋষভ পন্ত । তাঁকে যখন গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হয়, তখন তাঁর জামাকাপড় ছিঁড়ে গিয়েছিল । আমরা সঙ্গে সঙ্গে তাঁকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে অ্যাম্বুলেন্সে তুলি । আমরা যখন তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করি, তখন ঋষভ পন্ত সচেতন ছিলেন ৷ কিন্তু তিনি কথা বলতে পারছিলেন না । যখনই তাঁকে ব্যথা উপশমের ইনজেকশন দেওয়া হয় তখন পন্ত কিছুটা স্বস্তি পান ৷"

মনু কুমার (Pharmacist Monu Kumar) বলেন, "আমরা তাঁর ছবি তুলে জেলা সদরে পাঠানোর চেষ্টা করেছিলাম ৷ কিন্তু পন্ত আমাদের তাঁর ছবি তুলতে দেননি । তারপর আমরা ঋষভকে তাঁর পরিবারের সদস্য বা বন্ধুদের ফোন নম্বর দিতে বলি, যাঁদেরকে আমরা ফোন করতে পারি । কিন্তু ঋষভ বলেন যে, মায়ের নম্বর ছাড়া আর কারও নম্বর তাঁর মনে থাকে না । এর পরে আমরা তাঁর মাকে ফোন করে ঘটনাটি জানাই । কল করার কয়েক ঘণ্টা পরে তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছন ৷"

আরও পড়ুন: চোখ লেগে আসাতেই বিপত্তি, জানালা ভেঙে প্রাণে বেঁচে পুলিশকে জানালেন পন্ত

দুর্ঘটনার কবলে পড়া পন্তের থেকে অনেক কিছুই জানার চেষ্টা করেছিলেন বলে জানান মনু কুমার ৷ তিনি বলেন, "আমরা যখন তাঁকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, তখন আমরা জিজ্ঞাসা করি আপনি কেন নিজেই গাড়ি চালাচ্ছেন । ঋষভ পন্ত বলেন যে, তিনি গাড়ি চালানোর সময় পান না, তাই তিনি গাড়ি চালাচ্ছিলেন । যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় যে কীভাবে দুর্ঘটনা ঘটল, পন্ত বলেন যে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, তখনই গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে ।"

ঋষভ পন্তের গলায় তাঁর 'পয়মন্ত' লকেটটি তখনও ছিল, যা পুলিশের কাছে তুলে দেওয়া হয় । তাঁর জামাকাপড় এবং ব্রিফকেসও পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন মনু কুমার ।

Last Updated : Dec 30, 2022, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.