বার্মিংহাম, 16 মার্চ : সুইস ওপেনে চোট পেয়েছিলেন ৷ তাই অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হল স্প্যানিশ ব্যাডমিন্টন তারকা ক্যারোলিনা মারিনকে ৷ রিও অলিম্পিকসে এই মারিনই সিন্ধুর সোনার পদক জয়ের স্বপ্নকে ম্লান করে দিয়েছিলেন ৷ সিন্ধুর অল ইংল্যান্ড জয়ের পথে বড় কাঁটা ছিলেন মারিনই ৷ সেই মারিন না থাকায় কী সিন্ধুর টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা বাড়ল? মারিনের অনুপস্থিতির সুযোগে কি রানির দেশে ইতিহাস গড়তে পারবেন সিন্ধু ?
করোনা পরবর্তী যুগে কোর্টে ফেরাটা সুখের হয়নি দেশের তারকা শাটলার পিভি সিন্ধুর ৷ থাইল্যান্ড ওপেন সহ বেশ কয়েকটি টুর্নামেন্ট থেকে তাড়াতাড়ি বিদায় নিতে হয়েছে ৷ সেই হার থেকে শিক্ষা নিয়ে সুইস ওপেনে দুরন্তভাবে কামব্যাক করেছেন হায়দরাবাদের শাটলার ৷ সম্প্রতি সুইস ওপেনের ফাইনাল খেললেন ৷ যদিও ফাইনালে সেই মারিনের কাছেই হারতে হয়েছে তাঁকে ৷ যদিও সুইস ওপেনের পারফরম্যান্স সিন্ধুর আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে ৷ অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে ঝাঁপানোর আগে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট সিন্ধু ৷
আরও পড়ুন : মিস ইন্ডিয়ার মঞ্চ থেকে সঞ্চালনা, নিজ-জগতে উজ্জ্বল বুমরার স্ত্রী
সেই 1980 সালে প্রথম ভারতীয় হিসেবে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন প্রকাশ পাড়ুকোন ৷ এরপর 2001 সালে অল ইংল্যান্ড খেতাব জেতেন বর্তমান জাতীয় ব্যাডমিন্টন কোচ পুলেল্লা গোপীচাঁদ ৷ তাও হয়ে গেল 19 বছর ৷ কিন্তু এখনও কোনও মহিলা ভারতীয় শাটলার অল ইংল্যান্ডের ট্রফি ছুঁতে পারেননি ৷ এক্ষেত্রেও সিন্ধুর উপর অগাধ আশা ভারতীয়দের ৷ অলিম্পিকস, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পর বুধবার থেকে শুরু হতে চলা অল ইংল্যান্ডেও সিন্ধু ছাপ ফেলবেন বলেই আশা ভারতীয়দের ৷ প্রথম রাউন্ডে মালয়েশিয়ার সোনিয়া চেহ-এর মুখোমুখি হচ্ছেন সিন্ধু ৷
এবারের অল ইংল্যান্ডে থাকছেন না বিশ্বের একনম্বর শাটলার তাই জু ইং ৷ এছাড়া প্রতিযোগিতা থেকে মারিন নাম তুলে নেওয়ায় লড়াইটা হবে র্যাটনাচক ইন্তানন, সাইনা নেহওয়াল, নজোমি ওকুহারা, আকানে ইয়ামাগুচিদের মধ্যে ৷ ফলে সিন্ধুর খেতাব জয়ের সম্ভাবনা প্রবল ৷