ETV Bharat / sports

PV Sindhu Nail Art : অলিম্পিকস জ্বরে ভুগছেন সিন্ধু, পাঁচটি রিংয়ে রাঙালেন নখ - PV Sindu Nail Art

টোকিয়োর বিমান ধরার আগে নেইল আর্ট করিয়ে ফেললেন সিন্ধু ৷ তাঁর নখে ফুটে উঠল অলিম্পিকসের পাঁচটি রিংয়ের প্রতীক ৷

PV Sindhu
PV Sindhu
author img

By

Published : Jul 14, 2021, 9:25 PM IST

হায়দরাবাদ, 14 জুলাই : কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ 23 জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ৷ অলিম্পিকসের উত্তেজনায় ফুটছে দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা ৷ এই উত্তেজনা টের পাওয়া গেল দেশের তারকা শাটলার পিভি সিন্ধুর একটি টুইটে ৷ টোকিয়োর বিমান ধরার আগে নেইল আর্ট করিয়ে ফেললেন সিন্ধু ৷ তাঁর নখে ফুটে উঠল অলিম্পিকসের পাঁচটি রিংয়ের প্রতীক ৷

দেশের অলিম্পিকসগামী ক্রীড়াবিদের এখন রাত জেগে সিলেবাস শেষ করার মতো অবস্থা ৷ শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতি চলছে ৷ ব্যাগ পত্তর গোছানো কমপ্লিট ৷ এবার শুধু টোকিয়োর বিমান ধরার পালা ৷ তারপরই পদক জয়ের লক্ষ্যে দিনরাত এক করে ঝাঁপিয়ে পড়তে হবে ৷ রিও অলিম্পিকসে রুপো জিতে ইতিহাস গড়েছিলেন হায়দরাবাদের শাটলার পিভি সিন্ধু ৷ স্বাভাবিকভাবে এবার সোনা জেতার লক্ষ্যে নামবেন সিন্ধু ৷ অলিম্পিকসের মঞ্চ তাঁকে বিশ্বজোড়া খ্যাতি দিয়েছে ৷ পাঁচ বছর পর (করোনার জন্য গতবছর পিছিয়ে যায় টোকিয়ো অলিম্পিকস) ফের অলিম্পিকসে মঞ্চে নামার জন্য মুখিয়ে সিন্ধু ৷

আরও পড়ুন : Tokyo Olympics : একসঙ্গে আইসক্রিম খাব, সিন্ধুকে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

তিনি কতটা উত্তেজিত তা অলিম্পিকসের প্রতীকে নেইল আর্ট করে বুঝিয়ে দিয়েছেন ৷ সিন্ধুর বাঁ হাতের অনামিকা ও মধ্যমায় অলিম্পিকস প্রতীকের পাঁচটি বৃত্ত আঁকা রয়েছে ৷ নানা রঙে রাঙানো নখের ছবি টুইট করে সিন্ধু লেখেন, অলিম্পিকস ফিভার ৷ আর মাত্র দশদিনের অপেক্ষা ৷ বোঝাই যাচ্ছে কোর্টে নামার জন্য তর সইছে না সিন্ধুর ৷ গ্রুপ স্টেজের ম্যাচে হংকংয়ের শাটলার চেয়ুং নগান ই এবং ইসরায়েলের সেনিয়া পোলিকারপোভার বিরুদ্ধে খেলবেন সিন্ধু ৷

হায়দরাবাদ, 14 জুলাই : কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ 23 জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ৷ অলিম্পিকসের উত্তেজনায় ফুটছে দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা ৷ এই উত্তেজনা টের পাওয়া গেল দেশের তারকা শাটলার পিভি সিন্ধুর একটি টুইটে ৷ টোকিয়োর বিমান ধরার আগে নেইল আর্ট করিয়ে ফেললেন সিন্ধু ৷ তাঁর নখে ফুটে উঠল অলিম্পিকসের পাঁচটি রিংয়ের প্রতীক ৷

দেশের অলিম্পিকসগামী ক্রীড়াবিদের এখন রাত জেগে সিলেবাস শেষ করার মতো অবস্থা ৷ শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতি চলছে ৷ ব্যাগ পত্তর গোছানো কমপ্লিট ৷ এবার শুধু টোকিয়োর বিমান ধরার পালা ৷ তারপরই পদক জয়ের লক্ষ্যে দিনরাত এক করে ঝাঁপিয়ে পড়তে হবে ৷ রিও অলিম্পিকসে রুপো জিতে ইতিহাস গড়েছিলেন হায়দরাবাদের শাটলার পিভি সিন্ধু ৷ স্বাভাবিকভাবে এবার সোনা জেতার লক্ষ্যে নামবেন সিন্ধু ৷ অলিম্পিকসের মঞ্চ তাঁকে বিশ্বজোড়া খ্যাতি দিয়েছে ৷ পাঁচ বছর পর (করোনার জন্য গতবছর পিছিয়ে যায় টোকিয়ো অলিম্পিকস) ফের অলিম্পিকসে মঞ্চে নামার জন্য মুখিয়ে সিন্ধু ৷

আরও পড়ুন : Tokyo Olympics : একসঙ্গে আইসক্রিম খাব, সিন্ধুকে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

তিনি কতটা উত্তেজিত তা অলিম্পিকসের প্রতীকে নেইল আর্ট করে বুঝিয়ে দিয়েছেন ৷ সিন্ধুর বাঁ হাতের অনামিকা ও মধ্যমায় অলিম্পিকস প্রতীকের পাঁচটি বৃত্ত আঁকা রয়েছে ৷ নানা রঙে রাঙানো নখের ছবি টুইট করে সিন্ধু লেখেন, অলিম্পিকস ফিভার ৷ আর মাত্র দশদিনের অপেক্ষা ৷ বোঝাই যাচ্ছে কোর্টে নামার জন্য তর সইছে না সিন্ধুর ৷ গ্রুপ স্টেজের ম্যাচে হংকংয়ের শাটলার চেয়ুং নগান ই এবং ইসরায়েলের সেনিয়া পোলিকারপোভার বিরুদ্ধে খেলবেন সিন্ধু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.