ETV Bharat / sports

কোরোনার জেরে ব্যাডমিন্টনের চারটি টুর্নামেন্ট বাতিল

1-6 সেপ্টেম্বর তাইপেই ওপেন হওয়ার কথা ছিল । এদিকে কোরিয়ান ওপেন হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের 8 তারিখ থেকে । কোরোনা সংক্রমণের জেরে এই দুই টুর্নামেন্টই বাতিল করেছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) ।

BAN
BADMINTON
author img

By

Published : Jul 29, 2020, 11:12 PM IST

কুয়ালালামপুর , 29 জুলাই : কোরোনা সংক্রমণের জেরে চারটি টুর্নামেন্ট বাতিল করল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) । এর মধ্যে রয়েছে তাইপেই ওপেন ও কোরিয়ান ওপেন ।

তাইপেই ওপেন হওয়ার কথা ছিল 1-6 সেপ্টেম্বর । এদিকে কোরিয়ান ওপেন হওয়ার কথা ছিল 8-13 সেপ্টেম্বর । এছাড়াও কোরোনা সংক্রমণের জেরে আর যে দু'টি টুর্নামেন্ট বাতিল হয়েছে সেগুলি হল চায়না ওপেন (সেপ্টেম্বর 15-20) ও জাপান ওপেন (22-27 ) ।

BWF-এর সেক্রেটারি জেনেরাল থমাস লুন্ড বলেন , " খেলোয়াড়, দর্শক, স্বেচ্ছাসেবক ও সদস্য দেশগুলির প্রতিনিধিদের স্বাস্থের কথা চিন্তা করেই চারটি টুর্নামেন্ট বাতিল করা হয়েছে । আমরা খুবই হতাশ । কিন্তু বর্তমান সময়ে সকলের স্বাস্থ্যকেই প্রাধান্য দেওয়া উচিত । "

তিনি আরও বলেন , "বিশ্বজুড়ে অনেকে হতাশাপ্রকাশ করেছে । সকলেই কোর্টে ব্যাডমিন্টন ফেরার অপেক্ষা করছে । আমাদের সকল সদস্য দেশ যথাসম্ভব সাহায্য করেছে । আমরা আমাদের স্পনসর এবং সমর্থকদের কাছে কৃতজ্ঞ । তারা এই কঠিন সময়ে আমাদের পাশে রয়েছে । "

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি ও পরামর্শ মেনে BWF কর্মসূচি ঠিক করবে । আগামী দিনে ব্যাডমিন্টনের 100 শতাংশ কর্মকাণ্ড WHO, স্থানীয় স্বাস্থ্য সংস্থা , আন্তর্জাতিক ও স্থানীয় ভ্রমণের বিধিনিষেধ মাথায় রেখে তৈরি হবে ।

কুয়ালালামপুর , 29 জুলাই : কোরোনা সংক্রমণের জেরে চারটি টুর্নামেন্ট বাতিল করল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) । এর মধ্যে রয়েছে তাইপেই ওপেন ও কোরিয়ান ওপেন ।

তাইপেই ওপেন হওয়ার কথা ছিল 1-6 সেপ্টেম্বর । এদিকে কোরিয়ান ওপেন হওয়ার কথা ছিল 8-13 সেপ্টেম্বর । এছাড়াও কোরোনা সংক্রমণের জেরে আর যে দু'টি টুর্নামেন্ট বাতিল হয়েছে সেগুলি হল চায়না ওপেন (সেপ্টেম্বর 15-20) ও জাপান ওপেন (22-27 ) ।

BWF-এর সেক্রেটারি জেনেরাল থমাস লুন্ড বলেন , " খেলোয়াড়, দর্শক, স্বেচ্ছাসেবক ও সদস্য দেশগুলির প্রতিনিধিদের স্বাস্থের কথা চিন্তা করেই চারটি টুর্নামেন্ট বাতিল করা হয়েছে । আমরা খুবই হতাশ । কিন্তু বর্তমান সময়ে সকলের স্বাস্থ্যকেই প্রাধান্য দেওয়া উচিত । "

তিনি আরও বলেন , "বিশ্বজুড়ে অনেকে হতাশাপ্রকাশ করেছে । সকলেই কোর্টে ব্যাডমিন্টন ফেরার অপেক্ষা করছে । আমাদের সকল সদস্য দেশ যথাসম্ভব সাহায্য করেছে । আমরা আমাদের স্পনসর এবং সমর্থকদের কাছে কৃতজ্ঞ । তারা এই কঠিন সময়ে আমাদের পাশে রয়েছে । "

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি ও পরামর্শ মেনে BWF কর্মসূচি ঠিক করবে । আগামী দিনে ব্যাডমিন্টনের 100 শতাংশ কর্মকাণ্ড WHO, স্থানীয় স্বাস্থ্য সংস্থা , আন্তর্জাতিক ও স্থানীয় ভ্রমণের বিধিনিষেধ মাথায় রেখে তৈরি হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.