বাসেল, 25 অগাস্ট : স্বপ্নভঙ্গ ৷ ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল সাই প্রণীতকে ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জাপানের কেনতো মোমোতার কাছে হারলেন গোপীনাথের ছাত্র ৷ তবে, ফাইনালে না উঠলেও নজির গড়লেন সদ্য অর্জুন প্রণীত ৷ ব্রোঞ্জ জেতায় 36 বছর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে পুরুষ বিভাগে ফের উড়ল তেরঙ্গা ৷
আজ সেমিফাইনালের প্রথম পয়েন্ট জেতেন ভারতীয় তারকা ৷ হাড্ডাহাড্ডি লড়াই হয় প্রণীত ও মোমোতার ৷ জাপানিজ় তারকা এগিয়ে থাকলেও তাঁর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিলেন প্রণীত ৷ প্রথম গেমের মাঝপথে 10-11 ব্যবধানে এগিয়ে ছিলেন জাপানিজ় তারকা ৷ কিন্তু, এরপর পিছিয়ে পড়েন প্রণীত ৷ টানা চার পয়েন্ট জেতেন মোমোতা ৷ শেষ পর্যন্ত 21-13 ব্যবধানে প্রথম গেম জেতেন মোমোতা ৷
![Sai Praneeth](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4231898_wb_praneeth.jpg)
দ্বিতীয় গেমেও প্রথম পয়েন্ট জেতেন প্রণীত ৷ কিন্তু, এরপরই ম্যাচের রাশ ক্রমশ নিজের হাতে তুলে নেন মোমোতা ৷ দুরন্ত ছন্দে খেলতে থাকেন ৷ প্রথম গেমের মাঝপথে 3-11 ব্যবধানে এগিয়ে যান জাপানিজ় তারকা ৷ তারপর আর ফিরে তাকাতে হয়নি মোমোতাকে ৷ প্রণীতকে কার্যত দাঁড়াতে দেননি তিনি ৷ 21-8 ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ফাইনালে ওঠেন জাপানিজ় তারকা ৷