ETV Bharat / sports

সেমিফাইনালে স্বপ্নভঙ্গ, ব্রোঞ্জেই থামতে হল প্রণীতকে - ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল সাই প্রণীতকে

সেমিফাইনালেই থেমে গেলেন সাই প্রণীত ৷ ব্রোঞ্জ পেলেন তিনি ৷

সাই প্রণীত
author img

By

Published : Aug 24, 2019, 6:27 PM IST

বাসেল, 25 অগাস্ট : স্বপ্নভঙ্গ ৷ ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল সাই প্রণীতকে ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জাপানের কেনতো মোমোতার কাছে হারলেন গোপীনাথের ছাত্র ৷ তবে, ফাইনালে না উঠলেও নজির গড়লেন সদ্য অর্জুন প্রণীত ৷ ব্রোঞ্জ জেতায় 36 বছর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে পুরুষ বিভাগে ফের উড়ল তেরঙ্গা ৷

আজ সেমিফাইনালের প্রথম পয়েন্ট জেতেন ভারতীয় তারকা ৷ হাড্ডাহাড্ডি লড়াই হয় প্রণীত ও মোমোতার ৷ জাপানিজ় তারকা এগিয়ে থাকলেও তাঁর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিলেন প্রণীত ৷ প্রথম গেমের মাঝপথে 10-11 ব্যবধানে এগিয়ে ছিলেন জাপানিজ় তারকা ৷ কিন্তু, এরপর পিছিয়ে পড়েন প্রণীত ৷ টানা চার পয়েন্ট জেতেন মোমোতা ৷ শেষ পর্যন্ত 21-13 ব্যবধানে প্রথম গেম জেতেন মোমোতা ৷

Sai Praneeth
সেমিফাইনালে সাই প্রণীত

দ্বিতীয় গেমেও প্রথম পয়েন্ট জেতেন প্রণীত ৷ কিন্তু, এরপরই ম্যাচের রাশ ক্রমশ নিজের হাতে তুলে নেন মোমোতা ৷ দুরন্ত ছন্দে খেলতে থাকেন ৷ প্রথম গেমের মাঝপথে 3-11 ব্যবধানে এগিয়ে যান জাপানিজ় তারকা ৷ তারপর আর ফিরে তাকাতে হয়নি মোমোতাকে ৷ প্রণীতকে কার্যত দাঁড়াতে দেননি তিনি ৷ 21-8 ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ফাইনালে ওঠেন জাপানিজ় তারকা ৷

বাসেল, 25 অগাস্ট : স্বপ্নভঙ্গ ৷ ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল সাই প্রণীতকে ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জাপানের কেনতো মোমোতার কাছে হারলেন গোপীনাথের ছাত্র ৷ তবে, ফাইনালে না উঠলেও নজির গড়লেন সদ্য অর্জুন প্রণীত ৷ ব্রোঞ্জ জেতায় 36 বছর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে পুরুষ বিভাগে ফের উড়ল তেরঙ্গা ৷

আজ সেমিফাইনালের প্রথম পয়েন্ট জেতেন ভারতীয় তারকা ৷ হাড্ডাহাড্ডি লড়াই হয় প্রণীত ও মোমোতার ৷ জাপানিজ় তারকা এগিয়ে থাকলেও তাঁর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিলেন প্রণীত ৷ প্রথম গেমের মাঝপথে 10-11 ব্যবধানে এগিয়ে ছিলেন জাপানিজ় তারকা ৷ কিন্তু, এরপর পিছিয়ে পড়েন প্রণীত ৷ টানা চার পয়েন্ট জেতেন মোমোতা ৷ শেষ পর্যন্ত 21-13 ব্যবধানে প্রথম গেম জেতেন মোমোতা ৷

Sai Praneeth
সেমিফাইনালে সাই প্রণীত

দ্বিতীয় গেমেও প্রথম পয়েন্ট জেতেন প্রণীত ৷ কিন্তু, এরপরই ম্যাচের রাশ ক্রমশ নিজের হাতে তুলে নেন মোমোতা ৷ দুরন্ত ছন্দে খেলতে থাকেন ৷ প্রথম গেমের মাঝপথে 3-11 ব্যবধানে এগিয়ে যান জাপানিজ় তারকা ৷ তারপর আর ফিরে তাকাতে হয়নি মোমোতাকে ৷ প্রণীতকে কার্যত দাঁড়াতে দেননি তিনি ৷ 21-8 ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ফাইনালে ওঠেন জাপানিজ় তারকা ৷

AP Video Delivery Log - 1000 GMT News
Saturday, 24 August, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-0909: Hong Kong Protest Clashes AP Clients Only 4226449
Protesters and riot police clash in Hong Kong
AP-APTN-0904: France G7 Analysis AP Clients Only 4226448
Preparations and analysis ahead of G7 summit
AP-APTN-0902: Japan North Korea No access Japan 4226446
Japan defence minister on NKorea missile launches
AP-APTN-0854: France G7 Abe AP Clients Only 4226445
Japanese PM Abe arrives for G7 summit
AP-APTN-0808: Iraq Blast AP Clients Only 4226443
Motorcycle bomb kills three in Iraq, injures 39
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.