হুয়েলভা (স্পেন), 14 ডিসেম্বর : দিনকয়েক আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তীরে এসে তরী ডুবেছিল ৷ সেই হতাশা ভুলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেতাব ধরে রাখার লড়াইয়ে শুরুটা ভালই করলেন পুসারলা ভেঙ্কট সিন্ধু ৷ প্রথম রাউন্ডে বাই পাওয়ার পর মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কোর্টে ঝড় তুললেন টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী শাটলার ৷ স্লোভাকিয়ার মার্টিনা রেপিস্কাকে এদিন সিন্ধু হারালেন 21-7, 21-9 গেমে (PV Sindhu beats Martina Repiska in straight games to progress in pre-quarterfinals) ৷ একইসঙ্গে পৌঁছে গেলেন প্রি-কোয়ার্টার ফাইনালে ৷
মাত্র 24 মিনিটে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন টানা দু'বারের অলিম্পিক পদকজয়ী ৷ সিন্ধুর পাশাপাশি ছেলেদের সিঙ্গলসে চমক লক্ষ্য সেনের ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপের অভিষেকে 15তম বাছাই জাপানের কেন্তা নিশিমোতোকে হারালেন বছর কুড়ির লক্ষ্য (Lakshya Sen beats Kenta Nishimoto in round of 32) ৷
আরও পড়ুন : PV Sindhu Wins Silver : অব্যাহত ট্রফি খরা, ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে খেতাব হাতছাড়া সিন্ধুর
পুরুষ ডাবলসেও ভাল দিন ভারতের জন্য ৷ টুর্নামেন্টের অষ্টম বাছাই সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটিও প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ৷ চিনা-তাইপে জুটির বিরুদ্ধে 27-25, 21-17 গেমে ম্যাচ জেতেন ভারতীয় জুটি ৷ তবে মালয়েশিয়ান জুটির কাছে হেরে মিক্সড ডাবলস থেকে ছিটকে গিয়েছেন সৌরভ শর্মা-অনুষ্কা পারিখ ৷