ETV Bharat / sports

আইওসি-র ‘ভিলিভ ইন স্পোর্টস’র অ্যাথলিট অ্যাম্বাসাডর পি ভি সিন্ধু - পি ভি সিন্ধু

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ‘ভিলিভ ইন স্পোর্টস’ ক্যাম্পেনের অ্যাথলিট অ্যাম্বাসাডর হলেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু ৷ এই সম্মানের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানালেন সিন্ধু ৷

P V Sindhu have been nominated as athlete ambassadors for International Olympic Committees Believe in Sports campaign
আইওসি-র ‘ভিলিভ ইন স্পোর্টস’র অ্যাথলিট অ্যাম্বাসাডর পি ভি সিন্ধু
author img

By

Published : May 3, 2021, 6:24 PM IST

নয়াদিল্লি, 3 মে : আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ‘ভিলিভ ইন স্পোর্টস’ ক্যাম্পেনের অ্যাথলিট অ্যাম্বাসাডর করা হল ভারতের ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু এবং কানাডিয়ান শাটলর মাইকেল লি-কে ৷ সোমবার এমনটাই জানিয়েছে বিশ্ব ব্যাডমন্টন ফেডারেশন ৷ প্রসঙ্গত, এই দুই ব্যাডমিন্টন তারকা গত বছরের এপ্রিল মাস থেকে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের ‘আই অ্যাম ব্যাডমিন্টন’ ক্যাম্পেনের গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন ৷

এবার আইওসি তাঁকে ‘বিলিভ ইন স্পোর্টসে’র অ্যাম্বাসাডর করায় তিনি খুবই সম্মানিত বলে জানিয়েছেন পি ভি সিন্ধু ৷ এ নিয়ে এক বিবৃতি প্রকাশ করে সিন্ধু বলেন, ‘‘আইওসি-র অ্যাম্বাসাডর হিসেবে মনোনীত হতে পেরে খুবই সম্মানীতবোধ করছি ৷ আমি এবং আমার সহ অ্যাথলিট দু’জনেই খেলার প্রতি কোনও রকম প্রতারণা হলে বা প্রতিযোগিতায় প্রভাব খাটানোর মতো বিষয়ে রুখে দাঁড়াব ৷ আমরা একসঙ্গে শক্তিশালী ৷’’

আরও পড়ুন : সাত পাকে বাঁধা পড়লেন জ্বালা গুট্টা

সিন্ধুর এই সম্মানের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ব্য়াডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক অজয় সিঙ্ঘানিয়া ৷ তিনি জানিয়েছেন, এটা সিন্ধুকে তাঁর যোগ্য সম্মান দেওয়া হয়েছে ৷ পাশাপাশি খেলার প্রতি সততা এবং দায়বদ্ধতার পুরস্কার বলে জানান অজয় সিঙ্ঘানিয়া ৷

নয়াদিল্লি, 3 মে : আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ‘ভিলিভ ইন স্পোর্টস’ ক্যাম্পেনের অ্যাথলিট অ্যাম্বাসাডর করা হল ভারতের ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু এবং কানাডিয়ান শাটলর মাইকেল লি-কে ৷ সোমবার এমনটাই জানিয়েছে বিশ্ব ব্যাডমন্টন ফেডারেশন ৷ প্রসঙ্গত, এই দুই ব্যাডমিন্টন তারকা গত বছরের এপ্রিল মাস থেকে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের ‘আই অ্যাম ব্যাডমিন্টন’ ক্যাম্পেনের গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন ৷

এবার আইওসি তাঁকে ‘বিলিভ ইন স্পোর্টসে’র অ্যাম্বাসাডর করায় তিনি খুবই সম্মানিত বলে জানিয়েছেন পি ভি সিন্ধু ৷ এ নিয়ে এক বিবৃতি প্রকাশ করে সিন্ধু বলেন, ‘‘আইওসি-র অ্যাম্বাসাডর হিসেবে মনোনীত হতে পেরে খুবই সম্মানীতবোধ করছি ৷ আমি এবং আমার সহ অ্যাথলিট দু’জনেই খেলার প্রতি কোনও রকম প্রতারণা হলে বা প্রতিযোগিতায় প্রভাব খাটানোর মতো বিষয়ে রুখে দাঁড়াব ৷ আমরা একসঙ্গে শক্তিশালী ৷’’

আরও পড়ুন : সাত পাকে বাঁধা পড়লেন জ্বালা গুট্টা

সিন্ধুর এই সম্মানের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ব্য়াডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক অজয় সিঙ্ঘানিয়া ৷ তিনি জানিয়েছেন, এটা সিন্ধুকে তাঁর যোগ্য সম্মান দেওয়া হয়েছে ৷ পাশাপাশি খেলার প্রতি সততা এবং দায়বদ্ধতার পুরস্কার বলে জানান অজয় সিঙ্ঘানিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.