ETV Bharat / sports

কোরিয়া ওপেনে প্রথম রাউন্ডে ছিটকে গেলেন সিন্ধু, সাইনা, প্রণীত - সাই প্রণীত

কোরিয়া ওপেনে প্রথম রাউন্ডে ছিটকে গেলেন সিন্ধু, সাইনা, প্রণীতরা ৷ এগোলেন একমাত্র পারুপল্লি কাশ্যপ ৷

সিন্ধু
author img

By

Published : Sep 26, 2019, 4:34 AM IST

ইনচিয়োন, 26 সেপ্টেম্বর : কোরিয়া ওপেনে ভারতীয়দের জন্য দিনটা একেবারেই ভালো কাটল না ৷ প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন পি ভি সিন্ধু, সাইনা নেহওয়াল ও সাই প্রণীত ৷ প্রথম রাউন্ডের বাধা টপকেছেন একমাত্র পারুপল্লি কাশ্যপ ৷ চাইনিজ় তাইপের প্রতিপক্ষ লু চিয়া হুংকে 21-16, 21-16 ব্যবধানে হারান তিনি ৷

গত মাসেই বাসেলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সিন্ধু ৷ কিন্তু, তারপর থেকেই সার্কিটে খুব একটা ভালো সময় যাচ্ছে না হায়দরাবাদি কন্যার ৷ চিন ওপেনে দুর্দান্ত শুরু করেও দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন ৷ তারপর কোরিয়া ওপেনে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিলেন গোপীচাঁদের ছাত্রী ৷ ম্যাচের শুরুটাও বিশ্ব চ্যাম্পিয়নের মতোই করেন তিনি ৷ প্রথম গেমে অ্যামেরিকান প্রতিদ্বন্দ্বী বেইওয়ান জ়্যাংকে 21-7 ব্যবধানে উড়িয়ে দেন ৷ দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় ৷ 24-22 ব্যবধানে গেমটি জেতেন জ়্যাং ৷ তৃতীয় গেমে 15-21 ব্যবধানে হেরে কোরিয়া ওপেন থেকে অপ্রত্যাশিত বিদায় নেন সিন্ধু ৷

PV Sindhu
বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না সিন্ধু

প্রথম রাউন্ডে ছিটকে যাওয়ার তালিকায় রয়েছেন প্রণীত ও সাইনা ৷ দুজনেই চোটের কারণে ম্যাচ থেকে নাম তুলে নিতে বাধ্য হন ৷ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতা সাইনা দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন ৷ নিজের সেরা ফর্মের ধারেকাছেও নেই তিনি ৷ গতকাল দক্ষিণ কোরিয়া কিম গা ইউনের বিরুদ্ধে অবশ্য ভালোই শুরু করেন ৷ 21-19 ব্যবধানে প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেম হাতছাড়া হয় সাইনার ৷ তৃতীয় গেমে 1-8 ব্যবধানে পিছিয়ে থাকার সময় খেলা ছাড়তে বাধ্য হন সাইনা ৷ চোটের শিকার হন সদ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জয়ী প্রণীতও ৷ পঞ্চম বাছাই আন্দ্রেস অ্যানটনসনের সামনে প্রথমে গেমে দাঁড়াতেই পারেননি তিনি ৷ 9-21 ব্যবধানে হারেন ৷ দ্বিতীম গেমে 7-11 ব্যবধানে পিছিয়ে থাকার সময় চোটের জন্য নাম তুলে নেন প্রণীত ৷

Saina Nehwal
দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন সাইনা

ইনচিয়োন, 26 সেপ্টেম্বর : কোরিয়া ওপেনে ভারতীয়দের জন্য দিনটা একেবারেই ভালো কাটল না ৷ প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন পি ভি সিন্ধু, সাইনা নেহওয়াল ও সাই প্রণীত ৷ প্রথম রাউন্ডের বাধা টপকেছেন একমাত্র পারুপল্লি কাশ্যপ ৷ চাইনিজ় তাইপের প্রতিপক্ষ লু চিয়া হুংকে 21-16, 21-16 ব্যবধানে হারান তিনি ৷

গত মাসেই বাসেলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সিন্ধু ৷ কিন্তু, তারপর থেকেই সার্কিটে খুব একটা ভালো সময় যাচ্ছে না হায়দরাবাদি কন্যার ৷ চিন ওপেনে দুর্দান্ত শুরু করেও দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন ৷ তারপর কোরিয়া ওপেনে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিলেন গোপীচাঁদের ছাত্রী ৷ ম্যাচের শুরুটাও বিশ্ব চ্যাম্পিয়নের মতোই করেন তিনি ৷ প্রথম গেমে অ্যামেরিকান প্রতিদ্বন্দ্বী বেইওয়ান জ়্যাংকে 21-7 ব্যবধানে উড়িয়ে দেন ৷ দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় ৷ 24-22 ব্যবধানে গেমটি জেতেন জ়্যাং ৷ তৃতীয় গেমে 15-21 ব্যবধানে হেরে কোরিয়া ওপেন থেকে অপ্রত্যাশিত বিদায় নেন সিন্ধু ৷

PV Sindhu
বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না সিন্ধু

প্রথম রাউন্ডে ছিটকে যাওয়ার তালিকায় রয়েছেন প্রণীত ও সাইনা ৷ দুজনেই চোটের কারণে ম্যাচ থেকে নাম তুলে নিতে বাধ্য হন ৷ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতা সাইনা দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন ৷ নিজের সেরা ফর্মের ধারেকাছেও নেই তিনি ৷ গতকাল দক্ষিণ কোরিয়া কিম গা ইউনের বিরুদ্ধে অবশ্য ভালোই শুরু করেন ৷ 21-19 ব্যবধানে প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেম হাতছাড়া হয় সাইনার ৷ তৃতীয় গেমে 1-8 ব্যবধানে পিছিয়ে থাকার সময় খেলা ছাড়তে বাধ্য হন সাইনা ৷ চোটের শিকার হন সদ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জয়ী প্রণীতও ৷ পঞ্চম বাছাই আন্দ্রেস অ্যানটনসনের সামনে প্রথমে গেমে দাঁড়াতেই পারেননি তিনি ৷ 9-21 ব্যবধানে হারেন ৷ দ্বিতীম গেমে 7-11 ব্যবধানে পিছিয়ে থাকার সময় চোটের জন্য নাম তুলে নেন প্রণীত ৷

Saina Nehwal
দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন সাইনা
New York (USA), Sep 26 (ANI): Prime Minister Narendra Modi on September 25 met with top American CEOs in New York to bolster ties with businesses and attract investment in India. While speaking to ANI, Chairman of US-India Strategic Partnership Forum and Former CEO CISCO, John Chambers, said, "I love your PM. He obviously understands the direction. He has put in place innovation ideas. Each of the CEOs came away with a stronger view not just to invest but how to innovate in India. Meanwhile, President of US-India Business Council, Nisha D Biswal, said, "CEOs and Prime Minister talked about opportunities that India represents but also some of the challenges. He was commended for bank consolidation, corporate tax rates and how continuation of such reforms can impact positively on India's growth."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.