নয়াদিল্লি, 15 জুন : মাত্র 36 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন তারকা মার্কিস কিডো ৷ সোমবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন ৷
2008 বেজিং অলিম্পিক্সে ডবলসে হেনরা সেতিওয়ানকে সঙ্গী করে সোনা জেতেন কিডো ৷ এছাড়া কোয়ালালামপুরে 2007 সালে পুরুষদের ডবলস বিভাগে খেতাব জেতেন এই জুটি ৷ কিডো ও সেতিওয়ান পুরুষদের ডবলসে বেশ কয়েক বছর নিজেদের ক্যারিশ্মা দেখান ৷ 2010 সালের এশিয়ান গেমসে সোনা জেতেন ৷
আরও পড়ুন : EURO 2020: সুযোগ মিসের খেসারত, সুইডেনের বিরুদ্ধে গোল শূন্য ড্র স্পেনের
2018 সাল পর্যন্ত প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগেও খেলেছিলেন কিডো ৷ 2016 সালে হায়দরাবাদ ফ্রাঞ্চাইজির সঙ্গে ভারতীয় ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টার সঙ্গে জুটি বেঁধেও খেলেন তিনি ৷ মার্কিস কিডোর মৃত্যু খবর পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন জোয়ালা ৷