ETV Bharat / sitara

সত্যিই কি দাঁড়ি পড়বে 'রাণী রাসমণি' ও 'নেতাজি' ধারাবাহিকে ? - Bengali Serial Rani Rashmoni and Netaji stopped

সংশয়ে 'নেতাজি' আর 'করুণাময়ী রাণী রাসমণি'-র ভবিষ্যৎ ।

Bengalis serial Rani Rashmoni and Netaji future
Bengalis serial Rani Rashmoni and Netaji future
author img

By

Published : May 25, 2020, 11:37 PM IST

কলকাতা :'নেতাজি' ও 'করুণাময়ী রাণী রাসমণি' সাম্প্রতিককালের দুটি খুব জনপ্রিয় ধারাবাহিক । তাদের TRP-ও আকাশ ছোঁয়া । এই লকডাউনে একটি বিশেষ চ্যানেলের 4 টি ধারাবাহিক বন্ধ হয়ে যাবে । এই পরিস্থিতিতে 'নেতাজি', 'রাণী রাসমণি'-কে নিয়েও নাকি দেখা দিচ্ছে সংশয় । কিন্তু তা কতটা সত্যি ? ধারাবাহিক দুটির ভবিষ্যৎ নিয়ে রিসার্চার শিবাশিস ব্যানার্জি কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে । নাম প্রকাশে এক ব্যক্তিও এই নিয়ে খোলাখুলি কথা বললেন আমাদের সঙ্গে ।


শিবাশিস আমাদের বলেন, "আমাকে চ্যানেল এখনও পর্যন্ত কোনও অফিসিয়ালি কিছু জানায়নি ।"

Bengalis serial Rani Rashmoni and Netaji future
ছবি সৌজন্যে সোশাল মিডিয়া

এদিকে সূত্রের খবর, প্রথম থেকেই ঠিক ছিল 'নেতাজি' শিশির বোসের সঙ্গে বেরিয়ে যাবেন এলগিন রোডের বাড়ি থেকে, আর সেখানেই শেষ হবে ধারাবাহিক । এই লকডাউনের সময়টায় সেটা সম্প্রচারিত হওয়ার কথা ছিল । বাংলা ধারাবাহিকের যে বাজেট, 'নেতাজি' ধানবাদ গোমো হয়ে পেশোয়ার যাচ্ছেন, সেখান থেকে আফগানিস্তান পার হচ্ছেন, টার্কি যাচ্ছেন, জাহাজে যাচ্ছেন বার্লিন, তারপরই অতবড় ইউরোপ অধ্যায় ও মিটিং, সেখান থেকে সাবমেরিনে করে জাপান, তারপর যুদ্ধ, এটা বাংলা ধারাবাহিকের বাজেটে হয় না ।

সেটা যদি গ্রাফিক্সের সাহায্যেও করা হয়, প্রতি এপিসোডের মিনিমাম বাজেট 8-10 লাখ টাকা হত । তাই প্রথম থেকেই ঠিক করে রাখা ছিল যে, নেতাজি ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন, বুঝলেন যে রাজনৈতিকভাবে মাইনরিটি । আর তখন উনি এই প্রজা বিদ্রোহের চেষ্টা করলেন এবং ভারত ছেড়ে বেরিয়ে গেলেন । এখানেই শেষ হওয়ার কথা 'নেতাজি'-র । জানালেন সেই ব্যক্তি ।

সেই হিসেবে দুই আড়াই মাসের গল্প বাকি ছিল । সাধারণ সিরিয়ালের বাজেটে কংগ্রেসের বড় চ্যাপ্টেরগুলো শুট করা খুব মুশকিল । কোরোনার পর মুহূর্তে 'নেতাজি'-র মতো সিরিয়াল শুটিং করা সম্ভব নয়। স্ক্রিনে প্রচুর চরিত্রের উপস্থিতি প্রয়োজন । তাই ধারাবাহিকের ভবিষ্যৎ এখনই খুব একটা জানা যাচ্ছে না ।

Bengalis serial Rani Rashmoni and Netaji future
ছবি সৌজন্যে সোশাল মিডিয়া
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি আরও বললেন, "রাণী রাসমণি-র ক্ষেত্রে কী হবে কেউ কিছু বলতে পারছে না ।"

কলকাতা :'নেতাজি' ও 'করুণাময়ী রাণী রাসমণি' সাম্প্রতিককালের দুটি খুব জনপ্রিয় ধারাবাহিক । তাদের TRP-ও আকাশ ছোঁয়া । এই লকডাউনে একটি বিশেষ চ্যানেলের 4 টি ধারাবাহিক বন্ধ হয়ে যাবে । এই পরিস্থিতিতে 'নেতাজি', 'রাণী রাসমণি'-কে নিয়েও নাকি দেখা দিচ্ছে সংশয় । কিন্তু তা কতটা সত্যি ? ধারাবাহিক দুটির ভবিষ্যৎ নিয়ে রিসার্চার শিবাশিস ব্যানার্জি কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে । নাম প্রকাশে এক ব্যক্তিও এই নিয়ে খোলাখুলি কথা বললেন আমাদের সঙ্গে ।


শিবাশিস আমাদের বলেন, "আমাকে চ্যানেল এখনও পর্যন্ত কোনও অফিসিয়ালি কিছু জানায়নি ।"

Bengalis serial Rani Rashmoni and Netaji future
ছবি সৌজন্যে সোশাল মিডিয়া

এদিকে সূত্রের খবর, প্রথম থেকেই ঠিক ছিল 'নেতাজি' শিশির বোসের সঙ্গে বেরিয়ে যাবেন এলগিন রোডের বাড়ি থেকে, আর সেখানেই শেষ হবে ধারাবাহিক । এই লকডাউনের সময়টায় সেটা সম্প্রচারিত হওয়ার কথা ছিল । বাংলা ধারাবাহিকের যে বাজেট, 'নেতাজি' ধানবাদ গোমো হয়ে পেশোয়ার যাচ্ছেন, সেখান থেকে আফগানিস্তান পার হচ্ছেন, টার্কি যাচ্ছেন, জাহাজে যাচ্ছেন বার্লিন, তারপরই অতবড় ইউরোপ অধ্যায় ও মিটিং, সেখান থেকে সাবমেরিনে করে জাপান, তারপর যুদ্ধ, এটা বাংলা ধারাবাহিকের বাজেটে হয় না ।

সেটা যদি গ্রাফিক্সের সাহায্যেও করা হয়, প্রতি এপিসোডের মিনিমাম বাজেট 8-10 লাখ টাকা হত । তাই প্রথম থেকেই ঠিক করে রাখা ছিল যে, নেতাজি ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন, বুঝলেন যে রাজনৈতিকভাবে মাইনরিটি । আর তখন উনি এই প্রজা বিদ্রোহের চেষ্টা করলেন এবং ভারত ছেড়ে বেরিয়ে গেলেন । এখানেই শেষ হওয়ার কথা 'নেতাজি'-র । জানালেন সেই ব্যক্তি ।

সেই হিসেবে দুই আড়াই মাসের গল্প বাকি ছিল । সাধারণ সিরিয়ালের বাজেটে কংগ্রেসের বড় চ্যাপ্টেরগুলো শুট করা খুব মুশকিল । কোরোনার পর মুহূর্তে 'নেতাজি'-র মতো সিরিয়াল শুটিং করা সম্ভব নয়। স্ক্রিনে প্রচুর চরিত্রের উপস্থিতি প্রয়োজন । তাই ধারাবাহিকের ভবিষ্যৎ এখনই খুব একটা জানা যাচ্ছে না ।

Bengalis serial Rani Rashmoni and Netaji future
ছবি সৌজন্যে সোশাল মিডিয়া
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি আরও বললেন, "রাণী রাসমণি-র ক্ষেত্রে কী হবে কেউ কিছু বলতে পারছে না ।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.