ETV Bharat / sitara

সৌরভের বিপরীতে অভিনয়, 'ফ্যানগার্ল' মোমেন্ট গুলশনারার ! - sourav ganguly latest news, sourav ganguly with gulshanara khatun

একটি বিজ্ঞাপনের শুটিংয়ে মহারাজের বিপরীতে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করে এলেন থিয়েটার ও টিভি আর্টিস্ট গুলশনারা খাতুন । এমন অভিজ্ঞতা যে হবে, কোনওদিন ভাবেননি গুলশনারা ।

sourav ganguly latest news, sourav ganguly with gulshanara khatun
sourav ganguly latest news, sourav ganguly with gulshanara khatun
author img

By

Published : Oct 8, 2020, 6:51 PM IST

কলকাতা : 'চুনিপান্না' ধারাবাহিকের অপ্সরা হঠাৎ করেই সৌরভ গাঙ্গুলির নায়িকা হয়ে উঠলেন । সেখানে সৌরভের স্ত্রীর ভূমিকায় অভিনেত্রী গুলশনারা খাতুন । এটা যেন তাঁর কাছে স্বপ্নের মতো । জানালেন ETV ভারত সিতারাকে ।


মাঠে হোক কিংবা ক্যামেরার সামনে, দাদা সব জায়গাতেই স্মার্ট, সব ভূমিকাতেই মানানসই । একটি বিজ্ঞাপনের শুটিংয়ে মহারাজের বিপরীতে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করে এলেন থিয়েটার ও টিভি আর্টিস্ট গুলশনারা খাতুন । এই গোটা বিষয়টা নিয়ে ঘোর এখনও কাটাতে পারেননি গুলশন ।

sourav ganguly latest news, sourav ganguly with gulshanara khatun
গুলশনারা
বললেন, "আমার ছোটোবেলায় ক্রাশ দাদা । অনেক মেয়ের মতো তিনি আমার মনেও রাজ করেছেন । সেই দাদার সঙ্গে স্ক্রিন শেয়ার, কল্পনারও অতীত । এখনও গায়ে কাঁটা দিচ্ছে ।"সেটে সৌরভ কেমন, তার একটা বিবরণ দিলেন গুলশনারা । বললেন, সৌরভ গাঙ্গুলি খুব জেন্টলম্যান, খুব ভালো ব্যবহার । খুব পেশাদার ও ক্যামেরার ব্যাপারে খুব ওয়াকিবহাল । খুঁটিনাটি সবটাই নাকি জানেন বাংলার 'মহারাজ'!

কলকাতা : 'চুনিপান্না' ধারাবাহিকের অপ্সরা হঠাৎ করেই সৌরভ গাঙ্গুলির নায়িকা হয়ে উঠলেন । সেখানে সৌরভের স্ত্রীর ভূমিকায় অভিনেত্রী গুলশনারা খাতুন । এটা যেন তাঁর কাছে স্বপ্নের মতো । জানালেন ETV ভারত সিতারাকে ।


মাঠে হোক কিংবা ক্যামেরার সামনে, দাদা সব জায়গাতেই স্মার্ট, সব ভূমিকাতেই মানানসই । একটি বিজ্ঞাপনের শুটিংয়ে মহারাজের বিপরীতে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করে এলেন থিয়েটার ও টিভি আর্টিস্ট গুলশনারা খাতুন । এই গোটা বিষয়টা নিয়ে ঘোর এখনও কাটাতে পারেননি গুলশন ।

sourav ganguly latest news, sourav ganguly with gulshanara khatun
গুলশনারা
বললেন, "আমার ছোটোবেলায় ক্রাশ দাদা । অনেক মেয়ের মতো তিনি আমার মনেও রাজ করেছেন । সেই দাদার সঙ্গে স্ক্রিন শেয়ার, কল্পনারও অতীত । এখনও গায়ে কাঁটা দিচ্ছে ।"সেটে সৌরভ কেমন, তার একটা বিবরণ দিলেন গুলশনারা । বললেন, সৌরভ গাঙ্গুলি খুব জেন্টলম্যান, খুব ভালো ব্যবহার । খুব পেশাদার ও ক্যামেরার ব্যাপারে খুব ওয়াকিবহাল । খুঁটিনাটি সবটাই নাকি জানেন বাংলার 'মহারাজ'!
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.