কলকাতা : নিয়মিত শুটিংয়ে যাচ্ছেন লিলি চক্রবর্তী । কোরোনার দাপট দেখে বলেছিলেন কিছুদিন শুটিং ফ্লোরে যাবেন না । কিন্তু বাড়িতে বসে থাকার বিষয়টি আর ভালো লাগছিল না তাঁর । তাই শুটিং ফ্লোরে যাচ্ছেন, কাজ করছেন টানা 7-8 ঘণ্টা । ধারাবাহিকের নামে 'বৃদ্ধাশ্রম ২' । ফের যশোদা সিংহের চরিত্রে দেখা যাবে লিলি চক্রবর্তীকে ।
দেবীদাস ভট্টাচার্যের পরিচালনায় একটি চ্যানেলে সম্প্রচারিত হত 'বৃদ্ধাশ্রম' ধারাবাহিকটি । সেটি জনপ্রিয় হয় বলেই আসছে সিকুয়েল, অর্থাৎ 'বৃদ্ধাশ্রম ২' আসছে । আগেরটিতে হিরোইনের বিয়ে হয়ে বাইরে চলে গেছে সে । সিকুয়েলে যশোদা, অর্থাৎ লিলিই প্রধান চরিত্র । শুটিং থেকে বাড়ি ফেরার পথে লিলির সঙ্গে কথা বললে ETV ভারত সিতারা ।
লিলিদি আমাদের বলেন, "শুটিং করে কাজে ফিরে খুব ভালো লাগছে । আসলে এই ধরনের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে । আমাকে শুটিং ফ্লোরে খুবই যত্নে রাখা হচ্ছে ।"
সকাল 9 টার সময় প্রোডাকশন থেকে গাড়ি পাঠানো হয় লিলিদিকে । রোজ দমদম থেকে গড়িয়া আসেন শুটিং করতে । দিনে 8-9টা শট দেন অশীতিপর অভিনেত্রী । বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায় । কোনও কোনও দিন আগেও ছেড়ে দেওয়া হয় তাঁকে ।
তবে কাজের চাপ খুব। বললেন, "খুব চাপ চলছে আমাদের । লকডাউনের দিন কাজ বন্ধ থাকে । তাই রবিবারগুলো কাজ হয় চুটিয়ে । কাল রবিবার, বলেছিলাম আসব না । ওরা বলল, লিলিদি তোমাকে ছাড়া হবে না ।" অগত্যা ! ছুটির দিনেও শুটিং ফ্লোরে পাওয়া যাবে অভিনেত্রীকে ।
ভালো থাকুন লিলি চক্রবর্তী, কামনা করে ETV ভারত সিতারা ।