ETV Bharat / sitara

কন্যাশ্রীর থিমে আন্তর্জাতিক শিশু নাট্যোৎসব, গর্বিত মদন মিত্র - থিয়েটার ফেস্টিভালে মদন মিত্র

কলকাতায় আয়োজিত হচ্ছে ইন্টারন্যাশনাল চিলড্রেন থিয়েটার ফেস্টিভাল। আর এই বছর ফেস্টিভালের থিম 'কন্যাশ্রী'। মধ্য কলকাতার প্রেসক্লাবে এই বিষয়ক একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মদন মিত্র, সুপরিচিত নাট্যব্যক্তিত্ব গৌতম হালদার। ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন তাঁরা।

Madan Mitra in Theatre festival
author img

By

Published : Nov 19, 2019, 4:29 PM IST

কলকাতা : ডিসেম্বর মাসের 10 থেকে 13 তারিখ অবধি চলবে এই থিয়েটার ফেস্টিভাল। এই বছর ফেস্টিভালে 10 টি দেশ অংশগ্রহণ করেছে। এই প্রথমবার আমাদের দেশের কোনও নাট্যোৎসবে অংশগ্রহণ করছে প্যালেস্টাইন। এছাড়াও রয়েছে রাশিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, পোল্যান্ডের মতো দেশ। সবকিছু নিয়ে এক বেশ বড় মাপের উৎসবের আয়োজন হয়েছে এই বছর।

Madan Mitra in Theatre festival
বক্তৃতা দেওয়াকালীন

এই প্রসঙ্গে মদন মিত্র বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কন্যাশ্রী প্রকল্প তৈরি করেছেন, সেই প্রকল্পের মূল থিম ছিল বাচ্চারা। আর এই কন্যাশ্রীকে সামনে রেখেই আমাদের এই দ্বিতীয় কলকাতা ড্রামা ফেস্টিভাল। এই ফেস্টিভালে আমি ব্যক্তিগত ভাবে থাকব, সঙ্গে নাট্য প্রতিযোগীরা থাকবে।"

Madan Mitra in Theatre festival
মদন মিত্র ও গৌতম হালদার

অন্যদিকে গৌতম হালদার বললেন, "এই সংস্থার কর্ণধার তাপস আমার অনেকদিনের বন্ধু। আমরা অনেকদিন একসঙ্গে 'নান্দীকার'-এ থিয়েটার করেছি। বাচ্চাদের নিয়ে থিয়েটার করার যে সিরিয়াসনেস তাপসের রয়েছে, সেই কারণেই ওঁর সঙ্গে আমার সম্পর্ক। আর এটা শুধু মুখের কথা নয়, এটা আমি নিজে দেখেছি।" ফেস্টিভালকে শুভেচ্ছা জানালেন গৌতম হালদার।

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো

কলকাতা : ডিসেম্বর মাসের 10 থেকে 13 তারিখ অবধি চলবে এই থিয়েটার ফেস্টিভাল। এই বছর ফেস্টিভালে 10 টি দেশ অংশগ্রহণ করেছে। এই প্রথমবার আমাদের দেশের কোনও নাট্যোৎসবে অংশগ্রহণ করছে প্যালেস্টাইন। এছাড়াও রয়েছে রাশিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, পোল্যান্ডের মতো দেশ। সবকিছু নিয়ে এক বেশ বড় মাপের উৎসবের আয়োজন হয়েছে এই বছর।

Madan Mitra in Theatre festival
বক্তৃতা দেওয়াকালীন

এই প্রসঙ্গে মদন মিত্র বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কন্যাশ্রী প্রকল্প তৈরি করেছেন, সেই প্রকল্পের মূল থিম ছিল বাচ্চারা। আর এই কন্যাশ্রীকে সামনে রেখেই আমাদের এই দ্বিতীয় কলকাতা ড্রামা ফেস্টিভাল। এই ফেস্টিভালে আমি ব্যক্তিগত ভাবে থাকব, সঙ্গে নাট্য প্রতিযোগীরা থাকবে।"

Madan Mitra in Theatre festival
মদন মিত্র ও গৌতম হালদার

অন্যদিকে গৌতম হালদার বললেন, "এই সংস্থার কর্ণধার তাপস আমার অনেকদিনের বন্ধু। আমরা অনেকদিন একসঙ্গে 'নান্দীকার'-এ থিয়েটার করেছি। বাচ্চাদের নিয়ে থিয়েটার করার যে সিরিয়াসনেস তাপসের রয়েছে, সেই কারণেই ওঁর সঙ্গে আমার সম্পর্ক। আর এটা শুধু মুখের কথা নয়, এটা আমি নিজে দেখেছি।" ফেস্টিভালকে শুভেচ্ছা জানালেন গৌতম হালদার।

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো
Intro:ডিসেম্বর মাসের ১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত কলকাতায় আয়োজিত হতে চলেছে ইন্টার্নেশনাল চিল্ডরেনস থিয়েটার ফ্যাস্টিভ্যাল। এবছর ১০টি দেশ অংশগ্রহণ করছে। গতবছর থেকে শুরু হয়েছে ছোটোদের এই আন্তর্জাতিক থিয়েটার ফ্যাস্টিভ্যাল। সেবার থিম ছিল 'সেভ ড্রাইভ, সেভ লাইফ'। এবার ফেস্টিভ্যালের থিম 'কন্যাশ্রী'। আজ মধ্য কলকাতার প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ফেস্টিভ্যালের প্রেসিডেন্ট মদন মিত্র। উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব গৌতম হালদার। ছোটোদের এই আন্তর্জাতিক উৎসব সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বলেন তাঁরা। ।


Body: উৎসবের অন্যতম উদ্যোক্তা কলকাতার 'এসো নাটক শিখি', যার কর্ণধার অনেকদিনের বন্ধু নাট্যব্যক্তিত্ব গৌতম হালদার। গৌতম হালদার আমাদের বলেন, "এই অর্গানাইজেশনের কর্ণধার তাপস আমার বন্ধুর মত। আমরা একসঙ্গে নান্দীকারের থিয়েটার করেছি অনেকদিন। তাপস সেখান থেকে বেরিয়ে নিজের দল করে। সে নিজে একজন শিক্ষক। তাপসের সঙ্গে যে সম্পর্কটা আমার তৈরি হয়, সেটা হচ্ছে ওঁর এই বাচ্চাদের নিয়ে থিয়েটার করার সিরিয়াসনেসের জন্য। সেটা কিন্তু ওঁ কনসিসট্যান্টলি করেই আসছে। এটা আমি শুধু মুখের কথা বলছি না। আমি দেখেছি। ওঁর ওখানে আমি রবিবার করে ওয়ার্কশপ করাতে চাই। সেখানে গিয়ে দেখেছি যে, অনেক বাচ্চাদের বাবা-মায়েরা তাদের সঙ্গে করে নিয়ে আসেন। তারা প্রায় ৬০-৭০ জনেরও বেশি হয়ে যায়। ঘরে প্রায় ধরে না, এত বাচ্চা। তারা অত্যন্ত আনন্দের সঙ্গে থিয়েটার শেখে। এডুকেশন ফর জয়, সেরকম কাজকর্ম ওখানে হয়। সেটা আমাকে খুব ইন্সপায়ার করে। আমি চাই, 'এসো নাটক শিখি'র উদ্যোগ এই ফেস্টিভাল, সেটা যেন খুব ভালোভাবে হয়।"


Conclusion:মদন মিত্র আমাদের বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় 'কন্যাশ্রী' অ্যাওয়ার্ডটা সারা পৃথিবী থেকে নিয়ে এসেছেন। সেই অ্যাওয়ার্ডের মূল থিম ছিল বাচ্চারা। যেখানে বাচ্চাদের জোর করে বিয়ে দেওয়া হয়, জবরদস্তি মাইনর এজে চাপিয়ে দেওয়া হয়, বুড়ো লোকেদের সঙ্গে বাচ্চাদের বিয়ে দেওয়া হয়, এগুলোর বিরুদ্ধে। এই 'কন্যাশ্রী'কে সামনে রেখেই দ্বিতীয় কলকাতা ড্রামা ফেস্টিভাল করছি। ১০ থেকে ১৩ ডিসেম্বর ফেস্টিভাল। মূল ভাবনা হচ্ছে 'কন্যাশ্রী'। এই চিন্তাধারার মধ্যে দিয়ে আমি ব্যক্তিগতভাবেও থাকব। নাট্য প্রতিযোগিতা থাকবে। নাট্য সেলিব্রিটিরা থাকবেন। সবথেকে বড় কথা, ১০টি দেশ থাকবে, যার মধ্যে প্যালেস্টাইন আমাদের দেশে এর আগে কখনও নাট্য উৎসব করেনি। প্যালেস্টাইন, রাশিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, পোল্যান্ড, ইরান, এরা সবাই থাকবে। আনন্দের বিষয়, এদের সবাইকেই বলা হয়েছে, যে যাই নাটক করুন না কেন, আমাদের থিম ভাবনা হবে 'কন্যাশ্রী'। এটাই আমাদের গর্ব যে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা নিয়ে আজকের আন্তর্জাতিক নাট্যোৎসব হতে চলেছে এবং আমরা এই ফেস্টিভেলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উৎসর্গ করেছি। এই ফেস্টিভ্যালে কোনও প্রবেশমূল্য নেই, আগে এলে আগে পাবে ভিত্তিতে। অনেক স্কুল, কলকাতার 'এসো নাটক শিখি' এবং দেশপ্রেমিক ক্লাব সঙ্গতি মিলে করছি। আগের বছরেও আমরা এই উৎসব করেছিলাম। সেবার শর্মিলা ঠাকুর ছিলেন। গতবারের থিম ছিল 'সেভ ড্রাইভ, সেভ লাইফ'।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.