কলকাতা : ডিসেম্বর মাসের 10 থেকে 13 তারিখ অবধি চলবে এই থিয়েটার ফেস্টিভাল। এই বছর ফেস্টিভালে 10 টি দেশ অংশগ্রহণ করেছে। এই প্রথমবার আমাদের দেশের কোনও নাট্যোৎসবে অংশগ্রহণ করছে প্যালেস্টাইন। এছাড়াও রয়েছে রাশিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, পোল্যান্ডের মতো দেশ। সবকিছু নিয়ে এক বেশ বড় মাপের উৎসবের আয়োজন হয়েছে এই বছর।
এই প্রসঙ্গে মদন মিত্র বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কন্যাশ্রী প্রকল্প তৈরি করেছেন, সেই প্রকল্পের মূল থিম ছিল বাচ্চারা। আর এই কন্যাশ্রীকে সামনে রেখেই আমাদের এই দ্বিতীয় কলকাতা ড্রামা ফেস্টিভাল। এই ফেস্টিভালে আমি ব্যক্তিগত ভাবে থাকব, সঙ্গে নাট্য প্রতিযোগীরা থাকবে।"
অন্যদিকে গৌতম হালদার বললেন, "এই সংস্থার কর্ণধার তাপস আমার অনেকদিনের বন্ধু। আমরা অনেকদিন একসঙ্গে 'নান্দীকার'-এ থিয়েটার করেছি। বাচ্চাদের নিয়ে থিয়েটার করার যে সিরিয়াসনেস তাপসের রয়েছে, সেই কারণেই ওঁর সঙ্গে আমার সম্পর্ক। আর এটা শুধু মুখের কথা নয়, এটা আমি নিজে দেখেছি।" ফেস্টিভালকে শুভেচ্ছা জানালেন গৌতম হালদার।
দেখে নিন ভিডিয়ো...