ETV Bharat / sitara

'নেতাজি' খ্যাত অভিষেক বোসের প্রেমিকা কে ? - অভিষেক আর দিয়ার প্রেম

অভিনেতা অভিষেক বোস নাকি একটি সম্পর্কে রয়েছেন । প্রেমিকাও আবার একজন অভিনেত্রী । কে বলুন তো ?

abhishek and diya off screen romance
abhishek and diya off screen romance
author img

By

Published : Oct 8, 2020, 6:23 PM IST

কলকাতা : অভিষেকের প্রেমিকা আর কেউ নন, তাঁর দীর্ঘদিনের সহকর্মী দিয়া মুখোপাধ্যায় । একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেম দিয়া ও অভিষেকের । ধারাবাহিক 'সীমারেখা'-তে দিয়া ও অভিষেক একসঙ্গে কাজ করেছিলেন স্বামী-স্ত্রীর চরিত্রে । সেখান থেকেই মন দেওয়া-নেওয়ার শুরু ।


পরবর্তীকালে 'নেতাজি' ধারাবাহিকেও একসঙ্গে কাজ করেছেন এই লাভ বার্ডস । সেখানে দিয়া ছিল অভিষেকের লাভ ইন্টারেস্ট, যাকে পরবর্তীকালে বিয়ে করতে পারেননি নেতাজি । এঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রি বরাবরই ভালো লেগেছে দর্শকের । কিন্তু কেউ কি জানত এঁদের অফ-স্ক্রিন রোমান্সের কথা ?

abhishek and diya off screen romance
দিয়ার সঙ্গে..

ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যেত তাঁদের সম্পর্কের কথা । একসঙ্গে বেশ কয়েক জায়গায় দেখাও গেছে তাঁদের । কখনও কোনও পার্টিতে, তো কখনও যুগল হিসেবে নিমন্ত্রণ রক্ষা করতেও গেছেন দুজনে ।

আজ অভিষেকের জন্মদিন । আর তাই সোশাল মিডিয়াতে নিজের আবেগ প্রকাশ করেছেন দিয়া । প্রকাশ্যে এনেছেন সম্পর্কের কথা । সেখানে চিরজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার করেছেন অভিনেত্রী । চিরস্থায়ী হোক তাঁদের প্রেম ।

কলকাতা : অভিষেকের প্রেমিকা আর কেউ নন, তাঁর দীর্ঘদিনের সহকর্মী দিয়া মুখোপাধ্যায় । একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেম দিয়া ও অভিষেকের । ধারাবাহিক 'সীমারেখা'-তে দিয়া ও অভিষেক একসঙ্গে কাজ করেছিলেন স্বামী-স্ত্রীর চরিত্রে । সেখান থেকেই মন দেওয়া-নেওয়ার শুরু ।


পরবর্তীকালে 'নেতাজি' ধারাবাহিকেও একসঙ্গে কাজ করেছেন এই লাভ বার্ডস । সেখানে দিয়া ছিল অভিষেকের লাভ ইন্টারেস্ট, যাকে পরবর্তীকালে বিয়ে করতে পারেননি নেতাজি । এঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রি বরাবরই ভালো লেগেছে দর্শকের । কিন্তু কেউ কি জানত এঁদের অফ-স্ক্রিন রোমান্সের কথা ?

abhishek and diya off screen romance
দিয়ার সঙ্গে..

ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যেত তাঁদের সম্পর্কের কথা । একসঙ্গে বেশ কয়েক জায়গায় দেখাও গেছে তাঁদের । কখনও কোনও পার্টিতে, তো কখনও যুগল হিসেবে নিমন্ত্রণ রক্ষা করতেও গেছেন দুজনে ।

আজ অভিষেকের জন্মদিন । আর তাই সোশাল মিডিয়াতে নিজের আবেগ প্রকাশ করেছেন দিয়া । প্রকাশ্যে এনেছেন সম্পর্কের কথা । সেখানে চিরজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার করেছেন অভিনেত্রী । চিরস্থায়ী হোক তাঁদের প্রেম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.