ETV Bharat / sitara

বিজেপিতে যোগ দিতে চলেছে বাংলার 650টি নাট্যদল - বিজেপিতে থিয়েটার গ্রুপ

বিজেপি দলের এক সদস্য এমনটাই জানিয়েছেন ETV ভারতকে ।

Theatre groups in west bengal
Theatre groups in west bengal
author img

By

Published : Dec 4, 2020, 6:50 AM IST

কলকাতা : এক মস্ত বড় পরিবর্তন আসতে চলেছে বাংলার নাট্যজগতে । বিস্বস্ত সূত্রে খবর যে, বাংলার 650 টি নাট্যদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে যুক্ত হতে চলেছে ।

বিজেপি দলের এক সদস্য স্পষ্টভাবে ETV ভারতকে জানান, "বাংলার 650টি নাট্যদল বিজেপিতে যোগদান করছে । এখন তারই প্রস্তুতি চলছে ।"


অনেক আগেই সিরিয়াল ও সিনেমা জগতে রাজনৈতিক রঙ লেগেছে । শিল্পীরা তৃণমূল ও বিজেপি দলের মধ্যে ভাগ হয়ে গেছিলেন । এবার বাংলার নাট্যদলগুলোর পালা ।

Theatre groups in west bengal
.

সামনেই নির্বাচন । এই পরিস্তিতিতে বাংলার বুদ্ধিজীবী সমাজের এই সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে কতখানি প্রভাব ফেলবে এখন সেটাই দেখার ।

কলকাতা : এক মস্ত বড় পরিবর্তন আসতে চলেছে বাংলার নাট্যজগতে । বিস্বস্ত সূত্রে খবর যে, বাংলার 650 টি নাট্যদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে যুক্ত হতে চলেছে ।

বিজেপি দলের এক সদস্য স্পষ্টভাবে ETV ভারতকে জানান, "বাংলার 650টি নাট্যদল বিজেপিতে যোগদান করছে । এখন তারই প্রস্তুতি চলছে ।"


অনেক আগেই সিরিয়াল ও সিনেমা জগতে রাজনৈতিক রঙ লেগেছে । শিল্পীরা তৃণমূল ও বিজেপি দলের মধ্যে ভাগ হয়ে গেছিলেন । এবার বাংলার নাট্যদলগুলোর পালা ।

Theatre groups in west bengal
.

সামনেই নির্বাচন । এই পরিস্তিতিতে বাংলার বুদ্ধিজীবী সমাজের এই সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে কতখানি প্রভাব ফেলবে এখন সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.