- মধুসূদন মঞ্চ : আজ সন্ধ্যে ৬:৩০টায় মঞ্চস্থ হবে লোককৃষ্টি নাট্যদলের 'মিসফিট' নাটকটি। সেই নাটকে অভিনয় করেছেন বড় পরদা ও টেলি জগতের পরিচিত মুখ ফাল্গুনী চ্যাটার্জি, রুমকি চ্যাটার্জি, মোনালিসা চ্যাটার্জি, প্রমুখ। এঁরা তিনজনেই অভিনেতা আবির চ্যাটার্জির পরিবার। বাবা ফাল্গুনী, মা রুমকি এবং বোন মোনালিসা। নাটকটির নির্মাতা এবং নির্দেশনা ফাল্গুনী চ্যাটার্জির।
- শিশির মঞ্চ : নান্দীমুখ নাট্যদলের 'লন্ঠন সাহেবের বাংলো' নাটকটি আজ সন্ধ্যে ৬:৩০টার সময় মঞ্চস্থ হবে শিশির মঞ্চে। নাটকের কাহিনি সূত্র সুনীল গঙ্গোপাধ্যায়ের। নাটকটি লিখেছেন সৌনাভ বসু। নাটকটির নির্দেশনা করেছেন অশোক চট্টোপাধ্যায়। সম্পাদনা, পরিকল্পনা ও অভিনয়ে রয়েছেন অসিত বসু।
- তপন থিয়েটার : অনীকের বায়ো ড্রামা 'পিরানদেল্লো ও পাপেটিয়ার' আজ ফের একবার মঞ্চস্থ হবে সন্ধ্যে ৬:৩০টায়। নাটকটি এর আগেও মঞ্চে সাড়া ফেলেছিল কলকাতার বুকে। পিরানদেল্লো একজন ইতালীয় নাট্যকার, সাহিত্যিক, কবি এবং ছোটো গল্পকার।
- অ্যাকাডেমি অফ ফাইন আর্টস : নৈহাটি ব্রাত্যজনের প্রযোজনা 'দাদার কীর্তি' নাটকের আজ শো আছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। ছবির নাটকটি লিখেছেন দেবাশিস। নির্দেশনা করেছেন অরিত্র ব্যানার্জি। নাটকের মুখ্য উপদেষ্টা ব্রাত্য বসু এবং অন্ত্রপ্রণর পার্থ ভৌমিক।