ETV Bharat / sitara

আজ শহরে কোথায় কোন নাটক ?

শনিবার মানেই নাট্যপ্রেমী মানুষের কাছে একটা বিশেষ দিন। কারণ, এই দিনই তাঁরা যে করেই হোক বিকেলবেলা ফাঁকা রাখেন নাটক দেখার জন্য। আর শুধু তাঁদের জন্যই নাট্যজগৎ নাটক মঞ্চস্থ করে বিভিন্ন মঞ্চে। ঠিক যেমন আজ শহরের অনেকগুলি মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে বেশকিছু সাড়া জাগানো নাটক। খোঁজ নিল ETV ভারত সিতারা।

Kolkata Theatre
author img

By

Published : Sep 14, 2019, 5:48 PM IST

  • মধুসূদন মঞ্চ : আজ সন্ধ্যে ৬:৩০টায় মঞ্চস্থ হবে লোককৃষ্টি নাট্যদলের 'মিসফিট' নাটকটি। সেই নাটকে অভিনয় করেছেন বড় পরদা ও টেলি জগতের পরিচিত মুখ ফাল্গুনী চ্যাটার্জি, রুমকি চ্যাটার্জি, মোনালিসা চ্যাটার্জি, প্রমুখ। এঁরা তিনজনেই অভিনেতা আবির চ্যাটার্জির পরিবার। বাবা ফাল্গুনী, মা রুমকি এবং বোন মোনালিসা। নাটকটির নির্মাতা এবং নির্দেশনা ফাল্গুনী চ্যাটার্জির।
    Kolkata Theatre
    মধুসূদন মঞ্চের নাটক
  • শিশির মঞ্চ : নান্দীমুখ নাট্যদলের 'লন্ঠন সাহেবের বাংলো' নাটকটি আজ সন্ধ্যে ৬:৩০টার সময় মঞ্চস্থ হবে শিশির মঞ্চে। নাটকের কাহিনি সূত্র সুনীল গঙ্গোপাধ্যায়ের। নাটকটি লিখেছেন সৌনাভ বসু। নাটকটির নির্দেশনা করেছেন অশোক চট্টোপাধ্যায়। সম্পাদনা, পরিকল্পনা ও অভিনয়ে রয়েছেন অসিত বসু।
    Kolkata Theatre
    শিশির মঞ্চের নাটক
  • তপন থিয়েটার : অনীকের বায়ো ড্রামা 'পিরানদেল্লো ও পাপেটিয়ার' আজ ফের একবার মঞ্চস্থ হবে সন্ধ্যে ৬:৩০টায়। নাটকটি এর আগেও মঞ্চে সাড়া ফেলেছিল কলকাতার বুকে। পিরানদেল্লো একজন ইতালীয় নাট্যকার, সাহিত্যিক, কবি এবং ছোটো গল্পকার।
  • অ্যাকাডেমি অফ ফাইন আর্টস : নৈহাটি ব্রাত্যজনের প্রযোজনা 'দাদার কীর্তি' নাটকের আজ শো আছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। ছবির নাটকটি লিখেছেন দেবাশিস। নির্দেশনা করেছেন অরিত্র ব্যানার্জি। নাটকের মুখ্য উপদেষ্টা ব্রাত্য বসু এবং অন্ত্রপ্রণর পার্থ ভৌমিক।
    Kolkata Theatre
    অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

  • মধুসূদন মঞ্চ : আজ সন্ধ্যে ৬:৩০টায় মঞ্চস্থ হবে লোককৃষ্টি নাট্যদলের 'মিসফিট' নাটকটি। সেই নাটকে অভিনয় করেছেন বড় পরদা ও টেলি জগতের পরিচিত মুখ ফাল্গুনী চ্যাটার্জি, রুমকি চ্যাটার্জি, মোনালিসা চ্যাটার্জি, প্রমুখ। এঁরা তিনজনেই অভিনেতা আবির চ্যাটার্জির পরিবার। বাবা ফাল্গুনী, মা রুমকি এবং বোন মোনালিসা। নাটকটির নির্মাতা এবং নির্দেশনা ফাল্গুনী চ্যাটার্জির।
    Kolkata Theatre
    মধুসূদন মঞ্চের নাটক
  • শিশির মঞ্চ : নান্দীমুখ নাট্যদলের 'লন্ঠন সাহেবের বাংলো' নাটকটি আজ সন্ধ্যে ৬:৩০টার সময় মঞ্চস্থ হবে শিশির মঞ্চে। নাটকের কাহিনি সূত্র সুনীল গঙ্গোপাধ্যায়ের। নাটকটি লিখেছেন সৌনাভ বসু। নাটকটির নির্দেশনা করেছেন অশোক চট্টোপাধ্যায়। সম্পাদনা, পরিকল্পনা ও অভিনয়ে রয়েছেন অসিত বসু।
    Kolkata Theatre
    শিশির মঞ্চের নাটক
  • তপন থিয়েটার : অনীকের বায়ো ড্রামা 'পিরানদেল্লো ও পাপেটিয়ার' আজ ফের একবার মঞ্চস্থ হবে সন্ধ্যে ৬:৩০টায়। নাটকটি এর আগেও মঞ্চে সাড়া ফেলেছিল কলকাতার বুকে। পিরানদেল্লো একজন ইতালীয় নাট্যকার, সাহিত্যিক, কবি এবং ছোটো গল্পকার।
  • অ্যাকাডেমি অফ ফাইন আর্টস : নৈহাটি ব্রাত্যজনের প্রযোজনা 'দাদার কীর্তি' নাটকের আজ শো আছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। ছবির নাটকটি লিখেছেন দেবাশিস। নির্দেশনা করেছেন অরিত্র ব্যানার্জি। নাটকের মুখ্য উপদেষ্টা ব্রাত্য বসু এবং অন্ত্রপ্রণর পার্থ ভৌমিক।
    Kolkata Theatre
    অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Intro:শনিবার মানেই নাট্যপ্রেমী মানুষের কাছে একটা বিশেষ দিন। কেননা, এই দিনই তাঁরা যে করেই হোক বিকেলবেলা ফাঁকা রাখেন নাটক দেখার জন্য। আর শুধু তাদের জন্যই নাট্যজগৎ তাঁদের নাটক মঞ্চস্থ করে বিভিন্ন মঞ্চে। ঠিক যেমন আজ শহরের অনেকগুলি মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে বেশকিছু সাড়া জাগান নাটক। খোঁজ নিল ETV ভারত সিতারা।


Body:মধুসূদন মঞ্চ
আজ সন্ধ্যে ০৬:৩০টায় মঞ্চস্থ হবে লোককৃষ্টি নাট্যদলের 'মিসফিট' নাটকটি। সেই নাটকে অভিনয় করেছেন বড় পর্দা ও টেলি জগতের পরিচিত মুখ ফাল্গুনী চ্যাটার্জি, রুমকি চ্যাটার্জি, মোনালিসা চ্যাটার্জি, প্রমুখ। এরা তিনজনেই অভিনেতা আবির চ্যাটার্জির পরিবার। বাবা ফাল্গুনী, মা রুমকি এবং বোন মোনালিসা। নাটকটির নির্মাতা এবং নির্দেশনা ফাল্গুনী চ্যাটার্জির।

শিশির মঞ্চ
নান্দীমুখ নাট্যদলের 'লন্ঠন সাহেবের বাংলো' নাটকটি আজ সন্ধ্যে ৬:৩০টার সময় মঞ্চস্থ হবে শিশির মঞ্চে। নাটকের কাহিনি সূত্র সুনীল গঙ্গোপাধ্যায়। নাটকটি লিখেছেন সৌনাভ বসু। নাটকটির নির্দেশনা করেছেন অশোক চট্টোপাধ্যায়। সম্পাদনা, পরিকল্পনা ও অভিনয়ে রয়েছেন অসিত বসু।

তপন থিয়েটার
অনীকের বায়ো ড্রামা 'পিরানদেল্লো ও পাপেটিয়ার' আজ ফের একবার মঞ্চস্থ হবে সন্ধ্যে ০৬:৩০টায়। নাটকটি এর আগেও মঞ্চে সাড়া ফেলেছিল কলকাতার বুকে পিরানদেল্লো একজন ইতালীয় নাট্যকার, সাহিত্যিক, কবি এবং ছোটো গল্পের।










Conclusion:অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
নৈহাটি ব্রাত্যজনের প্রযোজনা 'দাদার কীর্তি' নাটকের আজ শো আছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। ছবির নাটকটি লিখেছেন দেবাশিস। পরিমার্জনা করেছেন সুদীপ সিংহ, নির্দেশনা করেছেন অরিত্র ব্যানার্জি। নাটকের মুখ্য উপদেষ্টা ব্রাত্য বসু এবং অন্ত্রপ্রণর পার্থ ভৌমিক।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.