ETV Bharat / sitara

বাংলার প্রথম রোবট নাটক, মঞ্চে এবার রুবি রায় ! - Bengali theatre in Kolkata

রাহুল দেব বর্মনের গাওয়া রুবি রায় গানটি শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল । প্রমিকের মনে ঝড় তোলে গানটি । সেই রুবি রায় এবার মঞ্চে । যদিও কেবল নামেই মিল । বাকিটা পুরোটাই আলাদা । নাটকের নাম 'পুনরায় রুবি রায়' ।

bengali theatre Punoray Ruby Roy
bengali theatre Punoray Ruby Roy
author img

By

Published : Feb 15, 2020, 7:56 PM IST

কলকাতা : 'লোককৃষ্টি' দলের নাটক 'পুনরায় রুবি রায়' । দলটির সদস্য আবির চট্টোপাধ্যায়ের বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায়, মা রুমকি চট্টোপাধ্যায় এবং বোন মোনালিসা চট্টোপাধ্যায় । সম্প্রতি মঞ্চস্থ হল 'লোককৃষ্টি'-র এই নবতম নাটক।

নাটক সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন রুমকি চট্টোপাধ্যায় । বললেন, "আমাদের নতুন নাটক, জিৎ সত্রাগ্নির লেখা 'পুনরায় রুবি রায়' । বাংলা রঙ্গমঞ্চে রোবটকে নিয়ে বোধহয় এটাই প্রথম নাটক । এটা একটা রোবো কমেডি । আমাদের স্টেজেই রোবট তৈরি হয়, আর রোবট এই নাটকের একটা মুখ্যচরিত্র।"

bengali theatre Punoray Ruby Roy
নাটকের দৃশ্য

তিনি আরও বলেন, "রোবট কীভাবে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে সে সম্পর্কটাকে ভালো করে, নাকি খারাপ করে, কতরকম ক্রাইসিস তৈরি হয়, সেটা নিয়েই গল্প । এই বক্তব্য়কে আমরা যে খুব গম্ভীরভাবে বলেছি, তা কিন্তু নয় । মজা করে হাসতে হাসতে বলেছি । মানুষকে আনন্দ দেওয়াই আমাদের নাটককের মূল উদ্দেশ্য এবং আমার ধারণা এই নাটকটি দেখলে মানুষ আনন্দ পাবে।"

'পুনরায় রুবি রায়'-এর পরিচালক ফাল্গুনী চট্টোপাধ্যায় । অভিনয় করেছেন রুমকি চট্টোপাধ্যায় এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মোনালিসা চট্টোপাধ্যায় । মোনালিসাকে এখন অনেকেই চেনেন, বাংলা রঙ্গমঞ্চের দাপুটে অভিনেত্রী তিনি । তিনি এই নাটকে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। একেবারে নতুন রূপে দেখা যাবে তাঁকেও। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন দলের সদস্যরা ।

শুনে নিন রুমকির বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো

কলকাতা : 'লোককৃষ্টি' দলের নাটক 'পুনরায় রুবি রায়' । দলটির সদস্য আবির চট্টোপাধ্যায়ের বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায়, মা রুমকি চট্টোপাধ্যায় এবং বোন মোনালিসা চট্টোপাধ্যায় । সম্প্রতি মঞ্চস্থ হল 'লোককৃষ্টি'-র এই নবতম নাটক।

নাটক সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন রুমকি চট্টোপাধ্যায় । বললেন, "আমাদের নতুন নাটক, জিৎ সত্রাগ্নির লেখা 'পুনরায় রুবি রায়' । বাংলা রঙ্গমঞ্চে রোবটকে নিয়ে বোধহয় এটাই প্রথম নাটক । এটা একটা রোবো কমেডি । আমাদের স্টেজেই রোবট তৈরি হয়, আর রোবট এই নাটকের একটা মুখ্যচরিত্র।"

bengali theatre Punoray Ruby Roy
নাটকের দৃশ্য

তিনি আরও বলেন, "রোবট কীভাবে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে সে সম্পর্কটাকে ভালো করে, নাকি খারাপ করে, কতরকম ক্রাইসিস তৈরি হয়, সেটা নিয়েই গল্প । এই বক্তব্য়কে আমরা যে খুব গম্ভীরভাবে বলেছি, তা কিন্তু নয় । মজা করে হাসতে হাসতে বলেছি । মানুষকে আনন্দ দেওয়াই আমাদের নাটককের মূল উদ্দেশ্য এবং আমার ধারণা এই নাটকটি দেখলে মানুষ আনন্দ পাবে।"

'পুনরায় রুবি রায়'-এর পরিচালক ফাল্গুনী চট্টোপাধ্যায় । অভিনয় করেছেন রুমকি চট্টোপাধ্যায় এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মোনালিসা চট্টোপাধ্যায় । মোনালিসাকে এখন অনেকেই চেনেন, বাংলা রঙ্গমঞ্চের দাপুটে অভিনেত্রী তিনি । তিনি এই নাটকে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। একেবারে নতুন রূপে দেখা যাবে তাঁকেও। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন দলের সদস্যরা ।

শুনে নিন রুমকির বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.