কলকাতা : এক মহিলা সাংবাদিককে কটুক্তির অভিযোগ ও এক ওয়েব পোর্টালের সম্মানহানির অভিযোগ উঠেছিল 'দ্য় বং গাই' কিরণ দত্তর বিরুদ্ধে । তাঁর নামে FIR-ও করা হয়েছিল । এই বিষয় নিয়ে এর আগে একটি প্রতিবেদন আনে ETV ভারত সিতারা, যেখানে কিরণের বক্তব্য তুলে ধরা হয়েছিল । এবার সেই ওয়েব পোর্টাল কিরণের বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠাল । বিষয়টি নিয়ে কিরণের সঙ্গে কথা বললাম আমরা ।
কিরণের উত্তর, "হ্যাঁ, আমাকে একটা অজানা ফোন নম্বর থেকে একটা নোটিশের pdf ফাইল পাঠানো হয়েছে । সেখানে কোনও সরকারি স্ট্যাম্প, বা কিছু নেই । একজন অ্যাডভোকেটের রেজিস্ট্রেশন নম্বর থেকে, সেটাও নেই । এরকম তো যে কেউ বানিয়ে পাঠাতে পারে । সেটা আদতেও ভ্যালিড কিনা সেটাই বুঝতে পারছি না ।"
আরও পড়ুন : 'দ্য বং গাই'এর বিরুদ্ধে FIR করল একটি ওয়েব সংবাদ মাধ্যম
তবে অনলাইন সাইবার সেলে রিপোর্ট করেছেন কিরণ । বললেন, "আমি আপাতত অনলাইন সাইবার সেলে রিপোর্ট করেছি । আমার আইনজীবীর সঙ্গে কথা চলছে । এই লিগাল নোটিশ ভ্যালিড কিনা আমার আইনজীবী আজ জানাবে । ওঁর পরামর্শ নিয়েই আমি চলছি।"
বাংলা ইউটিউব প্ল্যাটফর্মের খুবই জনপ্রিয় কিরণ । শুধু তাই নয়, মুম্বইতে হওয়া ' ন্য়াশনাল ইউটিউব ফ্য়ান ফেস্ট'-এও আমন্ত্রিত হয়েছেন তিনি ।