কলকাতা : এমনিতে সম্পূর্ণা দর্শকের চেনা মুখ। 'করুণাময়ী রানী রাসমনি'র দৌলতে দর্শক চেনেন তাঁকে। সেই ধারাবাহিকে রানী রাসমনির কনিষ্ঠ সন্তান জগদম্বার চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল সম্পূর্ণকে। ধারাবাহিকে জগদম্বার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পালটেছে অভিনেত্রীর মুখ। খটকা তখন থেকেই শুরু হয়। তাহলে কি সম্পূর্ণা অন্য কোনও ধারাবাহিকে কাজ করছেন?
'দুর্গা দুর্গেশ্বরী' সেই প্রশ্নের উত্তর দিল। সেখানে সম্পূর্ণাকে দেখা গেল মুখ্যচরিত্রে। এবং সেই চরিত্রকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সন্দীপ্তা। যিনি এর আগে দুর্গার চরিত্রে অভিনয় করে দর্শকমনে বিশেষ জায়গা তৈরি করেছেন। যদিও সন্দীপ্তাকে এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে না। শুধু প্রোমোতেই মুখ দেখালেন অভিনেত্রী।প্রোমো দেখেই বোঝা যায়, নতুন ধারাবাহিকের দুর্গাও সমস্ত শক্তির আধার। সম্পূর্ণার মুখে সংলাপ ভেসে ওঠে, "ঠাকুর থাকবে সারাক্ষণ, মায়ের হয় না বিসর্জন" ।