ETV Bharat / sitara

নতুন রূপে দুর্গা, আসছে নতুন ধারাবাহিক 'দুর্গা দুর্গেশ্বরী' - Bengali serial

পান পাতার মতো মুখ আর বড় বড় দু'চোখের দুর্গাকে দর্শক ভোলেনি আজও। সেই দুর্গার নাম সন্দীপ্তা সেন। দুর্গা ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছিলেন সন্দীপ্তা। অভিনেত্রী সন্দীপ্তা সেনের নামের সঙ্গে মা দুর্গার প্রতিচ্ছবি অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছিল সেই সময়। আর ঠিক সেই কারণেই, সন্দীপ্তাকে বাদ দিয়ে 'দুর্গা দুর্গেশ্বরী' অসম্পূর্ণ। খুব শিগগিরই আসছে নতুন ধারাবাহিক 'দুর্গা দুর্গেশ্বরী'। সেখানে দুর্গার চরিত্রে অভিনয় করছেন সম্পূর্ণা মণ্ডল।

দুর্গা দুর্গেশ্বরী
author img

By

Published : Aug 1, 2019, 10:52 AM IST

কলকাতা : এমনিতে সম্পূর্ণা দর্শকের চেনা মুখ। 'করুণাময়ী রানী রাসমনি'র দৌলতে দর্শক চেনেন তাঁকে। সেই ধারাবাহিকে রানী রাসমনির কনিষ্ঠ সন্তান জগদম্বার চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল সম্পূর্ণকে। ধারাবাহিকে জগদম্বার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পালটেছে অভিনেত্রীর মুখ। খটকা তখন থেকেই শুরু হয়। তাহলে কি সম্পূর্ণা অন্য কোনও ধারাবাহিকে কাজ করছেন?

দুর্গা দুর্গেশ্বরী
নতুন 'দুর্গা'
'দুর্গা দুর্গেশ্বরী' সেই প্রশ্নের উত্তর দিল। সেখানে সম্পূর্ণাকে দেখা গেল মুখ্যচরিত্রে। এবং সেই চরিত্রকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সন্দীপ্তা। যিনি এর আগে দুর্গার চরিত্রে অভিনয় করে দর্শকমনে বিশেষ জায়গা তৈরি করেছেন। যদিও সন্দীপ্তাকে এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে না। শুধু প্রোমোতেই মুখ দেখালেন অভিনেত্রী।প্রোমো দেখেই বোঝা যায়, নতুন ধারাবাহিকের দুর্গাও সমস্ত শক্তির আধার। সম্পূর্ণার মুখে সংলাপ ভেসে ওঠে, "ঠাকুর থাকবে সারাক্ষণ, মায়ের হয় না বিসর্জন" ।
  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : এমনিতে সম্পূর্ণা দর্শকের চেনা মুখ। 'করুণাময়ী রানী রাসমনি'র দৌলতে দর্শক চেনেন তাঁকে। সেই ধারাবাহিকে রানী রাসমনির কনিষ্ঠ সন্তান জগদম্বার চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল সম্পূর্ণকে। ধারাবাহিকে জগদম্বার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পালটেছে অভিনেত্রীর মুখ। খটকা তখন থেকেই শুরু হয়। তাহলে কি সম্পূর্ণা অন্য কোনও ধারাবাহিকে কাজ করছেন?

দুর্গা দুর্গেশ্বরী
নতুন 'দুর্গা'
'দুর্গা দুর্গেশ্বরী' সেই প্রশ্নের উত্তর দিল। সেখানে সম্পূর্ণাকে দেখা গেল মুখ্যচরিত্রে। এবং সেই চরিত্রকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সন্দীপ্তা। যিনি এর আগে দুর্গার চরিত্রে অভিনয় করে দর্শকমনে বিশেষ জায়গা তৈরি করেছেন। যদিও সন্দীপ্তাকে এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে না। শুধু প্রোমোতেই মুখ দেখালেন অভিনেত্রী।প্রোমো দেখেই বোঝা যায়, নতুন ধারাবাহিকের দুর্গাও সমস্ত শক্তির আধার। সম্পূর্ণার মুখে সংলাপ ভেসে ওঠে, "ঠাকুর থাকবে সারাক্ষণ, মায়ের হয় না বিসর্জন" ।
  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:পান পাতার মতো মুখ আর বড় বড় দু'চোখের দুর্গাকে দর্শক ভোলেনি আজও। সেই দুর্গার নাম সন্দীপ্তা সেন। দুর্গা ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছিলেন সন্দীপ্তা। অভিনেত্রী সন্দীপ্তা সেনের নামের সঙ্গে মা দুর্গার প্রতিচ্ছবি অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে। আর ঠিক সেই কারণেই, সন্দীপ্তাকে বাদ দিয়ে দুর্গা দুর্গেশ্বরীর অসম্পূর্ণ। খুব শিগগিরই আসছে নতুন ধারাবাহিক 'দুর্গা দুর্গেশ্বরী'। যদিও সেই ধারাবাহিকে সন্দীপ্তাকে অভিনয় করতে দেখা যাবে না। সেখানে দুর্গার চরিত্রে অভিনয় করছে সম্পূর্ণা মণ্ডলকে।


Body:...এই সম্পূর্ণা দর্শকদের চেনা মুখ। 'করুণাময়ী রানী রাসমনি'র দর্শক চেনেন তাঁকে। সেই ধারাবাহিকে রানী রাসমনির কনিষ্ঠ সন্তান জগদম্বার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সম্পূর্ণকে। দর্শকের মনে ধরেছিল সম্পূর্ণার অভিনয়। জগদম্বাকে গ্রহণ করেছিল দর্শক। জগদম্বার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টেছে অভিনেত্রীও। খটকা তখন থেকেই শুরু হয়। তাহলে কি সম্পূর্ণা অন্য কোনও ধারাবাহিকে কাজ করছেন?

দুর্গা দুর্গেশ্বরীর সেই প্রশ্নের উত্তর দিল। সেখানে সম্পূর্ণকে দেখা গেল মুখ্যচরিত্রে। এবং সেই চরিত্রকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন সন্দীপ্তা। যিনি এর আগে দুর্গার চরিত্রে অভিনয় করে দর্শকমনে বিশেষ জায়গা তৈরি করেছেন।




Conclusion:প্রোমো দেখেই বোঝা যায়, নতুন ধারাবাহিকের দুর্গা সমস্ত শক্তির আধার। সম্পূর্ণার সংলাপ "মায়ের হয় না বিসর্জন", স্পষ্ট করে দেয় সেই ধারণাকেই।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.