ETV Bharat / sitara

নেশার থাবা থেকে মুক্তির পথ, রিহ্যাবের মানুষদের নিয়ে নাইজেলের 'বেওয়ারিশ' - Bewarish

প্রান্তিক মানুষদের নিয়ে আবারও একটি প্রোজেক্ট নাইজেলের। নেশার কবলে পড়ে যেসব মানুষগুলো নিজেদের হারিয়ে ফেলেছিল কিছু সময়ের জন্য তাঁদের নিয়ে অভিনেতার নতুন প্রযোজনা 'বেওয়ারিশ'।

নাইজেল আকারা
author img

By

Published : Jul 30, 2019, 8:04 AM IST

Updated : Jul 30, 2019, 12:55 PM IST

কলকাতা : নাইজেলের নাট্যদল 'কোলাহল থিয়েটার ওয়ার্কশপ'। শহরের প্রান্তিক মানুষগুলোকে নিয়েই নাটক করে এই নাট্যদল। ২০১৮ সালের ৪ জুন তাঁদের প্রথম নাটক ছিল রূপান্তরকামী মানুষদের নিয়ে। এরপর নাইজেল ও তাঁর টিম নিষিদ্ধ পল্লীর মহিলাদের নিয়ে তৈরি করেছে 'ঝরাফুলের রূপকথা' নামে একটি নাটক। আর এবার নেশার কবল থেকে লড়াই করে বেরিয়ে আসা বা আসতে চাওয়া মানুষদের নিয়ে তাঁর নতুন প্রয়াস 'বেওয়ারিশ'।

নাইজেল আকারা
নাটকের দৃশ্য...

এই নাটকে যাঁরা অভিনয় করছেন তাঁরা প্রত্যেকেই রিহ্যাবিলিটেশন সেন্টারের সদস্য। ড্রাগের নেশা থেকে মুক্তি পেতে এঁরা রিহ্যাবে ভরতি হয়েছেন। বেরিয়ে আসতে চাইছেন নেশার অতল গহ্বর থেকে। সেই চেষ্টায় আরও একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নাইজেল।

নাইজেল আকারা
নাটকের দৃশ্য...

নাটকটির পরিচালক অভিজিৎ আনুকামিন, লেখক মলয় বন্দ্যোপাধ্যায়, ডিজ়াইনার অনুপম চ্যাটার্জি। ২ অগাস্ট প্রথমবারের জন্য মঞ্চস্থ করা হবে নাটকটি।

শুনে নিন নাইজেলের বক্তব্য...

কলকাতা : নাইজেলের নাট্যদল 'কোলাহল থিয়েটার ওয়ার্কশপ'। শহরের প্রান্তিক মানুষগুলোকে নিয়েই নাটক করে এই নাট্যদল। ২০১৮ সালের ৪ জুন তাঁদের প্রথম নাটক ছিল রূপান্তরকামী মানুষদের নিয়ে। এরপর নাইজেল ও তাঁর টিম নিষিদ্ধ পল্লীর মহিলাদের নিয়ে তৈরি করেছে 'ঝরাফুলের রূপকথা' নামে একটি নাটক। আর এবার নেশার কবল থেকে লড়াই করে বেরিয়ে আসা বা আসতে চাওয়া মানুষদের নিয়ে তাঁর নতুন প্রয়াস 'বেওয়ারিশ'।

নাইজেল আকারা
নাটকের দৃশ্য...

এই নাটকে যাঁরা অভিনয় করছেন তাঁরা প্রত্যেকেই রিহ্যাবিলিটেশন সেন্টারের সদস্য। ড্রাগের নেশা থেকে মুক্তি পেতে এঁরা রিহ্যাবে ভরতি হয়েছেন। বেরিয়ে আসতে চাইছেন নেশার অতল গহ্বর থেকে। সেই চেষ্টায় আরও একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নাইজেল।

নাইজেল আকারা
নাটকের দৃশ্য...

নাটকটির পরিচালক অভিজিৎ আনুকামিন, লেখক মলয় বন্দ্যোপাধ্যায়, ডিজ়াইনার অনুপম চ্যাটার্জি। ২ অগাস্ট প্রথমবারের জন্য মঞ্চস্থ করা হবে নাটকটি।

শুনে নিন নাইজেলের বক্তব্য...
Intro:'ঝরাফুলের রূপকথা'কে মনে আছে শহরের অনেকেরই। নিষিদ্ধ পল্লীর মহিলাদের নিয়ে এই নাটকটি মঞ্চস্থ করেছিলেন অভিনেতা নাইজেল আকারা। এবার তাঁর নাট্যদল 'কোলাহল থিয়েটার ওয়ার্কশপ' নিয়ে আসছে আরও একটি নাটক 'বেওয়ারিশ'। ২ অগাস্ট প্রথমবারের জন্য নাটকটি মঞ্চস্থ হবে।


Body:কোলাহল থিয়েটার ওয়ার্কশপ তৈরি হওয়ার পর তারা রূপান্তরকামী মানুষদের নিয়ে তাদের প্রথম নাটক করেছিলেন। নাটকটি মঞ্চস্থ হয়েছিল ২০১৮ সালের ৪ জুন। তারপর কোলাহল নিষিদ্ধ পল্লীর মহিলাদের নিয়ে 'ঝরাফুলের রূপকথা' মঞ্চস্থ করে। শহরের প্রান্তিক মানুষদের নিয়েই মূলত কাজ করে এই নাট্যদল। উদ্দেশ্য একটাই। এইসব প্রান্তিক মানুষদের মনে সাহস জোগান, মূলস্রোতে ফিরিয়ে আনা। তাদের নতুন নাটক 'বেওয়ারিশ'ও সেরকমই। রিহ্যাবিলিটেশন সেন্টারের মানুষদের নিয়ে এই নাটক। এমন মানুষ, নেশার কবলে পরে যাঁরা হারিয়ে গিয়েছিল অতল অন্ধকারে। দিনের পর দিন ওয়ার্কশপ করে একটি নেশামুক্ত কেন্দ্র থেকে অভিনেতাদের তৈরি করে এই নাট্যদল।


Conclusion:নাটকটি সম্পর্কে এবং নিজের জার্নি সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন নাইজেল আকারা। কথা বললেন নাটকের পরিচালক অভিজিৎ আনুকামিন, নাটকের লেখক মলয় বন্দ্যোপাধ্যায়, ডিজাইনার অনুপম চট্টোপাধ্যায়। দেখুন ভিডিও :
Last Updated : Jul 30, 2019, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.