ETV Bharat / sitara

Exclusive : "খুব হতাশ লাগছে", 'মঙ্গলচণ্ডী' ধারাবাহিক বন্ধ হওয়ায় বললেন অদ্রিজা - mangalchandi bengali serial

ধারাবাহিকের ইউনিট একটা পরিবারের মতো হয়ে যায় কলাকুশলীদের কাছে । দিনের অধিকাংশ সময় আর্টিস্টরা কাটিয়ে দেন স্টুডিয়োর ইউনিটগুলোর সঙ্গে । এই লকডাউনে কালার্স বাংলা চ্যানেল তাদের চারটে ধারাবাহিক বন্ধ করেছে । প্রযোজকদের কাছে পাঠিয়েছে টার্মিনেশন লেটার । সেই ধারাবাহিকগুলির একটি 'মঙ্গলচণ্ডী'। মেগার মুখ্য চরিত্র অদ্রিজা রায় ETV ভারত সিতারাকে জানালেন তাঁরা অনুভূতির কথা ।

mangalchandi bengali serial
mangalchandi bengali serial
author img

By

Published : May 17, 2020, 6:04 PM IST

Updated : May 19, 2020, 1:45 PM IST

কলকাতা :'মঙ্গলচণ্ডী' ধারাবাহিকের মুখ্যচরিত্র অদ্রিজা । লকডাউন শেষ হওয়ার পর আবার ফ্লোরে ফেরার আশায় ছিলেন অভিনেত্রী । হঠাৎ করে ধারাবাহিক বন্ধ হওয়ায় বাকরুদ্ধ অদ্রিজা ।

আমাদের বললেন, "এতদিন অপেক্ষা করছিলাম । এটুকু জানতাম, যে লকডাউন যেদিনই শেষ হোক, ফ্লোরে গিয়ে 'রোল, ক্যামেরা, অ্যাকশন' কথাটা শুনতে পাব । এখন যা পরিস্থিতি হল, তাতে কবে আবার ফ্লোরে যাব, কবে কী শুরু হবে জানি না । লকডাউনের পরে, কাজের কী পরিস্থিতি থাকবে জানি না । আমাদের ইন্ডাস্ট্রির ইনসিকিয়োরিটি আরও বেড়ে গেল ।"

mangalchandi bengali serial
.

ইন্ডাস্ট্রির মানুষের মুখেই শোনা কথা, ধারাবাহিক চাকরির মতো । নিয়মিত শুটিং চলবে, মাস গেলে মাইনে হবে... সেদিক থেকে দেখতে গেলে বন্ধ হওয়া ধারাবাহিকগুলোর কলাকুশলীরা চাকরি হারালেন । অদ্রিজা বলেন, "খুব হতাশ লাগছে । নতুন করে যেই কাজগুলো শুরু হবে, সেই আলোচনার মতো অবস্থাতেই বিষয়টা নেই । এখন অপেক্ষা করা ছাড়া অন্য কোনও উপায় নেই । একসঙ্গে অনেকগুলো মানুষ জব লেস হয়ে গেল ।"

এই লকডাউনে মানুষ অনেক হতাশা নিয়ে বেঁচে রয়েছে । এর মধ্যে কর্মসংস্থানহীন হওয়ার ব্যাপারটা মেনে নিতে কষ্টই হচ্ছে কলাকুশলীদের । অভিনেত্রী বললেন, "প্রোজেক্ট বন্ধ হওয়াটা যে কোনওদিন, যে কোনও মুহূর্তে যে কোনও মানুষের সঙ্গে হতে পারে । অন্যসময় সিরিয়াল বন্ধ হয়ে গেলে নিজেদের গোছানোর একটা উপায় থাকে । কিন্তু এই পরিস্থিতিতে বিষয়টা হওয়াতে, খুব সমস্যা হয়ে গেল । অন্য সময়ে পরমুহূর্তেই অন্য কাজ শুরু হয়ে যায় । এখন তো সেটাও হবে না । এই একটা মারাত্মক ইনসিকিয়োরিটি তৈরি হয়েছে।"

mangalchandi bengali serial
.

শুধু যে নিজের কথা বলছেন তাই না, অদ্রিজা সমব্যথী তাঁরা গোটা ইউনিটের ব্যাপারে । বিশেষ করে টেকনিশিয়ানদের জন্য তাঁর মনখারাপ লাগছে । অনেকের সঙ্গে ইতিমধ্যে কথাও হয়েছে অদ্রিজার । এটাও শোনা যাচ্ছে, যে কালার্স বাংলা ধারাবাহিকগুলো বন্ধ করে, সেখানে ডাবড হিন্দি ধারাবাহিক সম্প্রচার করতে চলেছে । এই ব্যাপারেও অদ্রিজা নতুন করে কিছু বলতে চাইলেন না । তাঁর গলায় অনিশ্চয়তা আর কষ্ট যেন জমাট বেঁধে রয়েছে ।

কলকাতা :'মঙ্গলচণ্ডী' ধারাবাহিকের মুখ্যচরিত্র অদ্রিজা । লকডাউন শেষ হওয়ার পর আবার ফ্লোরে ফেরার আশায় ছিলেন অভিনেত্রী । হঠাৎ করে ধারাবাহিক বন্ধ হওয়ায় বাকরুদ্ধ অদ্রিজা ।

আমাদের বললেন, "এতদিন অপেক্ষা করছিলাম । এটুকু জানতাম, যে লকডাউন যেদিনই শেষ হোক, ফ্লোরে গিয়ে 'রোল, ক্যামেরা, অ্যাকশন' কথাটা শুনতে পাব । এখন যা পরিস্থিতি হল, তাতে কবে আবার ফ্লোরে যাব, কবে কী শুরু হবে জানি না । লকডাউনের পরে, কাজের কী পরিস্থিতি থাকবে জানি না । আমাদের ইন্ডাস্ট্রির ইনসিকিয়োরিটি আরও বেড়ে গেল ।"

mangalchandi bengali serial
.

ইন্ডাস্ট্রির মানুষের মুখেই শোনা কথা, ধারাবাহিক চাকরির মতো । নিয়মিত শুটিং চলবে, মাস গেলে মাইনে হবে... সেদিক থেকে দেখতে গেলে বন্ধ হওয়া ধারাবাহিকগুলোর কলাকুশলীরা চাকরি হারালেন । অদ্রিজা বলেন, "খুব হতাশ লাগছে । নতুন করে যেই কাজগুলো শুরু হবে, সেই আলোচনার মতো অবস্থাতেই বিষয়টা নেই । এখন অপেক্ষা করা ছাড়া অন্য কোনও উপায় নেই । একসঙ্গে অনেকগুলো মানুষ জব লেস হয়ে গেল ।"

এই লকডাউনে মানুষ অনেক হতাশা নিয়ে বেঁচে রয়েছে । এর মধ্যে কর্মসংস্থানহীন হওয়ার ব্যাপারটা মেনে নিতে কষ্টই হচ্ছে কলাকুশলীদের । অভিনেত্রী বললেন, "প্রোজেক্ট বন্ধ হওয়াটা যে কোনওদিন, যে কোনও মুহূর্তে যে কোনও মানুষের সঙ্গে হতে পারে । অন্যসময় সিরিয়াল বন্ধ হয়ে গেলে নিজেদের গোছানোর একটা উপায় থাকে । কিন্তু এই পরিস্থিতিতে বিষয়টা হওয়াতে, খুব সমস্যা হয়ে গেল । অন্য সময়ে পরমুহূর্তেই অন্য কাজ শুরু হয়ে যায় । এখন তো সেটাও হবে না । এই একটা মারাত্মক ইনসিকিয়োরিটি তৈরি হয়েছে।"

mangalchandi bengali serial
.

শুধু যে নিজের কথা বলছেন তাই না, অদ্রিজা সমব্যথী তাঁরা গোটা ইউনিটের ব্যাপারে । বিশেষ করে টেকনিশিয়ানদের জন্য তাঁর মনখারাপ লাগছে । অনেকের সঙ্গে ইতিমধ্যে কথাও হয়েছে অদ্রিজার । এটাও শোনা যাচ্ছে, যে কালার্স বাংলা ধারাবাহিকগুলো বন্ধ করে, সেখানে ডাবড হিন্দি ধারাবাহিক সম্প্রচার করতে চলেছে । এই ব্যাপারেও অদ্রিজা নতুন করে কিছু বলতে চাইলেন না । তাঁর গলায় অনিশ্চয়তা আর কষ্ট যেন জমাট বেঁধে রয়েছে ।

Last Updated : May 19, 2020, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.