ETV Bharat / sitara

TRP-র চাপে পড়ে বন্ধের মুখে একঝাঁক বাংলা ধারাবাহিক - Chuni Panna Bengali serial

TRP খুব গুরুত্বপূর্ণ বাংলা ধারাবাহিকের জন্য । TRP-র এদিক ওদিক হলে বদলে যায় ধারাবাহিকের স্লট, কখনও কখনও বন্ধও করে দেওয়া হয় ধারাবাহিক । সেরকম ভাবেই বন্ধ হতে চলেছে কয়েকটা বাংলা ধারাবাহিক । দেখে নেওয়া যাক..

Bengali serial closed
Bengali serial closed
author img

By

Published : Jan 9, 2020, 10:14 PM IST

কলকাতা : গত বছর 27 মে শুরু হয়েছিল বাংলা ধারাবাহিক 'কলের বউ' । ধারাবাহিকের গল্প ছিল নতুন ধরনের । কারণ সেখানে মুখ্য চরিত্রে ছিল এক রোবট । সেই রোবটের জীবন নিয়েই আবর্তিত হয়েছে ধারাবাহিকের গল্প । রোবটের চরিত্রে অভিনয় করছিলেন তৃণা সাহা ।

তবে হয়তো দর্শকের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছিল এই ধারাবাহিক । TRP-র তালিকায় নেমে আসতে থাকে এই ধারাবাহিক । 3-এর আশেপাশে ঘোরাফেরা করতে থাকে এই ধারাবাহিক । তাই একপ্রকার বাধ্য় হয়েই চ্যানেল কর্তৃপক্ষ এই ধারাবাহিক বন্ধ করতে বাধ্য হচ্ছে ।

শোনা যাচ্ছে 24 তারিখ শেষবার এই ধারাবাহিক দেখা যাবে । সেই জায়গায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'ধ্রুবতারা', যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্যামৌপ্তি মুদলি, শুভজিৎ কর ও ইন্দ্রজিৎ বোস ।

Bengali serial closed
'ধ্রুবতারা' কাস্ট

তবে 'কলের বউ' একমাত্র নয়, শোনা যাচ্ছে একঝাঁক ধারাবাহিক বন্ধ হতে চলেছে । তার মধ্যে অন্যতম 'ইরাবতীর চুপকথা', 'চুনী পান্না', 'কপালকুন্ডলা', 'এখানে আকাশ নীল' অন্যতম । কারণ, 'ইরাবতী..'-র TRP এই সপ্তাহে 1.6, 'কপালকুন্ডলা' দাঁড়িয়ে 4.6-এ, এবং 'চুনী পান্না' 3.2-এ । অবস্থা খারাপ সদ্য শুরু হওয়া 'এখানে আকাশ নীল'-এরও, TRP 3.9-এ ।

কলকাতা : গত বছর 27 মে শুরু হয়েছিল বাংলা ধারাবাহিক 'কলের বউ' । ধারাবাহিকের গল্প ছিল নতুন ধরনের । কারণ সেখানে মুখ্য চরিত্রে ছিল এক রোবট । সেই রোবটের জীবন নিয়েই আবর্তিত হয়েছে ধারাবাহিকের গল্প । রোবটের চরিত্রে অভিনয় করছিলেন তৃণা সাহা ।

তবে হয়তো দর্শকের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছিল এই ধারাবাহিক । TRP-র তালিকায় নেমে আসতে থাকে এই ধারাবাহিক । 3-এর আশেপাশে ঘোরাফেরা করতে থাকে এই ধারাবাহিক । তাই একপ্রকার বাধ্য় হয়েই চ্যানেল কর্তৃপক্ষ এই ধারাবাহিক বন্ধ করতে বাধ্য হচ্ছে ।

শোনা যাচ্ছে 24 তারিখ শেষবার এই ধারাবাহিক দেখা যাবে । সেই জায়গায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'ধ্রুবতারা', যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্যামৌপ্তি মুদলি, শুভজিৎ কর ও ইন্দ্রজিৎ বোস ।

Bengali serial closed
'ধ্রুবতারা' কাস্ট

তবে 'কলের বউ' একমাত্র নয়, শোনা যাচ্ছে একঝাঁক ধারাবাহিক বন্ধ হতে চলেছে । তার মধ্যে অন্যতম 'ইরাবতীর চুপকথা', 'চুনী পান্না', 'কপালকুন্ডলা', 'এখানে আকাশ নীল' অন্যতম । কারণ, 'ইরাবতী..'-র TRP এই সপ্তাহে 1.6, 'কপালকুন্ডলা' দাঁড়িয়ে 4.6-এ, এবং 'চুনী পান্না' 3.2-এ । অবস্থা খারাপ সদ্য শুরু হওয়া 'এখানে আকাশ নীল'-এরও, TRP 3.9-এ ।

Intro:আমিত চক্রবর্তী,কলকাতা: গত বছর 27 এ মে তে শুরু হয়েছিল নতুন বাংলা ধারাবাহিক কলের বউ। ধারাবাহিকটির গল্প ছিল নতুনত্ব কারণ, বাংলা ধারাবাহিকের ইতিহাসে এই প্রথম বার এক রোবটকে ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। কারণ এখানে রোবট ছিল প্রোটাগনিস্ট। ধারাবাহিকটির গল্প আবর্তিত হয়েছে, একটি পরিবারকে কেন্দ্র করে যেখানে, একান্নবর্তী পরিবারের বিজ্ঞানী ছেলের বিয়ে হয় একটি মেয়ের সঙ্গে। কিন্তু তার স্ত্রী ছিলেন গ্রামের মেয়ে বাড়ি কোন কাজে সে করতে পারত না। তার সারাদিনে একটাই কাজ ছিল শুধু খাওয়া আর ঘুমানো। তাই পরিবারের সকলের কাছে নিজের বউকে ভালোভাবে তুলে ধরতে,দীপ বানিয়ে ফেলেছিল তার স্ত্রীর মতোন দেখতে একটি রোবট। এরপর গল্প ধীরে ধীরে এগিয়ে ছিল এই রোবট কে কেন্দ্র করে।

সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু, কোথাও গিয়ে ধারাবাহিকটি দর্শকদের মন জয় করতে বারবার ব্যর্থ হতে থাকে। ধারাবাহিকের ক্ষেত্রে টিআরপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিত্তি করেই জানা যায় ধারাবাহিকটি সফল না অ-সফল। আর সেই জায়গা থেকেই প্রতি বৃহস্পতিবার যে টিআরপি লিস্ট আসতে থাকে, তাতে দেখা যায় ধারাবাহিকটির স্থান একদম নিচের দিকে এবং টিআরপি 3 এর আশেপাশে ঘোরাফেরা করতে থাকে।

তাই একপ্রকার বাধ্য হয়েই চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কলের বউ ধারাবাহিকটি কে বন্ধ করে দেওয়া হবে। খুব সম্ভবত আগামী 24 তারিখে শেষ বার টেলিভিশনের পর্দার এই ধারাবাহিকটি দেখতে পাবেন। আর সেই জায়গায় আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক যার নাম ধ্রুবতারা। যে ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সমপ্তি মুদলি, শুভজিৎ কর ও ইন্দ্রজিৎ বোস কে।


Body:স্টিল কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.