কলকাতা : গত সপ্তাহের খবর, কোরোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় । একা তিনি নন, স্ত্রী ও কন্যাও ছিলেন কোভিড পজ়িটিভ । বাড়িতেই তাঁরা চিকিৎসাধীন । এই ঘটনার পর ফের জানা যায়, টেলিপাড়ার আরও বেশ কয়েকজন আর্টিস্ট ও কলাকুশলী কোরোনা আক্রান্ত হয়েছেন । এই পরিস্থিতি সম্পর্কে ETV ভারত সিতারা কথা বলল ধারাবাহিকের পরিচালক, কলাকুশলী, আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের সঙ্গে ।
সুরজিৎ বন্দ্যোপাধ্যায় সংক্রমিত হওয়ার পর একাধিক কলাকুশলী ও আর্টিস্ট আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় । জানা যায়, 'কনে বউ' ধারাবাহিকের মুখ্য চরিত্র থাকা অভিনেত্রী নেহা অমনদীপ কোরোনা আক্রান্ত । 'সিংহলগ্না' ধারাবাহিকের মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ও কোভিড পজ়িটিভ । আরও বেশকিছু কলাকুশলী ও টেকনিশিয়ানদের কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে বলেও জানা গেছে ।
কোরোনার কবলে বাংলা ধারাবাহিকের ইউনিট, অনিশ্চয়তায় দিন কাটছে টেলিপাড়ার - বাংলা ধারাবাহিকের কলাকুশলীরা কোরোনা আক্রান্ত
অনেক লড়াইয়ের পর 11 জুন থেকে শুরু হয়েছে বাংলা সিনেমা জগতের শুটিং । একই দিনে শুরু হয় মেগাসিরিয়ালের শুটিংও । আর্টিস্ট ও কলাকুশলীদের জীবনবিমা, সেটে তাঁদের নিরাপত্তা নিয়ে অনেক আলোচনা হয় । শেষমেশ শুটিং শুরু হয়েছে । নতুন এপিসোড সম্প্রচার করাও শুরু হয়েছে । কিন্তু, সমস্ত নিরাপত্তা সত্ত্বেও কোরোনার কবলে টেলিপাড়া ।
কলকাতা : গত সপ্তাহের খবর, কোরোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় । একা তিনি নন, স্ত্রী ও কন্যাও ছিলেন কোভিড পজ়িটিভ । বাড়িতেই তাঁরা চিকিৎসাধীন । এই ঘটনার পর ফের জানা যায়, টেলিপাড়ার আরও বেশ কয়েকজন আর্টিস্ট ও কলাকুশলী কোরোনা আক্রান্ত হয়েছেন । এই পরিস্থিতি সম্পর্কে ETV ভারত সিতারা কথা বলল ধারাবাহিকের পরিচালক, কলাকুশলী, আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের সঙ্গে ।
সুরজিৎ বন্দ্যোপাধ্যায় সংক্রমিত হওয়ার পর একাধিক কলাকুশলী ও আর্টিস্ট আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় । জানা যায়, 'কনে বউ' ধারাবাহিকের মুখ্য চরিত্র থাকা অভিনেত্রী নেহা অমনদীপ কোরোনা আক্রান্ত । 'সিংহলগ্না' ধারাবাহিকের মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ও কোভিড পজ়িটিভ । আরও বেশকিছু কলাকুশলী ও টেকনিশিয়ানদের কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে বলেও জানা গেছে ।