ETV Bharat / sitara

200 এপিসোড পেরোল 'নিশির ডাক', সেলিব্রেশনে ETV ভারত সিতারা - Bengali serial

দেখতে দেখতে ২০০ পর্বের মাইলস্টোন পেরোল 'নিশির ডাক'। ধারাবাহিকের সেটে ETV ভারত সিতারা।

নিশির ডাক
author img

By

Published : Jul 24, 2019, 12:24 AM IST

কলকাতা : বাংলা ধারাবাহিকের কনটেন্ট নিয়ে যতই সমালোচনা হোক না কেন, ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু চোখে পড়ার মতো। বাংলা সিনেমার পাশাপাশি একটি বিরাট সমান্তরাল ইন্ডাস্ট্রি তৈরি করেছে এই বাংলা ধারাবাহিক। ফলে ১০০-২০০ থেকে শুরু করে ৫০০-৭০০ এপিসোডের মাইলস্টোন ছুঁচছে একের পর এক ধারাবাহিক। 'নিশির ডাক' তার ব্যতিক্রম নয়।

নিশির ডাক
সেলিব্রেশনের মুহূর্তে

ধারাবাহিকে এসেছে অনেক পরিবর্তন। এখন শুধুমাত্র তারাকেই নয়, নিশি তার সন্তান ডামরিকেও মারতে চায়। কিন্তু প্রতিবারই তার পথে বাধা হয়ে দাঁড়ায় শ্রীময়ী। সাদা-কালোর এই লড়াইয়ে বেশ মজেছে দর্শক।

২০০ এপিসোড পেরিয়ে যাওয়া উপলক্ষ্যে টেকনিশিয়ান স্টুডিয়োতে হয়ে গেল সেলিব্রেশন। উপস্থিত ছিল ETV ভারত সিতারা। দেখে নিন ভিডিয়োতে...

দেখে নিন ভিডিয়ো..

কলকাতা : বাংলা ধারাবাহিকের কনটেন্ট নিয়ে যতই সমালোচনা হোক না কেন, ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু চোখে পড়ার মতো। বাংলা সিনেমার পাশাপাশি একটি বিরাট সমান্তরাল ইন্ডাস্ট্রি তৈরি করেছে এই বাংলা ধারাবাহিক। ফলে ১০০-২০০ থেকে শুরু করে ৫০০-৭০০ এপিসোডের মাইলস্টোন ছুঁচছে একের পর এক ধারাবাহিক। 'নিশির ডাক' তার ব্যতিক্রম নয়।

নিশির ডাক
সেলিব্রেশনের মুহূর্তে

ধারাবাহিকে এসেছে অনেক পরিবর্তন। এখন শুধুমাত্র তারাকেই নয়, নিশি তার সন্তান ডামরিকেও মারতে চায়। কিন্তু প্রতিবারই তার পথে বাধা হয়ে দাঁড়ায় শ্রীময়ী। সাদা-কালোর এই লড়াইয়ে বেশ মজেছে দর্শক।

২০০ এপিসোড পেরিয়ে যাওয়া উপলক্ষ্যে টেকনিশিয়ান স্টুডিয়োতে হয়ে গেল সেলিব্রেশন। উপস্থিত ছিল ETV ভারত সিতারা। দেখে নিন ভিডিয়োতে...

দেখে নিন ভিডিয়ো..
Intro:জমজমাট সেলিব্রেশন মেতে উঠলো টিম নিশির ডাক

অমিত চক্রবর্তী, কলকাতা: দেখতে দেখতে 200 এপিসোডের মাইলস্টোন পর্ব ছুড়ে ফেলল বাংলা ধারাবাহিক নিশির ডাক। গল্পের শুরুটা ছিল তারা কে বাঁচাতে শ্রীময়ী ও রুদ্র যখন তাকে তাদের, বাড়িতে নিয়ে আসে তারপর থেকেই দেখা যায় একের পর এক অদ্ভুত ধরনের ঘটনা। যেখান থেকে অঘোরনাথ তান্ত্রিক এর নির্দেশে নিশি বারবার চেষ্টা করেছে তারা কে মেরে অমরত্ব লাভ করতে। কিন্তু প্রতিবারই তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শ্রীময়ী। তবে গল্পে এখন অনেক পরিবর্তন ঘটেছে। এখন নিশি শুধুমাত্র তারা কে নয় তার সন্তান ডামরি কেউ মারতে চায়। সব মিলিয়ে ধারাবাহিক বেশ জমজমাট জায়গায়। আজ টেকনিশিয়ান স্টুডিওর নিশির ডাক শুটিং ফ্লোরে কেক কেটে বিশেষ দিনটাকে পালন করা হলো, যেখানে একমাত্র উপস্থিত ছিল ইটিভি ভারত সিতারা।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.