কলকাতা : 'রাশি' ধারাবাহিকে অভিনয় করে দর্শককে মাত করেছিলেন গীতশ্রী । এবার তিনিই আসছেন 'নিশির ডাক'-এর নিশি হয়ে ।
![Actress change in bengali serial Nishir Daak](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-01-megaserialnishirdak-newfacegeetasree-vis-wb10001_07012020232553_0701f_03286_65.jpg)
এই প্রসঙ্গে গীতশ্রী জানালেন, "এখনও শুটিং শুরু হয়নি । আশা করছি খুব তাড়াতাড়ি শুরু হবে ।" অন্যদিকে নিশির চরিত্রে এতদিন অভিনয় করছিলেন সৈরীতি । কেন তাঁকে সরানোর সিদ্ধান্ত নিল চ্যানেল ? শোনা যাচ্ছে চ্যানেল নয়, স্বয়ং সৈরীতিই ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন । আপাতত বিশ্রাম নিয়ে ফের অভিনয় জগতে ফিরবেন তিনি ।
![Actress change in bengali serial Nishir Daak](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5631744_naishi.jpg)
সৈরীতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রসঙ্গে কিছু বলতে চাননি ।