ETV Bharat / sitara

'নিশির ডাক' ধারাবাহিকে পরিবর্তন নিশির, আসছেন জনপ্রিয় অভিনেত্রী - Nishir DAAk serial

'নিশির ডাক' ধারাবাহিক বদলাচ্ছে নিশির চরিত্রাভিনেত্রী সৈরিতী ব্যানার্জি । বদলে আসছেন গীতশ্রী রায় ।

Actress change in bengali serial Nishir Daak
Actress change in bengali serial Nishir Daak
author img

By

Published : Jan 7, 2020, 11:56 PM IST

কলকাতা : 'রাশি' ধারাবাহিকে অভিনয় করে দর্শককে মাত করেছিলেন গীতশ্রী । এবার তিনিই আসছেন 'নিশির ডাক'-এর নিশি হয়ে ।

Actress change in bengali serial Nishir Daak
ধারাবাহিকের শুটিংয়ে সৈরীতি


এই প্রসঙ্গে গীতশ্রী জানালেন, "এখনও শুটিং শুরু হয়নি । আশা করছি খুব তাড়াতাড়ি শুরু হবে ।" অন্যদিকে নিশির চরিত্রে এতদিন অভিনয় করছিলেন সৈরীতি । কেন তাঁকে সরানোর সিদ্ধান্ত নিল চ্যানেল ? শোনা যাচ্ছে চ্যানেল নয়, স্বয়ং সৈরীতিই ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন । আপাতত বিশ্রাম নিয়ে ফের অভিনয় জগতে ফিরবেন তিনি ।

Actress change in bengali serial Nishir Daak
গীতশ্রী

সৈরীতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রসঙ্গে কিছু বলতে চাননি ।

কলকাতা : 'রাশি' ধারাবাহিকে অভিনয় করে দর্শককে মাত করেছিলেন গীতশ্রী । এবার তিনিই আসছেন 'নিশির ডাক'-এর নিশি হয়ে ।

Actress change in bengali serial Nishir Daak
ধারাবাহিকের শুটিংয়ে সৈরীতি


এই প্রসঙ্গে গীতশ্রী জানালেন, "এখনও শুটিং শুরু হয়নি । আশা করছি খুব তাড়াতাড়ি শুরু হবে ।" অন্যদিকে নিশির চরিত্রে এতদিন অভিনয় করছিলেন সৈরীতি । কেন তাঁকে সরানোর সিদ্ধান্ত নিল চ্যানেল ? শোনা যাচ্ছে চ্যানেল নয়, স্বয়ং সৈরীতিই ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন । আপাতত বিশ্রাম নিয়ে ফের অভিনয় জগতে ফিরবেন তিনি ।

Actress change in bengali serial Nishir Daak
গীতশ্রী

সৈরীতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রসঙ্গে কিছু বলতে চাননি ।

Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: ভূত ও অশরীরী আত্মা এবং নিশিকে কেন্দ্র করে শুরু হয়েছিল নতুন বাংলা ধারাবাহিক নিশির ডাক। ইতিমধ্যে দেখতে ধারাবাহিকটি পার করে ফেলেছে 300 পর্বের মাইলস্টোন। প্রতিনিয়ত গল্পে আসছে নানা ধরনের পরিবর্তন তার প্রধান চরিত্রের অভিনেতাদের নৈপুণ্য এবং গল্পের নিত্যনতুন চমকের জন্য। তবে এবার নিশির ডাক ধারাবাহিকে নিশির চরিত্রে আসছে বদল। তার কারণ অভিনেত্রী সৈরিতী ব্যানার্জি যাকে প্রথম থেকে দেখা গেছিল নিশির চরিত্রে তিনি আর এই চরিত্রে অভিনয় করছেন না। আর তার জায়গায় প্রায় 3 বছর পরে ফের একবার বাংলা টেলিভিশনে কামব্যাক করছেন একসময়ের জনপ্রিয় ধারাবাহিক রাশি ধারাবাহিকের প্রধান অভিনেত্রী গীতশ্রী রায়। যিনি ইতিমধ্যেই সিনেমাতেও কাজ করে ফেলেছেন।

এ প্রসঙ্গে আমরা যখন যোগাযোগ করেছিলাম অভিনেত্রী গীতশ্রী রায় সঙ্গে তিনি আমাদের জানান, যে এখনো শুটিং শুরু হয়নি খুব শিগগিরই আশা করছি নিশির চরিত্রের শুটিং শুরু হবে। আর অন্যদিকে নিশির চরিত্র থেকে অব্যাহতি নেওয়া প্রসঙ্গে সৈরিতী, এখনই কিছু বলতে না চাইলেও, শোনা যাচ্ছে তিনি আপাতত বিশ্রাম নিয়ে তারপরে আবার ফিরবেন অভিনয় জগতে।


Body:স্টিল কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.