ETV Bharat / sitara

আচমকা বন্ধের মুখে টেলিভিশনের একঝাঁক ধারাবাহিক

মাস কয়েক হল বাংলা টেলিভিশনে শুরু হয়েছে ধারাবাহিক 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ও নতুন এক রিয়্যালিটি শো 'অদল বদল'। এই দুটি শো-ই বন্ধ হতে চলেছে। সঙ্গে বন্ধ হতে চলেছে 'জাহানারা' আর 'মনসা'-ও।

মনসা
author img

By

Published : Aug 22, 2019, 11:06 PM IST

Updated : Aug 22, 2019, 11:51 PM IST

কলকাতা : 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছিলেন ঐশ্বর্য সেন, মৈনাক সহ আরও অনেকে। আর অন্যদিকে 'অদলবদল' রিয়েলিটি শোটির প্রধান মুখ ছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। কিন্তু আচমকাই দু'দিন আগে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হচ্ছে 'অদল বদল' ও।

এর পাশাপাশি স্টুডিয়ো পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে আরও দুটি বাংলা ধারাবাহিক 'জাহানারা' ও 'মনসা' খুব শীঘ্রই শেষ হতে চলেছে। গত একবছর চলার পর 'জাহানারা' ধারাবাহিকের সমাপ্তি ঘটতে চলেছে। আর অন্যদিকে 2018 সালে শুরু হওয়া 'মনসা' ধারাবাহিকও বন্ধ হওয়ার মুখে।

মনসা
জাহানারা-র সেটে..

'জাহানারা' বা 'মনসা'-র মতো ধারাবাহিকের বন্ধ হয়ে যাওয়াটা স্বাভাবিক। কারণ, প্রায় এক বছরের উপর চলছে এগুলো। কিন্তু, সদ্য শুরু হওয়া 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' বা 'অদল বদল'-কে কেন তুলে নেওয়া হচ্ছে? চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন যে, দর্শকের জন্য তারা নতুন কিছু আনতে চলেছেন। তাই তুলে নেওয়া হচ্ছে এই ধারাবাহিকগুলো।

মনসা
মনসা-র সেটে

কলকাতা : 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছিলেন ঐশ্বর্য সেন, মৈনাক সহ আরও অনেকে। আর অন্যদিকে 'অদলবদল' রিয়েলিটি শোটির প্রধান মুখ ছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। কিন্তু আচমকাই দু'দিন আগে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হচ্ছে 'অদল বদল' ও।

এর পাশাপাশি স্টুডিয়ো পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে আরও দুটি বাংলা ধারাবাহিক 'জাহানারা' ও 'মনসা' খুব শীঘ্রই শেষ হতে চলেছে। গত একবছর চলার পর 'জাহানারা' ধারাবাহিকের সমাপ্তি ঘটতে চলেছে। আর অন্যদিকে 2018 সালে শুরু হওয়া 'মনসা' ধারাবাহিকও বন্ধ হওয়ার মুখে।

মনসা
জাহানারা-র সেটে..

'জাহানারা' বা 'মনসা'-র মতো ধারাবাহিকের বন্ধ হয়ে যাওয়াটা স্বাভাবিক। কারণ, প্রায় এক বছরের উপর চলছে এগুলো। কিন্তু, সদ্য শুরু হওয়া 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' বা 'অদল বদল'-কে কেন তুলে নেওয়া হচ্ছে? চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন যে, দর্শকের জন্য তারা নতুন কিছু আনতে চলেছেন। তাই তুলে নেওয়া হচ্ছে এই ধারাবাহিকগুলো।

মনসা
মনসা-র সেটে
Intro:
অমিত চক্রবর্তী,কলকাতা: মাস কয়েক হলো বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য শুরু হয়েছিল নতুন বাংলা ধারাবাহিক শ্বশুরবাড়ি জিন্দাবাদ ও নতুন এক রিয়্যালিটি শো অদল বদল। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ধারাবাহিক এর প্রধান চরিত্রে অভিনয় করছিলেন ঐশ্বর্য সেন, মৈনাক সহ আরো অনেকে। আর অন্যদিকে অদলবদল রিয়েলিটি শোয়ের মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। কিন্তু আচমকাই দুদিন আগে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ধারাবাহিক সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়। এবং রিয়ালিটি শো অদল-বদল ও বন্ধ করে দেওয়া হয়।

এর পাশাপাশি স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল আরো দুটি বাংলা ধারাবাহিক জাহানারা ও মনসা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। তবে এতোদিন যেটা শুধুমাত্র শোনা যাচ্ছিল, সেটাই সত্যি হতে চলেছে। গত একবছর চলার পর জাহানারা ধারাবাহিকের সমাপ্তি ঘটতে চলেছে। আর অন্যদিকে 2018 সালে শুরু হওয়া মনসা ধারাবাহিক সেটিও শেষ হতে চলেছে।

কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো, জাহানারা ও মনসা এক বছর এবং দু'বছর যথাক্রমে চলার পর অবশেষে বন্ধ হচ্ছে। কিন্তু যে ধারাবাহিকটি প্রথম শুরু হয়েছিল সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদ এবং নতুন রিয়ালিটি শো অদলবদল দর্শক সাড়া জাগিয়েছিল সেটি বা আচমকা কেন টেলিভিশন থেকে তুলে নেওয়া হয়েছে। আর এই পুরো বিষয় জানতে ইটিভি ভারত সিতারা যোগাযোগ করেছিল সেই সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে, যেখানে তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি চ্যানেল কর্তৃপক্ষ একটু অন্যভাবে নতুন ধরনের কিছু দর্শকদের জন্য আনতে চলেছেন তাই আপাতত এই তিনটি ধারাবাহিক ও একটি রিয়েলিটি শো তুলে নেওয়া হল টেলিভিশনের পর্দা থেকে। কিন্তু অন্য যে চারটি ধারাবাহিক এই চ্যানেল থেকে প্রতিদিন সম্প্রচারিত হচ্ছে সেই নিশির ডাক, কনক কাঁকন, মঙ্গলচন্ডী ও চিরদিনই আমি যে তোমার আগের মতোই সম্প্রচারিত হবে।


Body:স্টিল কপি


Conclusion:
Last Updated : Aug 22, 2019, 11:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.