ETV Bharat / sitara

প্রধান চরিত্রে ডাক না পেয়ে আত্মঘাতী টেলিভিশন অভিনেত্রী সুবর্ণা - সুবর্ণা যশ আত্মহত্যা

টেলিভিশনে বেশ কয়েকটি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন অভিনেত্রী সুবর্ণা যশ । তবে তাঁর স্বপ্ন ছিল প্রধান চরিত্রে অভিনয় করা । স্বপ্নপূরণে ব্যর্থ হওয়ায় মৃত্যুকেই বেছে নিলেন সুবর্ণা ।

Subarna Jash suicide
Subarna Jash suicide
author img

By

Published : Feb 10, 2020, 10:12 PM IST

Updated : Feb 10, 2020, 10:27 PM IST

মোহনবাগ, বর্ধমান, 10 ফেব্রুয়ারি : টেলিভিশনের পরদায় প্রধান চরিত্রে ডাক না পেয়ে আত্মঘাতী হলেন সুবর্ণা যশ । টেলি সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করার পাশাপাশি তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন । তবে মন ভরছিল না তাঁর । তাই গলায় দড়ি দিয়ে মৃত্য়ুর কোলে ঢোলে পড়লেন সুবর্ণা ।

তাঁর বাবা নিখিল যশ আমাদের জানালেন, "অ্যাক্টিং-মডেলিং করত । তবে সেখানে ভালো সুযোগ পায়নি । পার্শ্ব চরিত্রে ডাক পাচ্ছিল । তবে সুবর্ণার মুখ্য চরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিল ।"

Subarna Jash suicide
'ময়ূরপঙ্খী' ধারাবাহিকে সুবর্ণা, (পিছনে))

তিনি আরও বলেন, "সুবর্ণা খালি বলত যে, এত খরচ করলাম, তবু একটু ভালো চরিত্র পাচ্ছি না কেন ? তবে আমরা কোনওদিন এই বিষয়ে ওকে কোনও চাপ দিইনি ।"

বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় সুবর্ণাকে । পরিবার-পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে । গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের অন্তরালে লুকিয়ে থাকা অন্ধকার আরও একবার যেন প্রকট হয়ে উঠল সবার চোখে ।

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..

মোহনবাগ, বর্ধমান, 10 ফেব্রুয়ারি : টেলিভিশনের পরদায় প্রধান চরিত্রে ডাক না পেয়ে আত্মঘাতী হলেন সুবর্ণা যশ । টেলি সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করার পাশাপাশি তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন । তবে মন ভরছিল না তাঁর । তাই গলায় দড়ি দিয়ে মৃত্য়ুর কোলে ঢোলে পড়লেন সুবর্ণা ।

তাঁর বাবা নিখিল যশ আমাদের জানালেন, "অ্যাক্টিং-মডেলিং করত । তবে সেখানে ভালো সুযোগ পায়নি । পার্শ্ব চরিত্রে ডাক পাচ্ছিল । তবে সুবর্ণার মুখ্য চরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিল ।"

Subarna Jash suicide
'ময়ূরপঙ্খী' ধারাবাহিকে সুবর্ণা, (পিছনে))

তিনি আরও বলেন, "সুবর্ণা খালি বলত যে, এত খরচ করলাম, তবু একটু ভালো চরিত্র পাচ্ছি না কেন ? তবে আমরা কোনওদিন এই বিষয়ে ওকে কোনও চাপ দিইনি ।"

বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় সুবর্ণাকে । পরিবার-পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে । গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের অন্তরালে লুকিয়ে থাকা অন্ধকার আরও একবার যেন প্রকট হয়ে উঠল সবার চোখে ।

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..
Intro:আত্মঘাতী টেলি সিরিয়ালের অভিনেত্রী

পুলক যশ, বর্ধমান

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন উঠতি এক অভিনেত্রী। মৃত অভিনেত্রীর নাম সুবর্ণা যশ (২৩)। তার বাড়ি বর্ধমানের মোহনবাগ এলাকায়। টেলি সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয়ের পাশাপাশি মডেলিং এর কাজে যুক্ত ছিলেন।

Body:মৃতের পরিবার সূত্রে জানা গেছে, ওই অভিনেত্রী বেশ কিছু চলতি সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করছিলেন। মূল চরিত্রে অভিনয়ের চেষ্টা করলেও তা পাচ্ছিল না। এদিকে পড়াশোনা ও মডেলিং কোর্স করতে গিয়ে তার প্রায় ১৭ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছিল।

Conclusion:সেই কারণে মানসিক অবসাদে ভুগতে শুরু করে। এদিন তার বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ।
Last Updated : Feb 10, 2020, 10:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.