ETV Bharat / sitara

ইন্দিরা গান্ধির ওয়েব সিরিজ়ে ডেবিউ বিদ্যার - Debut

বলিউডের পর এবার ওয়েব সিরিজ়ে নিজের জায়গা বানাতে প্রস্তুত অভিনেত্রী বিদ্যা বালান । রীতেশ বাতরা সিরিজ়টির পরিচালনা করবেন । ইন্দিরা গান্ধির জীবনের উপর তৈরি হবে ওয়েব সিরিজ়টি ।

বিদ্যা বালান
author img

By

Published : Aug 20, 2019, 2:07 PM IST

মুম্বই : বলিউডে নিজের জায়গা অনেকদিন আগেই বানিয়ে ফেলেছেন অভিনেত্রী বিদ্যা বালান । এবার ওয়েব সিরিজ়ে ডেবিউ করতে চলেছেন তিনি । সূত্রের খবর, দেশের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির উপর একটি ওয়েব সিরিজ়ে দেখা যাবে বিদ্যাকে ।

ওয়েব সিরিজ়টির পরিচালনা করবেন রীতেশ বাতরা । 'দা লাঞ্চ বক্স'-র পর চর্চায় আসেন রীতেশ । তাঁর পরিচালনায় বিদ্যা বালান, ইরফান, নিমরত কৌর ও নওয়াজ়দ্দিন সিদ্দিকি এই সিরিজ়ে অভিনয় করবেন । বছরের শুরুতে একটি সাংবাদিক বৈঠকে বিদ্যা জানিয়েছিলেন, ইন্দিরা গান্ধির উপর একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করবেন ।

তিনি আরও বলেন, "একটি ওয়েব সিরিজ় করার চেষ্টায় আমি রয়েছি । যেটা ইন্দিরা গান্ধির জীবনের উপর তৈরি হবে ।"

বিদ্যা বালান অভিনীত 'মিশন মঙ্গল' বর্তমানে বক্স অফিস কাঁপাচ্ছে । ভালো ব্য়বসা করছে ছবিটি ।

মুম্বই : বলিউডে নিজের জায়গা অনেকদিন আগেই বানিয়ে ফেলেছেন অভিনেত্রী বিদ্যা বালান । এবার ওয়েব সিরিজ়ে ডেবিউ করতে চলেছেন তিনি । সূত্রের খবর, দেশের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির উপর একটি ওয়েব সিরিজ়ে দেখা যাবে বিদ্যাকে ।

ওয়েব সিরিজ়টির পরিচালনা করবেন রীতেশ বাতরা । 'দা লাঞ্চ বক্স'-র পর চর্চায় আসেন রীতেশ । তাঁর পরিচালনায় বিদ্যা বালান, ইরফান, নিমরত কৌর ও নওয়াজ়দ্দিন সিদ্দিকি এই সিরিজ়ে অভিনয় করবেন । বছরের শুরুতে একটি সাংবাদিক বৈঠকে বিদ্যা জানিয়েছিলেন, ইন্দিরা গান্ধির উপর একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করবেন ।

তিনি আরও বলেন, "একটি ওয়েব সিরিজ় করার চেষ্টায় আমি রয়েছি । যেটা ইন্দিরা গান্ধির জীবনের উপর তৈরি হবে ।"

বিদ্যা বালান অভিনীত 'মিশন মঙ্গল' বর্তমানে বক্স অফিস কাঁপাচ্ছে । ভালো ব্য়বসা করছে ছবিটি ।

Intro:Body:

Vidya Balan


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.