মুম্বই : 'আদত সে মজবুর' বা 'কুলদিপাক'-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছিলেন মনমীত গ্রেওয়াল । তবে লকডাউনের কারণে দীর্ঘদিন হাতে কাজ নেই । দেনায় ডুবে যাচ্ছিলেন অভিনেতা । অবশেষে এক উপায় খুঁজে পেলেন মনমীত । নভি মুম্বইয়ে নিজের বাড়িতে আত্মহত্যা করলেন তিনি । ঘটনাটি শুক্রবার অর্থাৎ 15 মে রাতের ।
তবে সবথেকে দুঃখের বিষয় হল, মনমীতকে বাঁচানোর সুযোগ থাকলেও প্রতিবেশীরা কেউ এগিয়ে আসেননি । বেডরুমে স্বামীর দেহ ঝুলতে দেখে তাঁকে বাঁচাতে চিৎকার করতে শুরু করেন মনমীতের স্ত্রী । কিন্তু, কোনও প্রতিবেশী সেই ডাকে নাকি সাড়া দেননি ।
মনমীতের এক বন্ধু মনজিৎ সিং সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, "সন্ধ্যেবেলা থেকে নর্মাল ছিল মনমীত । তবে একটু পরে ও নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় । সেই সময় ওঁর স্ত্রী রান্নাঘরে খাবার তৈরি করছিলেন । হঠাৎই একটা চেয়ারের আওয়াজ শুনে উনি বেডরুমে দৌড়ে আসেন, মনমীতকে বাঁচানোর চেষ্টা করেন । তবে হাজার চিৎকার সত্ত্বেও কেউ এগিয়ে আসেনি ।"
অবশেষে এক সিকিওরিটি গার্ড উপরে উঠে আসেন আর মনমীতের গলা থেকে ওড়না কেটে ওঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান । সেখানে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করা হয় ।
বাড়ি ভাড়া দেওয়ার জন্য 8500 টাকা অবধি ছিল না মনমীতের, বন্দক রাখা ছিল সোনার গয়না । এই চাপ থেকে পালানোর জন্য আত্মহননের পথই বেছে নিলেন অভিনেতা । এই লকডাউনে বিনোদন দুনিয়াকে আরও এক বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিল মনমীতের মৃত্যু, কতদিন চলবে এই বেকার জীবন ?