মুম্বই : আবারও এক ধর্ষণের অভিযোগ উঠল মায়ানগরীতে । টেলিভিশনের অভিনেত্রী ধর্ষণের অভিযোগ আনলেন এক কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে । গত 26 নভেম্বর FIR দায়ের হয়েছে মুম্বইয়ের ভারসোভা থানায় ।
IANS সূত্রে জানা যাচ্ছে যে, অভিনেত্রী ও অভিযুক্ত কাস্টিং ডিরেক্টর দুই বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে পরে বিয়ে করতে অস্বীকার করেন অভিযুক্ত । এমনই অভিযোগ এনেছেন নির্যাতিতা অভিনেত্রী ।
ভারসোভা থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর রাঘবেন্দ্র ঠাকুর IANS-কে জানিয়েছেন, "একজন অভিনেত্রী তার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন । বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বয়ফ্রেন্ড । আমরা ভারতীয় দণ্ডবিধির 376 ধারার অধীনে FIR দায়ের করেছি ।"
তবে এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি ।