মুম্বই : টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ মানস শাহ । কিন্তু, এই লকডাউনে পরিচিতি দিয়ে কিছুই হবে না । পেট চালানোর জন্য অর্থ প্রয়োজন । আর সেই জন্য গাড়ি বিক্রি করতে হল মানসকে ।
IANS-কে অভিনেতা বললেন, "এরকম চ্যালেঞ্জিং সময় আমি কোনওদিন দেখিনি । বিশাল অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমায় । বাঁচার জন্য আমায় গাড়ি বেচতে হয়েছে । আমায় ভাড়া বাড়িও ছাড়তে হয়েছে । এখন ভাইয়ের সঙ্গে লোখাণ্ডওয়ালাতে রয়েছি ।"
বেশ কিছু সময় ধরে কোনও উপার্জন নেই মানসের । 'হমারি বাহু সিল্ক' ধারাবাহিক থেকে বাকি রয়ে গেছে অনেক পেমেন্ট । বললেন, "আমি 2 মে 2019 থেকে শুটিং শুরু করি । নভেম্বর 5-এ শেষ শুট করি । আমাদের শুধুমাত্র মে-র টাকা দেওয়া হয় । সেপ্টেম্বরে যে টাকাটা পাওয়ার কথা ছিল, সেটা আমরা অক্টোবরে পাই । আর তারপর থেকে একটা টাকাও পাইনি আমরা ।"
মানস বললেন, "খুব খারাপ অবস্থা । শুধু আমার জন্য নয়, যাঁরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন প্রত্যেকের জন্য । আমরা পুরোনো পেমেন্ট পাইনি । আর নতুন কোনও কাজ হাতে নেই । ভবিষ্যৎ অজানা ।"
সুদিনের আশায় দিন গুনছেন মানস । জিনিসপত্র বিক্রি করে আর কতদিন চলবে ?