ETV Bharat / sitara

টিআরপি পড়লেও মাথাব্যথা নেই খড়কুটোর গল্পকারের - khorkuto

লাভ জিহাদের তত্ত্ব খাড়া করে এক শ্রেণির দর্শক খড়কুটো সিরিয়াল বয়কট করলেও তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন গল্পকার লীনা গঙ্গোপাধ্যায় ৷

টিআরপি পড়লেও মাথাব্যথা নেই খড়কুটোর গল্পকারের
টিআরপি পড়লেও মাথাব্যথা নেই খড়কুটোর গল্পকারের
author img

By

Published : May 24, 2021, 6:35 PM IST

কলকাতা, 24 মে : দর্শকের বিচারে একসময় এক নম্বরে থাকা খড়কুটো এখন ছয় নম্বরে । বেশ কিছুদিন ধরে খড়কুটো সিরিয়ালে নতুন একটি চরিত্রের আবির্ভাব হয় ৷ যার নাম আদিল । আদিল চরিত্রটি আসার পর থেকে ফেসবুকে বেশ কিছু মিম বেরোতে শুরু করে । টিভির পর্দায় আদিলকে দেখার পর কিছু ধর্মান্ধ মানুষের ভাবাবেগে আঘাত লাগে ৷

আরও পড়ুন : নেপোটিজ়ম থেকে গায়ের রং, নিন্দা উড়িয়ে স্বতঃস্ফূর্ত সুহানা

তাঁদের বক্তব্য, বাংলা সিরিয়ালে হিন্দু ঘরের মেয়েরা সবসময় কেন মুসলমানের ছেলেকে বিয়ে করবে । এই ভাবনা থেকেই কিছু মানুষ সিরিয়ালের বিরুদ্ধে লাভ জিহাদের ডাক দেয় । এমনকি খড়কুটো সিরিয়ালটি বয়কটেরও সিদ্ধান্ত নেন তাঁরা । বেশ কিছুদিন ধরে এই রেশ ফেসবুকে চলতে থাকার পর এখন আবার সব কিছু ঠিকঠাক হয়েছে ।

এই সম্পর্কে গল্পের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ধরনের বিষয় নিয়ে প্রথমত তিনি কোনও মন্তব্য করতে চান না । ফেসবুকে কি চলছে তা সম্পর্কে তিনি অবগত নন ৷ ফেসবুকের দর্শকদের নিয়ে তিনি একেবারেই মাথা ঘামাতে নারাজ । তবে একটানা শীর্ষে থাকার পর ছয় নম্বরে চলে আসার কারণ ঠিক কী, তা নিয়ে তিনি মুখ খুলতে চাননি ।

কলকাতা, 24 মে : দর্শকের বিচারে একসময় এক নম্বরে থাকা খড়কুটো এখন ছয় নম্বরে । বেশ কিছুদিন ধরে খড়কুটো সিরিয়ালে নতুন একটি চরিত্রের আবির্ভাব হয় ৷ যার নাম আদিল । আদিল চরিত্রটি আসার পর থেকে ফেসবুকে বেশ কিছু মিম বেরোতে শুরু করে । টিভির পর্দায় আদিলকে দেখার পর কিছু ধর্মান্ধ মানুষের ভাবাবেগে আঘাত লাগে ৷

আরও পড়ুন : নেপোটিজ়ম থেকে গায়ের রং, নিন্দা উড়িয়ে স্বতঃস্ফূর্ত সুহানা

তাঁদের বক্তব্য, বাংলা সিরিয়ালে হিন্দু ঘরের মেয়েরা সবসময় কেন মুসলমানের ছেলেকে বিয়ে করবে । এই ভাবনা থেকেই কিছু মানুষ সিরিয়ালের বিরুদ্ধে লাভ জিহাদের ডাক দেয় । এমনকি খড়কুটো সিরিয়ালটি বয়কটেরও সিদ্ধান্ত নেন তাঁরা । বেশ কিছুদিন ধরে এই রেশ ফেসবুকে চলতে থাকার পর এখন আবার সব কিছু ঠিকঠাক হয়েছে ।

এই সম্পর্কে গল্পের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ধরনের বিষয় নিয়ে প্রথমত তিনি কোনও মন্তব্য করতে চান না । ফেসবুকে কি চলছে তা সম্পর্কে তিনি অবগত নন ৷ ফেসবুকের দর্শকদের নিয়ে তিনি একেবারেই মাথা ঘামাতে নারাজ । তবে একটানা শীর্ষে থাকার পর ছয় নম্বরে চলে আসার কারণ ঠিক কী, তা নিয়ে তিনি মুখ খুলতে চাননি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.