মুম্বই, 17 ফেব্রুয়ারি: একতা কাপুরের সঙ্গে তাঁর নতুন ইনিংস শুরুর কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত ৷ অবশেষে সামনে এল তাঁদের নতুন 'ফিয়ারলেস রিয়েলিটি শো' 'লক আপ'-এর ট্রেলার (The trailer of Lock Upp featuring Kangana Ranaut as host is unveiled )৷ নিজের এই নতুন শোয়ের কনসেপ্ট নিয়ে খুবই খুশি তিনি ৷ ট্রেলার লঞ্চের আগে বুধবার নয়াদিল্লির বাংলা সাহেব গুরদুয়ারাতেও যান একতা এবং কঙ্গনা ৷
কেমন হতে চলেছে এই নতুন শো ? তা নিয়েই এদিন মুখ খুলেছেন কঙ্গনা ৷ তিনি বলেন, "শোয়ের অসাধারণ লঞ্চ সকলের মধ্যে কৌতুহল জাগিয়ে তুলেছে ৷ ট্রেলারেই প্রমাণ রয়েছে শোটি কতখানি দুঃসাহসিক, বিতর্কিত এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে ৷ দেশের রাজধানীতে আমারদের এই ট্রেলারটি উন্মোচন করতে পেরে আমি আনন্দিত ৷ একইসঙ্গে আমি ভীষণভাবে রোমাঞ্চিত এবং উচ্ছ্বসিত এমন একটি অনন্য় কনসেপ্ট ওটিটিতে আসছে এটা দেখে এবং এটার সঙ্গে যুক্ত হতে পেরে ৷ "
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
একইসঙ্গে তাঁকে সুযোগ করে দেওয়ার জন্য একতা কাপুরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ তিনি বলেন, "আমি আমার বস-লেডি একতাকে ধন্যবাদ জানাতে চাই, সবসময় আমার পাশে থাকার জন্য এবং তিনি এমন একজন যাঁর আমি সর্বদা প্রশংসা করি এবং সত্যিই সম্মান করি। আমার সমস্ত অনুরাগীরা এখনও পর্যন্ত সামনে আসা সবচেয়ে 'দুঃসাহসিক' শোয়ের জন্য প্রস্তুত হন ৷"
আরও পড়ুন: কালো মনোকিনিতে অনুরাগীদের মনে আগুন জ্বালালেন মৌনি
ট্রেলারে দেখানো হয় একটি জেলের দৃ্শ্য় যার জেলার অভিনেত্রী কঙ্গনা রানওয়াত ৷ আর তিনিই জানান এই জেলে বন্দী থাকতে হবে বিতর্কিত কিছু সেলিব্রেটিদের ৷ খেলায় টিকে থাকতে হলে তাঁদের জানাতে হবে তাঁদের বিতর্কিত গল্পের পিছনে থাকা ঘটনাগুলি ৷ শুধু তাই নয়, এই জেলে তাঁদের বন্দী থাকতে হবে এমন মানুষদের সঙ্গে যাঁদের হয়ত তাঁরা একেবারেই পছন্দ করেন না ৷ শোয়ের স্ট্রিমিং হতে চলেছে ওটিটি প্লাটফর্ম অল্ট বালাজি এবং এম এক্স প্লেয়ারে ৷ 27 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই শো ৷