ETV Bharat / sitara

মূকাভিনয় ও থিয়েটারের ফিউশনে তৈরি 'তোতার কাহানি'

রবিঠাকুরের 'তোতা কাহিনী'-র নাট্যরূপ তৈরি করেছে বালার্ক নাট্যদল । নাম 'তোতার কাহানি' । নাটকটি তৈরি হয়েছে মাইম ও থিয়েটারের সংমিশ্রণে ।

author img

By

Published : Sep 22, 2019, 2:42 PM IST

Updated : Sep 22, 2019, 2:48 PM IST

তোতার কাহানি

কলকাতা : 'রবীন্দ্র উৎসব 2019'-এ বিদেশি বিভিন্ন দলের সঙ্গে কলকাতার বালার্ক নাট্যদলও অংশগ্রহণ করেছে । তাঁরা মঞ্চে তুলে ধরলেন প্রতিবাদী রবীন্দ্রনাথকে । রবিঠাকুরের 'তোতা কাহিনী'-র নাট্যরূপ তৈরি করেছে এই নাট্যদল । নাম 'তোতার কাহানি' । নাটকটি তৈরি হয়েছে মাইম ও থিয়েটারের সংমিশ্রণে । এই নাটক নিয়ে প্রবীন মাইম শিল্পী বিদ্যুৎ দত্ত ও বসন্ত পাথ্রডকর কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে ।

বসন্ত বলেন, "তোতাকাহিনী রবীন্দ্রনাথের লেখা ছোটোগল্প । লিপিকাতে প্রকাশিত হয়েছিল । তা নিয়ে আমরা কাজ করার কথা ভাবি । তবে ঠিক করা হয় তোতাকাহিনীকে একই রাখব না । গল্পটি আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বা আজকের সমাজব্যবস্থার জন্য কতটা প্রাসঙ্গিক সেই বিষয়টি তুলে ধরা হয়েছে । শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে না থেকে কীভাবে সমাজের ক্ষেত্রেও সম্পৃক্ত হয়ে যায়, তা আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে তুলে ধরেছি । তাই নাম বদলে তোতার কাহানি রাখা হল ।"

দেখুন ভিডিয়ো...

বিদ্যুৎ দত্ত বলেন, "মাইম ও থিয়েটারের ফিউশন করা খুব কঠিন । ছেলেমেয়েদের আমি তিন বছর ট্রেনিং দিয়েছি । কেউ যদি নাটকটা দেখেন, বুঝতে পারবেন কত কঠিন ট্রেনিং । কোরিওগ্রাফি করেছে বসন্ত । ফিজ়িকাল অ্যাক্টিং ও আর্ট অর্থাৎ জেসচার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মূকাভিনয় করা হয়েছে । যে কারণে নাটকে কোনও সেটও ব্যবহার করা হয়নি ।"

কলকাতা : 'রবীন্দ্র উৎসব 2019'-এ বিদেশি বিভিন্ন দলের সঙ্গে কলকাতার বালার্ক নাট্যদলও অংশগ্রহণ করেছে । তাঁরা মঞ্চে তুলে ধরলেন প্রতিবাদী রবীন্দ্রনাথকে । রবিঠাকুরের 'তোতা কাহিনী'-র নাট্যরূপ তৈরি করেছে এই নাট্যদল । নাম 'তোতার কাহানি' । নাটকটি তৈরি হয়েছে মাইম ও থিয়েটারের সংমিশ্রণে । এই নাটক নিয়ে প্রবীন মাইম শিল্পী বিদ্যুৎ দত্ত ও বসন্ত পাথ্রডকর কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে ।

বসন্ত বলেন, "তোতাকাহিনী রবীন্দ্রনাথের লেখা ছোটোগল্প । লিপিকাতে প্রকাশিত হয়েছিল । তা নিয়ে আমরা কাজ করার কথা ভাবি । তবে ঠিক করা হয় তোতাকাহিনীকে একই রাখব না । গল্পটি আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বা আজকের সমাজব্যবস্থার জন্য কতটা প্রাসঙ্গিক সেই বিষয়টি তুলে ধরা হয়েছে । শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে না থেকে কীভাবে সমাজের ক্ষেত্রেও সম্পৃক্ত হয়ে যায়, তা আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে তুলে ধরেছি । তাই নাম বদলে তোতার কাহানি রাখা হল ।"

দেখুন ভিডিয়ো...

বিদ্যুৎ দত্ত বলেন, "মাইম ও থিয়েটারের ফিউশন করা খুব কঠিন । ছেলেমেয়েদের আমি তিন বছর ট্রেনিং দিয়েছি । কেউ যদি নাটকটা দেখেন, বুঝতে পারবেন কত কঠিন ট্রেনিং । কোরিওগ্রাফি করেছে বসন্ত । ফিজ়িকাল অ্যাক্টিং ও আর্ট অর্থাৎ জেসচার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মূকাভিনয় করা হয়েছে । যে কারণে নাটকে কোনও সেটও ব্যবহার করা হয়নি ।"

Intro:'হ্যাপেনিংস রবীন্দ্র-উৎসব ২০১৯'এ এবার অংশগ্রহণ করেছে কলকাতার বালার্ক নাট্যদল। প্রতিবাদী রবীন্দ্রনাথকে তাঁরা মঞ্চে তুলে ধরলেন। সেইজন্য বালার্ক বেছে নিয়েছিল রবিঠাকুরের 'তোতা কাহিনী'কে, যার নাট্যরূপের নাম বদলে হয়েছে 'তোতার কাহানি'। সবচেয়ে বড় কথা, এই নাটকটি তৈরি হয়েছে মাইম এবং থিয়েটারের সংমিশ্রণে। প্রবীন মাইম শিল্পী বিদ্যুৎ দত্ত এবং বসন্ত পাথ্রডকর কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।




Body:বসন্ত পাথ্রডকর বললেন, "তোতাকাহিনী রবীন্দ্রনাথের লেখা ছোটোগল্প। লিপিকাতে প্রকাশিত হয়েছিল। সেটি নিয়ে আমরা যখন কাজ করব ঠিক করলাম, তখন ঠিক করলাম তোতাকাহিনীকে শুধু তোতাকাহিনী হিসেবে রাখব না। তোতাকাহিনী আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বা আজকের সমাজব্যবস্থার জন্য কতটা প্রাসঙ্গিক সেই বিষয়কে তুলে ধরা হয়েছে। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে না থেকে, কীভাবে সমাজের ক্ষেত্রেও সম্পৃক্ত হয়ে যায়, সেটাকে আমরা আমাদের কাজের মধ্যে তুলে ধরতে চেয়েছি। যে কারণে আমরা আমাদের প্রযোজনার নাম তোতাকাহিনী রাখলাম না। তোতাদের কথা বলেছি বলে, তোতার কাহানি রাখলাম।"




Conclusion:মাইম শিল্পী বিদ্যুৎ দত্ত বললেন, "মাইম এবং থিয়েটারের ফিউশনটা করা খুব কঠিন। ছেলেমেয়েদের আমি তিনবছর ট্রেনিং দিয়েছি। কেউ যদি নাটকটা দেখেন, বুঝতে পারবেন কতটা কঠিন ট্রেনিং। কোরিওগ্র্যাফি করেছে বসন্ত। ফিজিক্যাল অ্যাক্টিং এবং আর্ট, অর্থাৎ জেসচার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মুখাভিনয় করা হয়েছে। যে কারণে, নাটকে কোনও সেট ব্যবহার করা হয়নি।"

ভিডিওতে শুনে নিন সম্পূর্ণ বক্তব্য :
Last Updated : Sep 22, 2019, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.