ETV Bharat / sitara

Last Episode of Krishnakoli : অদিতির সঙ্গে গাইবে শ্যামা, 1202 পর্বে আজ শেষ কৃষ্ণকলি - কৃষ্ণকলির শেষ পর্ব

1202 পর্বে আজ শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি (last episode of Krishnakoli) ৷ শেষ পর্বেও রয়েছে টানটান উত্তেজনা ৷ বিপদ ঘনিয়ে আসবে শ্যামার দিকে ৷ এই পর্বেই অদিতি মুন্সির সঙ্গে গান গাইতেও দেখা যাবে তাঁকে (Tiyasha Roy to sing with Aditi Munshi)৷

Krishnakali last episode
অদিতির সঙ্গে গাইবে শ্যামা, 1202 পর্বে আজ শেষ কৃষ্ণকলি
author img

By

Published : Jan 9, 2022, 4:04 PM IST

Updated : Jan 9, 2022, 7:21 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : বিদায়ের ঘণ্টা বেজেছে । 1202 পর্বে আজই শেষ হতে চলেছে ধারাবাহিক 'কৃষ্ণকলি' (last episode of Krishnakoli)। সন্ধে 6 টার স্লটে 10 জানুয়ারি, সোমবার থেকে সম্প্রচারিত হবে 'করুণাময়ী রানি রাসমণি - উত্তরপর্ব'।

শুরুটা ছিল 2018 সালে 18 জুন ৷ কালো মেয়ে শ্যামার কীর্তন গানের জাদুকে রসদ করে সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা থেকে আসে 'কৃষ্ণকলি'(TV serial Krishnakoli)। শুরুর দিন থেকে দর্শকের মনে জায়গা করে নেয় এই ধারাবাহিক । অদিতি মুন্সির কণ্ঠে প্রত্যেকটি গানে লিপ দেন গল্পের নায়িকা শ্যামা থুড়ি তিয়াসা রায় । জমে ওঠে শ্যামা আর নিখিলের জুটি । গান, প্রেম, পারিবারিক বন্ধন, সম্পর্কের টানাপোড়েন, ষড়যন্ত্র সব মিলিয়ে এই ধারাবাহিক হয়ে ওঠে দর্শকের খুব কাছের ।

সময়ের সঙ্গে সঙ্গে আসে নতুন সব চরিত্র । হাজির হয় চৌধুরী পরিবারে আরও নানা সমস্যা, যা বরাবরই চৌধুরী পরিবারকে যন্ত্রণা দিয়ে এসেছে । এবার সব সমস্যা সমাধানের পালা । তবে শেষ পর্বেও রয়েছে টানটান উত্তেজনা । মঞ্চে অদিতি মুন্সির সঙ্গে গান গাইবে শ্যামা (Tiyasha Roy to sing with Aditi Munshi)। আর তখনই শ্যামার জন্য তৈরি আরও এক বিপদ । নিখিল কি পারবে শ্যামাকে বাঁচাতে ? নাকি ঘটবে অন্য কিছু ? সেটাই দেখার ।

Krishnakali last episode
শেষ পর্বে শ্যামা-নিখিল

আরও পড়ুন: রাতারাতি ফর্সা হয়ে গেল 'কৃষ্ণকলি'-র শ্যামা ? সমালোচনায় নেটিজেনরা

ধারাবাহিক শেষ হতে চলার খবর জানিয়ে প্রযোজক সুশান্ত দাস সোশ্যালে লেখেন, "শেষ বলে কিছু নেই ।"

প্রসঙ্গত, সুশান্ত দাসের (Susanta Das producer) প্রযোজনায় অন্য একটি চ্যানেলে আসছে 'আলতা ফড়িং', চলছে 'উমা', 'গ্রামের রানি বীণাপানি'। পাশাপাশি হিন্দিতে চলছে 'রিশতো কা মানঝা'। এরপর আরও কী চমক সুশান্ত দাস দিতে চলেছেন সেটাই দেখার ।

রবিবার শেষ হচ্ছে মেগা সিরিয়াল কৃষ্ণকলি

আরও পড়ুন: বিচ্ছেদের দোরগোড়ায় শ্যামা ও নিখিল

সম্প্রতি এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে সুশান্ত দাস বলেন, "খেলা নিয়ে আরও অনেক গল্প বলার ইচ্ছে আছে টেলিভিশনে । ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনের পর এবার নিয়ে এলাম জিমন্যাস্টিকস । দেখা যাক এর পরেরটা কী হয় ।"

কলকাতা, 9 জানুয়ারি : বিদায়ের ঘণ্টা বেজেছে । 1202 পর্বে আজই শেষ হতে চলেছে ধারাবাহিক 'কৃষ্ণকলি' (last episode of Krishnakoli)। সন্ধে 6 টার স্লটে 10 জানুয়ারি, সোমবার থেকে সম্প্রচারিত হবে 'করুণাময়ী রানি রাসমণি - উত্তরপর্ব'।

শুরুটা ছিল 2018 সালে 18 জুন ৷ কালো মেয়ে শ্যামার কীর্তন গানের জাদুকে রসদ করে সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা থেকে আসে 'কৃষ্ণকলি'(TV serial Krishnakoli)। শুরুর দিন থেকে দর্শকের মনে জায়গা করে নেয় এই ধারাবাহিক । অদিতি মুন্সির কণ্ঠে প্রত্যেকটি গানে লিপ দেন গল্পের নায়িকা শ্যামা থুড়ি তিয়াসা রায় । জমে ওঠে শ্যামা আর নিখিলের জুটি । গান, প্রেম, পারিবারিক বন্ধন, সম্পর্কের টানাপোড়েন, ষড়যন্ত্র সব মিলিয়ে এই ধারাবাহিক হয়ে ওঠে দর্শকের খুব কাছের ।

সময়ের সঙ্গে সঙ্গে আসে নতুন সব চরিত্র । হাজির হয় চৌধুরী পরিবারে আরও নানা সমস্যা, যা বরাবরই চৌধুরী পরিবারকে যন্ত্রণা দিয়ে এসেছে । এবার সব সমস্যা সমাধানের পালা । তবে শেষ পর্বেও রয়েছে টানটান উত্তেজনা । মঞ্চে অদিতি মুন্সির সঙ্গে গান গাইবে শ্যামা (Tiyasha Roy to sing with Aditi Munshi)। আর তখনই শ্যামার জন্য তৈরি আরও এক বিপদ । নিখিল কি পারবে শ্যামাকে বাঁচাতে ? নাকি ঘটবে অন্য কিছু ? সেটাই দেখার ।

Krishnakali last episode
শেষ পর্বে শ্যামা-নিখিল

আরও পড়ুন: রাতারাতি ফর্সা হয়ে গেল 'কৃষ্ণকলি'-র শ্যামা ? সমালোচনায় নেটিজেনরা

ধারাবাহিক শেষ হতে চলার খবর জানিয়ে প্রযোজক সুশান্ত দাস সোশ্যালে লেখেন, "শেষ বলে কিছু নেই ।"

প্রসঙ্গত, সুশান্ত দাসের (Susanta Das producer) প্রযোজনায় অন্য একটি চ্যানেলে আসছে 'আলতা ফড়িং', চলছে 'উমা', 'গ্রামের রানি বীণাপানি'। পাশাপাশি হিন্দিতে চলছে 'রিশতো কা মানঝা'। এরপর আরও কী চমক সুশান্ত দাস দিতে চলেছেন সেটাই দেখার ।

রবিবার শেষ হচ্ছে মেগা সিরিয়াল কৃষ্ণকলি

আরও পড়ুন: বিচ্ছেদের দোরগোড়ায় শ্যামা ও নিখিল

সম্প্রতি এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে সুশান্ত দাস বলেন, "খেলা নিয়ে আরও অনেক গল্প বলার ইচ্ছে আছে টেলিভিশনে । ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনের পর এবার নিয়ে এলাম জিমন্যাস্টিকস । দেখা যাক এর পরেরটা কী হয় ।"

Last Updated : Jan 9, 2022, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.